শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

তাসকিনকে নিয়ে স্বস্তির খবর

#
news image

কাঁধের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আবার হঠাৎ করে কোমরে ব্যথা অনুভব করেছিলেন পেসার তাসকিন আহমেদ। মূলত বোলিংয়ের সময় ব্যথা বেশি বোধ করতেন। তবে স্বস্তির বিষয় হলো তিন দিন বিশ্রামের পর তাসকিন বোলিংয়ে ফিরেছেন, কোনো ধরনের অস্বস্তি তার মধ্যে দেখা যায়নি।

মঙ্গলবার (২১ জুন) তাসকিন মিরপুরে বোলিং করেন। আজ বোলিংয়ের সময় তার কোমরে কোনো ব্যথা ছিল না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বিকেলে মুঠোফোনে সংবাদঅমাধ্যমকে দেবাশীষ বলেন, 'তাসকিন কাঁধের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। হঠাৎ করে বোলিংয়ের সময় কোমরে ব্যথা অনুভব করেন। পূর্বসতর্কতা হিসেবে আমরা তাকে তিন দিন বিশ্রাম নিতে বলি। বিশ্রামের পর আজ আবারও বোলিং করেছেন তিনি। কিন্তু কোনো ব্যথা অনুভব করেননি। কাল আবারও বোলিং করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তার ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই।'

পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে নেই এই তারকা পেসার। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন। সব ঠিকঠাক থাকলে ২৩ জুন উইন্ডিজের বিমান ধরবেন তাসকিন।

কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফিরছিলেন তাসকিন। ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজ সেরা (ওয়ানডেতে) হওয়ার পরও একটি টেস্ট খেলে ফিরতে হয় দেশে। একই কারণে খেলেননি শ্রীলঙ্কার বিপক্ষেও। বাংলাদেশকে বেশ ভুগিয়েছিল তার অনুপস্থিতি। মাঝে লন্ডনে যান চিকিৎসার জন্য। অবশেষে চিকিৎসা শেষে তাসকিনের এখন মাঠে ফেরার পালা।

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  12:51 AM

news image

কাঁধের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আবার হঠাৎ করে কোমরে ব্যথা অনুভব করেছিলেন পেসার তাসকিন আহমেদ। মূলত বোলিংয়ের সময় ব্যথা বেশি বোধ করতেন। তবে স্বস্তির বিষয় হলো তিন দিন বিশ্রামের পর তাসকিন বোলিংয়ে ফিরেছেন, কোনো ধরনের অস্বস্তি তার মধ্যে দেখা যায়নি।

মঙ্গলবার (২১ জুন) তাসকিন মিরপুরে বোলিং করেন। আজ বোলিংয়ের সময় তার কোমরে কোনো ব্যথা ছিল না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বিকেলে মুঠোফোনে সংবাদঅমাধ্যমকে দেবাশীষ বলেন, 'তাসকিন কাঁধের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। হঠাৎ করে বোলিংয়ের সময় কোমরে ব্যথা অনুভব করেন। পূর্বসতর্কতা হিসেবে আমরা তাকে তিন দিন বিশ্রাম নিতে বলি। বিশ্রামের পর আজ আবারও বোলিং করেছেন তিনি। কিন্তু কোনো ব্যথা অনুভব করেননি। কাল আবারও বোলিং করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তার ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই।'

পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে নেই এই তারকা পেসার। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন। সব ঠিকঠাক থাকলে ২৩ জুন উইন্ডিজের বিমান ধরবেন তাসকিন।

কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফিরছিলেন তাসকিন। ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজ সেরা (ওয়ানডেতে) হওয়ার পরও একটি টেস্ট খেলে ফিরতে হয় দেশে। একই কারণে খেলেননি শ্রীলঙ্কার বিপক্ষেও। বাংলাদেশকে বেশ ভুগিয়েছিল তার অনুপস্থিতি। মাঝে লন্ডনে যান চিকিৎসার জন্য। অবশেষে চিকিৎসা শেষে তাসকিনের এখন মাঠে ফেরার পালা।