টেস্টের হতাশার পরও টি-টোয়েন্টি নিয়ে আশা সাকিবের

প্রভাতী খবর ডেস্ক
২৮ জুন, ২০২২, 10:57 PM
টেস্টের হতাশার পরও টি-টোয়েন্টি নিয়ে আশা সাকিবের
কেউ যদি বলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের অনুমিত ফলই এটি, তাহলে খুব বেশি আপত্তি করার সুযোগ নেই। দীর্ঘ সংস্করণে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, তাতে ভিন্ন কন্ডিশনে গিয়ে ২-০ ব্যবধানে হারটা বিস্মিত হওয়ার মতো কিছু নয়ও। তবে শুধু টেস্ট সিরিজেই তো সফর শেষ নয়, আছে সীমিত ওভারের সিরিজও। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানেরও আশা, এরপর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে ভালো করবেন তাঁরা।
তিন সংস্করণে তিন অধিনায়কের বাংলাদেশ দল বলে দায়িত্বটা এখন মাহমুদউল্লাহর। আগামী ২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাকিব বলছেন, সে সিরিজে জেতা সম্ভব তাদের। তবে এ জন্য কী করতে হবে, সেন্ট লুসিয়া টেস্ট শেষের পর সংবাদ সম্মেলনে সেটিও বললেন সাকিব, ‘আমাদের অবশ্যই অনেক জায়গা আছে উন্নতির। তবে দলগতভাবে খেলতে পারলে আমাদের টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব।’
গত বছর হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরেকটি হবে এ বছর। অস্ট্রেলিয়ায় অক্টোবরে শুরু হতে যাওয়া সে টুর্নামেন্টের আগে খুব বেশি সময় নেই। সে দিক থেকে এ সিরিজের গুরুত্বটা বেড়ে যাবে বলেই মনে করেন সাকিব, ‘আমাদের যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ এ সিরিজ। এরপর এশিয়া কাপ খেলব, তার পরই বিশ্বকাপ। সে দিক থেকে সময় নেই। খুবই গুরুত্বপূর্ণ।’
আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ — দুই দলের অবস্থান পাশাপাশিই। সাতে থাকা ক্যারিবীয়দের ঠিক পরেই আছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক ফর্মের কথা চিন্তা করলে অবশ্য বেশ পিছিয়েই থাকবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে সর্বশেষ ১০ ম্যাচের ৯টিতেই হেরেছে মাহমুদউল্লাহর দল। অন্যদিকে ভারতের মাটিতে সর্বশেষ সিরিজটি ৩-০ ব্যবধানে হারলেও তার আগে ইংল্যান্ডকে দেশের মাটিতে ৫ ম্যাচের সিরিজে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সে সিরিজের ফল ছিল ৩-২।
সাকিব বলছেন, এ সিরিজের চ্যালেঞ্জটা বড় হলেও ‘পুরস্কার’টাও অমনই, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিদ্বন্দ্বীতামূলক দলের সঙ্গে খেলাটা বড় চ্যালেঞ্জ। এখানে ভালো করতে পারলে শ্রীলঙ্কায় এশিয়া কাপে খুব ভালোভাবে কাজে আসবে — এ মানসিকতাটা, আত্মবিশ্বাসটা। আমরা জানি এশিয়া কাপ খুবই কঠিন হবে, যেখানে ভারত-পাকিস্তান (আছে), এমনকি আফগানিস্তানও এশিয়ার ভালো একটা দল। শ্রীলঙ্কাও ধারাবাহিকভাবে খুবই ভালো খেলছে।’
অবশ্য সংস্করণ যখন টি-টোয়েন্টি, সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সুখস্মৃতিই আছে বাংলাদেশের। ২০১৮ সালের সে সিরিজটি জিতেছিল তারা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ডমিনিকায়।
প্রভাতী খবর ডেস্ক
২৮ জুন, ২০২২, 10:57 PM
কেউ যদি বলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের অনুমিত ফলই এটি, তাহলে খুব বেশি আপত্তি করার সুযোগ নেই। দীর্ঘ সংস্করণে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, তাতে ভিন্ন কন্ডিশনে গিয়ে ২-০ ব্যবধানে হারটা বিস্মিত হওয়ার মতো কিছু নয়ও। তবে শুধু টেস্ট সিরিজেই তো সফর শেষ নয়, আছে সীমিত ওভারের সিরিজও। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানেরও আশা, এরপর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে ভালো করবেন তাঁরা।
তিন সংস্করণে তিন অধিনায়কের বাংলাদেশ দল বলে দায়িত্বটা এখন মাহমুদউল্লাহর। আগামী ২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সাকিব বলছেন, সে সিরিজে জেতা সম্ভব তাদের। তবে এ জন্য কী করতে হবে, সেন্ট লুসিয়া টেস্ট শেষের পর সংবাদ সম্মেলনে সেটিও বললেন সাকিব, ‘আমাদের অবশ্যই অনেক জায়গা আছে উন্নতির। তবে দলগতভাবে খেলতে পারলে আমাদের টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব।’
গত বছর হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরেকটি হবে এ বছর। অস্ট্রেলিয়ায় অক্টোবরে শুরু হতে যাওয়া সে টুর্নামেন্টের আগে খুব বেশি সময় নেই। সে দিক থেকে এ সিরিজের গুরুত্বটা বেড়ে যাবে বলেই মনে করেন সাকিব, ‘আমাদের যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ এ সিরিজ। এরপর এশিয়া কাপ খেলব, তার পরই বিশ্বকাপ। সে দিক থেকে সময় নেই। খুবই গুরুত্বপূর্ণ।’
আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ — দুই দলের অবস্থান পাশাপাশিই। সাতে থাকা ক্যারিবীয়দের ঠিক পরেই আছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক ফর্মের কথা চিন্তা করলে অবশ্য বেশ পিছিয়েই থাকবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে সর্বশেষ ১০ ম্যাচের ৯টিতেই হেরেছে মাহমুদউল্লাহর দল। অন্যদিকে ভারতের মাটিতে সর্বশেষ সিরিজটি ৩-০ ব্যবধানে হারলেও তার আগে ইংল্যান্ডকে দেশের মাটিতে ৫ ম্যাচের সিরিজে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সে সিরিজের ফল ছিল ৩-২।
সাকিব বলছেন, এ সিরিজের চ্যালেঞ্জটা বড় হলেও ‘পুরস্কার’টাও অমনই, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিদ্বন্দ্বীতামূলক দলের সঙ্গে খেলাটা বড় চ্যালেঞ্জ। এখানে ভালো করতে পারলে শ্রীলঙ্কায় এশিয়া কাপে খুব ভালোভাবে কাজে আসবে — এ মানসিকতাটা, আত্মবিশ্বাসটা। আমরা জানি এশিয়া কাপ খুবই কঠিন হবে, যেখানে ভারত-পাকিস্তান (আছে), এমনকি আফগানিস্তানও এশিয়ার ভালো একটা দল। শ্রীলঙ্কাও ধারাবাহিকভাবে খুবই ভালো খেলছে।’
অবশ্য সংস্করণ যখন টি-টোয়েন্টি, সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সুখস্মৃতিই আছে বাংলাদেশের। ২০১৮ সালের সে সিরিজটি জিতেছিল তারা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ডমিনিকায়।