শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

টেস্টে ৩শ উইকেট লক্ষ্য রোচের

#
news image

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে ৩শ উইকেট শিকার করতে চান ওয়েস্ট ইন্ডিজের ডান-হাতি পেসার কেমার রোচ। এখন পর্যন্ত ক্যারিবীয়দের জার্সি গায়ে ৭২ ম্যাচে ২৪৯ উইকেট শিকার করেছেন তিনি। টেস্ট ফরম্যাটে আরও দুই থেকে তিন বছর খেলে নিজের লক্ষ্য পূরণ করতে চান রোচ।

সদ্যই বাংলাদেশের বিপক্ষে জয়ী হওয়া  অ্যান্টিগা টেস্ট খেলেছেন রোচ। প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড়  নির্বাচিত হন  রোচ। অথচ, প্রথম টেস্ট শুরুর ২৪ ঘন্টা আগেও নিশ্চিত ছিলো না রোচের খেলা। রোচের নৈপুন্যে সিরিজের প্রথম টেস্ট ৭ উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেট নিয়ে টেস্ট তালিকায় মাইকেল হোল্ডিংয়ে পাশে বসেন রোচ। ৬০ ম্যাচে ২৪৯ উইকেট আছে হোল্ডিংয়ের। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক কোর্টনি ওয়ালশ।  ১৩২ টেস্টে ৫১৯টি উইকেট রয়েছে তার ঝুলিতে।

বিংশ শতাব্দির পর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আর কোন বোলার টেস্টে ৩শ উইকেট নিতে পারেননি। সর্বশেষ ক্যারিবীয়দের পক্ষে ৩শ উইকেট স্পর্শ করেছিলেন কোর্টলি অ্যামব্রোস ও ওয়ালশ। তাও সেগুলো বিংশ শতাব্দির আগে।

দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের কোন বোলার হিসেবে ৩শ উইকেট  ক্লাবে নাম লেখাতে  চান রোচ।

৩৩ বছর বয়সী রোচ বলেন, ‘আমি তিনশ টেস্ট উইকেট পেতে চাই। এখন আমার উইকেট সংখ্যা ২৪৯। এখনও আমার ২-৩ বছর ক্রিকেট খেলা বাকি আছে।’

তিনি আরও বলেন, ‘যেভাবে আমি ক্যারিয়ার শুরু করেছি, তা নিয়ে আমি গর্বিত। অবশ্যই কঠিন পরিস্থির মধ্যে আমি যেভাবে দলে এসেছি এবং ক্যারিয়ারে  গ্রেটদের পাশে  বসতে পারাটা  সবসময়ই ভালো অনুভূতি।’

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্টে ৩শ উইকেট শিকার করেছেন চারজন বোলার। ওয়ালস-অ্যামব্রোস ছাড়াও, ম্যালকম মার্শাল ও ল্যান্স গিবস।

নিজের ক্যারিয়ারের পরিসংখ্যান দেখতে ভালোবাসেন রোচ। প্রতি রাতেই নিজের পরিসংখ্যান দেখার বিষয়টি অকপটে স্বীকার করেছেন রোচ।

তিনি বলেন, ‘আমি পরিসংখ্যানে অনেক চোখ রাখি। আমার নিজের পরিসংখ্যান ভালোবাসি। প্রতি রাতেই নিজের পরিসংখ্যান দেখি আমি। আমি যদি নাও খেলি, তারপরও আমার পরিসংখ্যান দেখি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সেরাদের কাতারে জায়গা করে নিতে  পারাটা ভালো কিছুই হবে।’

গত মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে স্যার গ্যারি সোর্বাসের ২৩৫ উইকেটকে টপকে যান রোচ। বর্তমানে হোল্ডিংয়ের সাথে উইকেট শিকারের তালিকায় যৌথভাবে ষষ্ঠ স্থানে আছেন তিনি।

২শর বেশি উইকেট শিকার করা ওয়েস্ট ইন্ডিজের একমাত্র বোলার হিসেবে এখন টেস্ট ক্রিকেটে খেলছেন রোচ। এই যুগে খেলা ক্রিকেটারদের মধ্যে রোচের পর আছেন শানন গ্যাব্রিয়েল। তার শিকার ১৬১ উইকেট।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন দশমবারের মত ইনিংসে পাঁচ উইকটে নেন রোচ।

