শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

চেলসির নতুন চেয়ারম্যান টড বোয়েলি

#
news image

ব্রুস বাকের পদত্যাগের পর চেলসির নতুন চেয়ারম্যান হয়েছেন টড বোয়েলি। একই সঙ্গে ক্রীড়া পরিচালকের দায়িত্ব থেকে ম্যারিনা গ্রানোভস্কায়া সরে যাওয়ায় অন্তবর্তীকালীন ওই দায়িত্বটিও পালন করবেন তিনি।
 ক্লাবের মালিকানা নেয়া বোয়েলি দলবদলের বিষয়ও নিয়ন্ত্রন করায় পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন গ্রানোভস্কায়া। রোমান আব্রামোভিচের কাছ থেকে চেলসি কিনে নেয়ার পর ক্লাবটির নতুন বোর্ডের শীর্ষস্থানগুলোতে বসতে যাচ্ছেন বোয়েলি - ক্লিয়ারলেক কনসোর্টিয়ামের স্বত্বাধিকারীরা।
বোয়েলি বলেন, ‘চেলসি এফসির অভিভাবক হিসেবে এখন আমরা ক্লাবটি নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছি। যাতে ক্লাবের একনিষ্ঠ ভক্তদের রোমঞ্চকর অভিজ্ঞতা দেয়া য়ায় এবং চেলসির ইতিহাসের সাথে সামঞ্জস্য রেখে সেরা সম্মান বজায় রাখার চ্যালেঞ্জ ধরে রাখা যায়।
প্রতিটি ক্ষেত্রে ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে আমরা মাঠে এবং মাঠের বাইরে সব জায়গায় জয়ের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পক্ষ থেকে সে  কার্যক্রম শুরু হয়ে গেছে।’
ক্লিয়ারলেকের প্রধানদের সঙ্গে চেলসির সহ-নিয়ন্ত্রক মালিক বেহদাদ এগবালি ও হোসে ফেলিসিয়ানোকেও ব্লুজদের নতুন বোর্ডে যুক্ত করা হয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

২২ জুন, ২০২২,  9:13 PM

news image

ব্রুস বাকের পদত্যাগের পর চেলসির নতুন চেয়ারম্যান হয়েছেন টড বোয়েলি। একই সঙ্গে ক্রীড়া পরিচালকের দায়িত্ব থেকে ম্যারিনা গ্রানোভস্কায়া সরে যাওয়ায় অন্তবর্তীকালীন ওই দায়িত্বটিও পালন করবেন তিনি।
 ক্লাবের মালিকানা নেয়া বোয়েলি দলবদলের বিষয়ও নিয়ন্ত্রন করায় পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন গ্রানোভস্কায়া। রোমান আব্রামোভিচের কাছ থেকে চেলসি কিনে নেয়ার পর ক্লাবটির নতুন বোর্ডের শীর্ষস্থানগুলোতে বসতে যাচ্ছেন বোয়েলি - ক্লিয়ারলেক কনসোর্টিয়ামের স্বত্বাধিকারীরা।
বোয়েলি বলেন, ‘চেলসি এফসির অভিভাবক হিসেবে এখন আমরা ক্লাবটি নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছি। যাতে ক্লাবের একনিষ্ঠ ভক্তদের রোমঞ্চকর অভিজ্ঞতা দেয়া য়ায় এবং চেলসির ইতিহাসের সাথে সামঞ্জস্য রেখে সেরা সম্মান বজায় রাখার চ্যালেঞ্জ ধরে রাখা যায়।
প্রতিটি ক্ষেত্রে ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে আমরা মাঠে এবং মাঠের বাইরে সব জায়গায় জয়ের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পক্ষ থেকে সে  কার্যক্রম শুরু হয়ে গেছে।’
ক্লিয়ারলেকের প্রধানদের সঙ্গে চেলসির সহ-নিয়ন্ত্রক মালিক বেহদাদ এগবালি ও হোসে ফেলিসিয়ানোকেও ব্লুজদের নতুন বোর্ডে যুক্ত করা হয়েছে।