শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

নিজেকে পরিবর্তন করবেন না সাকিব

#
news image

অ্যান্টিগায় বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে ৫১ ও দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করেছেন এ বাঁহাতি অলরাউন্ডার। তবে দুই ইনিংসেই বোলারদের উপর চড়াও হতে গিয়ে উইকেট দিয়েছেন সাকিব।

প্রথম ইনিংসে আলজারি জোসেফকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন। দ্বিতীয় ইনিংসে কেমার রোচের বলে শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ দেন তিনি।

ব্যাটিংয়ে সাকিবের এই আচরণে অসন্তুষ্ট ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলেছেন, টেস্টে সাকিবের কাছে এমন স্লগিং নয় সেঞ্চুরি চান তিনি। আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য আনতে বলেছেন ডমিঙ্গো।

সাকিব অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, কারো কথায় নিজেকে পরিবর্তন করবেন না। তার মতে, তার ব্যাটিংয়ের মানসিকতা ঠিকই আছে।

অ্যান্টিগা টেস্টের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘নিজের ব্যাটিং নিয়ে আমি ইতিবাচক ছিলাম। সহজভাবে ভাবছিলাম, মারার বল পেলে মারব না হয় ঠেকাব। সবসময় গেমপ্ল্যান এমন সাধারণ রাখি। এভাবেই সফল হয়েছি। আমি এটা পরিবর্তনও করব না!’

প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সাকিবের ব্যাটিং নিয়ে ডমিঙ্গো বলেছিলেন, ‘সাকিব সবসময়ই রান করার চেষ্টা করে। আমরা চাই না সে স্লগ করুক। আমরা চাই সে ভালো ক্রিকেট শট খেলুক। সেটা করেই প্রতিপক্ষের ওপর কিছুটা চাপ প্রয়োগ করুক। সেও জানে যে শুরুর সময়টা কাটিয়ে দিলে তাকে দীর্ঘ ইনিংসটা খেলতে হবে। তাকে সেঞ্চুরি করতে হবে।’

কোচ যাই বলুক না কেন, সাকিব বুঝিয়ে দিয়েছেন যে, পরিবর্তনের পথে যাবেন না তিনি। ব্যাটিংয়ের সময় নিজের কৌশলে অটল থাকবেন।

এদিকে টেস্টে রানখরা কাটাতে মুমিনুলকে উপায় বাতলে দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

নিজের ইউটিউব চ্যানেলে আশরাফুল বলেন, 'যেহেতু গত ১৩-১৪টা ইনিংস তার (মুমিনুলের) ভালো যাচ্ছে না। তার আউটগুলো যদি খেয়াল করি, দেখা যাবে ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছে। সে খুবই সৎ। নিজের থেকে চাচ্ছে (ফর্মে) ফিরে আসার জন্য। যে কারণে রান পাওয়ার জন্য অনুশীলন ম্যাচগুলোতে সে ওপেনিংয়েও নেমে গেছে। কিন্তু সেভাবে সফল হতে পারছে না। তার প্রতিটি আউট যদি দেখি, অফ স্টাম্পের বাইরের বলগুলোতে সে আউট হয়ে যাচ্ছে। হয় এলবিডব্লিউ, না হয় কট বিহাইন্ড। '

মুমিনুলকে খেলার ধরন পাল্টানোর পরামর্শ দিয়ে আশরাফুল বলেন, 'সে রক্ষণাত্মক মেজাজে আছে। একটু আগ্রাসী যদি হয়, তাহলে আমি মনে করি তার জন্য ইতবাচক হবে। যখন খারাপ সময় আসে, তখন ভাগ্যও পাশে থাকে না। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচটিতে সে কিন্তু ৮৮ করেছিল। অনেকগুলো বল ব্যাটের কানায় লেগে কিপারের কাছে ক্যারি করেনি, স্লিপে ক্যারি করেনি, গালি ও স্লিপের মাঝখান দিয়ে গেছে। এখন কিন্তু ভাগ্যটা তার পাশে নেই। যেটাই লাগছে (ব্যাটে), হাতে চলে যাচ্ছে। যেটাই মিস করছে, পায়ে লেগে যাচ্ছে। এই অবস্থায় তাকে অবশ্যই ইতিবাচক থাকতে হবে। একটু রানের চিন্তা করতে হবে। আউট হলে হব, জিরো করলে করব। এটাই মনে হয় তার জন্য ভালো হবে।