তিনি বলেন, ‘এটা দৃঢ়তা ও কঠোর পরিশ্রমের ফল।   আমাকে আমার দক্ষতা ও পারফরমেন্সের উন্নতি করতে হয়েছে। আমি ইনজুরির কারনে গতি হারিয়েছিলাম। তাই আমাকে আমার দক্ষতার উন্নতি করতে হয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  12:49 AM

news image

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে ৩শ উইকেট শিকার করতে চান ওয়েস্ট ইন্ডিজের ডান-হাতি পেসার কেমার রোচ। এখন পর্যন্ত ক্যারিবীয়দের জার্সি গায়ে ৭২ ম্যাচে ২৪৯ উইকেট শিকার করেছেন তিনি। টেস্ট ফরম্যাটে আরও দুই থেকে তিন বছর খেলে নিজের লক্ষ্য পূরণ করতে চান রোচ।

সদ্যই বাংলাদেশের বিপক্ষে জয়ী হওয়া  অ্যান্টিগা টেস্ট খেলেছেন রোচ। প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড়  নির্বাচিত হন  রোচ। অথচ, প্রথম টেস্ট শুরুর ২৪ ঘন্টা আগেও নিশ্চিত ছিলো না রোচের খেলা। রোচের নৈপুন্যে সিরিজের প্রথম টেস্ট ৭ উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেট নিয়ে টেস্ট তালিকায় মাইকেল হোল্ডিংয়ে পাশে বসেন রোচ। ৬০ ম্যাচে ২৪৯ উইকেট আছে হোল্ডিংয়ের। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক কোর্টনি ওয়ালশ।  ১৩২ টেস্টে ৫১৯টি উইকেট রয়েছে তার ঝুলিতে।

বিংশ শতাব্দির পর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আর কোন বোলার টেস্টে ৩শ উইকেট নিতে পারেননি। সর্বশেষ ক্যারিবীয়দের পক্ষে ৩শ উইকেট স্পর্শ করেছিলেন কোর্টলি অ্যামব্রোস ও ওয়ালশ। তাও সেগুলো বিংশ শতাব্দির আগে।

দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের কোন বোলার হিসেবে ৩শ উইকেট  ক্লাবে নাম লেখাতে  চান রোচ।

৩৩ বছর বয়সী রোচ বলেন, ‘আমি তিনশ টেস্ট উইকেট পেতে চাই। এখন আমার উইকেট সংখ্যা ২৪৯। এখনও আমার ২-৩ বছর ক্রিকেট খেলা বাকি আছে।’

তিনি আরও বলেন, ‘যেভাবে আমি ক্যারিয়ার শুরু করেছি, তা নিয়ে আমি গর্বিত। অবশ্যই কঠিন পরিস্থির মধ্যে আমি যেভাবে দলে এসেছি এবং ক্যারিয়ারে  গ্রেটদের পাশে  বসতে পারাটা  সবসময়ই ভালো অনুভূতি।’

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্টে ৩শ উইকেট শিকার করেছেন চারজন বোলার। ওয়ালস-অ্যামব্রোস ছাড়াও, ম্যালকম মার্শাল ও ল্যান্স গিবস।

নিজের ক্যারিয়ারের পরিসংখ্যান দেখতে ভালোবাসেন রোচ। প্রতি রাতেই নিজের পরিসংখ্যান দেখার বিষয়টি অকপটে স্বীকার করেছেন রোচ।

তিনি বলেন, ‘আমি পরিসংখ্যানে অনেক চোখ রাখি। আমার নিজের পরিসংখ্যান ভালোবাসি। প্রতি রাতেই নিজের পরিসংখ্যান দেখি আমি। আমি যদি নাও খেলি, তারপরও আমার পরিসংখ্যান দেখি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সেরাদের কাতারে জায়গা করে নিতে  পারাটা ভালো কিছুই হবে।’

গত মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে স্যার গ্যারি সোর্বাসের ২৩৫ উইকেটকে টপকে যান রোচ। বর্তমানে হোল্ডিংয়ের সাথে উইকেট শিকারের তালিকায় যৌথভাবে ষষ্ঠ স্থানে আছেন তিনি।

২শর বেশি উইকেট শিকার করা ওয়েস্ট ইন্ডিজের একমাত্র বোলার হিসেবে এখন টেস্ট ক্রিকেটে খেলছেন রোচ। এই যুগে খেলা ক্রিকেটারদের মধ্যে রোচের পর আছেন শানন গ্যাব্রিয়েল। তার শিকার ১৬১ উইকেট।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন দশমবারের মত ইনিংসে পাঁচ উইকটে নেন রোচ।

তিনি বলেন, ‘এটা দৃঢ়তা ও কঠোর পরিশ্রমের ফল।   আমাকে আমার দক্ষতা ও পারফরমেন্সের উন্নতি করতে হয়েছে। আমি ইনজুরির কারনে গতি হারিয়েছিলাম। তাই আমাকে আমার দক্ষতার উন্নতি করতে হয়েছে।