শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

টেস্টে বাংলাদেশের উন্নতি না হওয়া রহস্যজনক

#
news image

বাংলাদেশ দল টেস্ট আঙিনায় পা দিয়েছে প্রায় ২২ বছর হলো। কিন্তু একই বৃত্তে যেন এখনও ঘুরপাক খাচ্ছে টাইগাররা।

সিমিত ওভারের খেলায় দাপটের সাথে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে পারলেও টেস্টে উন্নতি হচ্ছে না প্রত্যাশামাফিক। এটাকে দুর্ভাগ্যজনক বলছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

১৩৩ ম্যাচে এখন অবধি সাদা পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ১৬টিতে, ১৮ ড্রয়ের বিপরীতে হেরেছে ৯৯টিতে।

এতদিন পরও কেন ফলাফলে উন্নতি নেই, সেটাকে রহস্যজনক মনে করছেন দুর্জয়।

তিনি বলেছেন, ‘সেটা তো কিছুটা দুর্ভাগ্যজনকই এখনো (এসব কথা) বলতে হয়। আমি বললাম যে আমরা যখন শুরু করেছি তখন আমাদের যে অভিজ্ঞতা ছিল, আমাদের যে সুযোগ-সুবিধা ছিল এখন সবকিছুই তার থেকে অনেক ভালো। খেলোয়াড়রাও অনেক ভালো আমাদের থেকে। তারপরও কেন রেজাল্ট হচ্ছে না এটা রহস্যজনক ব্যাপার। ’

অ্যান্টিগায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে দুর্জয় বলেছেন, ‘ফলাফল ভালো হয়নি এটাতো স্বীকার করতেই হবে (অ্যান্টিগা টেস্টে)। এখন সময় আমাদের পারফর্ম করার। আমার একটা জিনিস অবাক লাগে আমাদের এত ভালো ভালো প্লেয়ার। সবাই এক সাথে ফায়ার করলে টেস্টে এরকম হওয়ার কথা না। আমাদের যে প্রত্যাশা সেটা করেছেৃঅবশ্যই তারা অনেক ভালো ভালো প্লেয়ার। কিন্তু দলের ফলটা আমরা সেভাবে টেস্টে দেখি নাই। ’

দীর্ঘ পরিসরের ক্রিকেট নিয়ে পুরো সংস্কৃতির আগ্রহের ব্যাপারকেও সামনে এনেছেন এই বিসিবি পরিচালক, ‘টেস্টের দিকে আমরা আসলে কতটা সফল? জাতিগত হিসেবে আমরা আসলে শর্টার ভার্সনে বেশি আগ্রহী সবাই। দর্শক বলেন, ক্লাব অফিশিয়াল বলেন বা সংগঠক বলেন। সবার আসলে টেস্টের দিকে (মনযোগ দেওয়া উচিৎ)। ’

‘কারণ ক্রিকেটের মূল জায়গা হচ্ছে টেস্ট। আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, টেস্ট খেলছি অনেকদিন হয়ে যাচ্ছে। টেস্টের সংস্কৃতি, ঘরোয়া প্রথম শ্রেণি এসবে আমাদের আরও যত্নবান হতে হবে। তাছাড়া টেস্টে ভালো খেলার আসলে অন্য কোনো উপায় নেই।

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  12:47 AM

news image

বাংলাদেশ দল টেস্ট আঙিনায় পা দিয়েছে প্রায় ২২ বছর হলো। কিন্তু একই বৃত্তে যেন এখনও ঘুরপাক খাচ্ছে টাইগাররা।

সিমিত ওভারের খেলায় দাপটের সাথে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে পারলেও টেস্টে উন্নতি হচ্ছে না প্রত্যাশামাফিক। এটাকে দুর্ভাগ্যজনক বলছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

১৩৩ ম্যাচে এখন অবধি সাদা পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ১৬টিতে, ১৮ ড্রয়ের বিপরীতে হেরেছে ৯৯টিতে।

এতদিন পরও কেন ফলাফলে উন্নতি নেই, সেটাকে রহস্যজনক মনে করছেন দুর্জয়।

তিনি বলেছেন, ‘সেটা তো কিছুটা দুর্ভাগ্যজনকই এখনো (এসব কথা) বলতে হয়। আমি বললাম যে আমরা যখন শুরু করেছি তখন আমাদের যে অভিজ্ঞতা ছিল, আমাদের যে সুযোগ-সুবিধা ছিল এখন সবকিছুই তার থেকে অনেক ভালো। খেলোয়াড়রাও অনেক ভালো আমাদের থেকে। তারপরও কেন রেজাল্ট হচ্ছে না এটা রহস্যজনক ব্যাপার। ’

অ্যান্টিগায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে দুর্জয় বলেছেন, ‘ফলাফল ভালো হয়নি এটাতো স্বীকার করতেই হবে (অ্যান্টিগা টেস্টে)। এখন সময় আমাদের পারফর্ম করার। আমার একটা জিনিস অবাক লাগে আমাদের এত ভালো ভালো প্লেয়ার। সবাই এক সাথে ফায়ার করলে টেস্টে এরকম হওয়ার কথা না। আমাদের যে প্রত্যাশা সেটা করেছেৃঅবশ্যই তারা অনেক ভালো ভালো প্লেয়ার। কিন্তু দলের ফলটা আমরা সেভাবে টেস্টে দেখি নাই। ’

দীর্ঘ পরিসরের ক্রিকেট নিয়ে পুরো সংস্কৃতির আগ্রহের ব্যাপারকেও সামনে এনেছেন এই বিসিবি পরিচালক, ‘টেস্টের দিকে আমরা আসলে কতটা সফল? জাতিগত হিসেবে আমরা আসলে শর্টার ভার্সনে বেশি আগ্রহী সবাই। দর্শক বলেন, ক্লাব অফিশিয়াল বলেন বা সংগঠক বলেন। সবার আসলে টেস্টের দিকে (মনযোগ দেওয়া উচিৎ)। ’

‘কারণ ক্রিকেটের মূল জায়গা হচ্ছে টেস্ট। আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, টেস্ট খেলছি অনেকদিন হয়ে যাচ্ছে। টেস্টের সংস্কৃতি, ঘরোয়া প্রথম শ্রেণি এসবে আমাদের আরও যত্নবান হতে হবে। তাছাড়া টেস্টে ভালো খেলার আসলে অন্য কোনো উপায় নেই।