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  12:48 AM

news image

অ্যান্টিগায় বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে ৫১ ও দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করেছেন এ বাঁহাতি অলরাউন্ডার। তবে দুই ইনিংসেই বোলারদের উপর চড়াও হতে গিয়ে উইকেট দিয়েছেন সাকিব।

প্রথম ইনিংসে আলজারি জোসেফকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন। দ্বিতীয় ইনিংসে কেমার রোচের বলে শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ দেন তিনি।

ব্যাটিংয়ে সাকিবের এই আচরণে অসন্তুষ্ট ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলেছেন, টেস্টে সাকিবের কাছে এমন স্লগিং নয় সেঞ্চুরি চান তিনি। আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য আনতে বলেছেন ডমিঙ্গো।

সাকিব অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, কারো কথায় নিজেকে পরিবর্তন করবেন না। তার মতে, তার ব্যাটিংয়ের মানসিকতা ঠিকই আছে।

অ্যান্টিগা টেস্টের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘নিজের ব্যাটিং নিয়ে আমি ইতিবাচক ছিলাম। সহজভাবে ভাবছিলাম, মারার বল পেলে মারব না হয় ঠেকাব। সবসময় গেমপ্ল্যান এমন সাধারণ রাখি। এভাবেই সফল হয়েছি। আমি এটা পরিবর্তনও করব না!’

প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সাকিবের ব্যাটিং নিয়ে ডমিঙ্গো বলেছিলেন, ‘সাকিব সবসময়ই রান করার চেষ্টা করে। আমরা চাই না সে স্লগ করুক। আমরা চাই সে ভালো ক্রিকেট শট খেলুক। সেটা করেই প্রতিপক্ষের ওপর কিছুটা চাপ প্রয়োগ করুক। সেও জানে যে শুরুর সময়টা কাটিয়ে দিলে তাকে দীর্ঘ ইনিংসটা খেলতে হবে। তাকে সেঞ্চুরি করতে হবে।’

কোচ যাই বলুক না কেন, সাকিব বুঝিয়ে দিয়েছেন যে, পরিবর্তনের পথে যাবেন না তিনি। ব্যাটিংয়ের সময় নিজের কৌশলে অটল থাকবেন।

এদিকে টেস্টে রানখরা কাটাতে মুমিনুলকে উপায় বাতলে দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

নিজের ইউটিউব চ্যানেলে আশরাফুল বলেন, 'যেহেতু গত ১৩-১৪টা ইনিংস তার (মুমিনুলের) ভালো যাচ্ছে না। তার আউটগুলো যদি খেয়াল করি, দেখা যাবে ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছে। সে খুবই সৎ। নিজের থেকে চাচ্ছে (ফর্মে) ফিরে আসার জন্য। যে কারণে রান পাওয়ার জন্য অনুশীলন ম্যাচগুলোতে সে ওপেনিংয়েও নেমে গেছে। কিন্তু সেভাবে সফল হতে পারছে না। তার প্রতিটি আউট যদি দেখি, অফ স্টাম্পের বাইরের বলগুলোতে সে আউট হয়ে যাচ্ছে। হয় এলবিডব্লিউ, না হয় কট বিহাইন্ড। '

মুমিনুলকে খেলার ধরন পাল্টানোর পরামর্শ দিয়ে আশরাফুল বলেন, 'সে রক্ষণাত্মক মেজাজে আছে। একটু আগ্রাসী যদি হয়, তাহলে আমি মনে করি তার জন্য ইতবাচক হবে। যখন খারাপ সময় আসে, তখন ভাগ্যও পাশে থাকে না। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচটিতে সে কিন্তু ৮৮ করেছিল। অনেকগুলো বল ব্যাটের কানায় লেগে কিপারের কাছে ক্যারি করেনি, স্লিপে ক্যারি করেনি, গালি ও স্লিপের মাঝখান দিয়ে গেছে। এখন কিন্তু ভাগ্যটা তার পাশে নেই। যেটাই লাগছে (ব্যাটে), হাতে চলে যাচ্ছে। যেটাই মিস করছে, পায়ে লেগে যাচ্ছে। এই অবস্থায় তাকে অবশ্যই ইতিবাচক থাকতে হবে। একটু রানের চিন্তা করতে হবে। আউট হলে হব, জিরো করলে করব। এটাই মনে হয় তার জন্য ভালো হবে।