শিরোনামঃ
কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

ভিলেন হতে চান রণবীর

#
news image

ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকেই পর্দায় হিরো চরিত্রে অভিনয় করে যাচ্ছেন বলিউড তারকা রণবীর কাপুর। তবে সম্প্রতি জানিয়েছেন পর্দায় একবারের জন্য হলেও খল চরিত্রে অভিনয় করতে চান তিনি। মুক্তির অপেক্ষায় থাকা ‘শমশেরা’ ছবির প্রচারণা মূলক শো ‘আরকে টেপস’ এর তৃতীয় পর্বে এ বিষয়ে কথা বলেন তিনি। শোতে রণবীর সিনেমার খল অভিনেতাদের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে বলেন, হিরোকে পর্দায় বড় করে তোলেন একজন ভিলেনই। তিনি আরও জানান, আমার স্বপ্ন আছে ফিল্ম ক্যারিয়ারে একবারের জন্য হলেও নেতিবাচক চরিত্রে অভিনয় করার। যেই চরিত্র দেখে বাবা-মা তাদের সন্তানদের বলবেন, ‘ঘুমিয়ে পড়ো, নয়তো রণবীর এসে পড়বে।’ রণবীরের মতে, আমাদের সিনেমার বিকাশের সাথে সাথে ভিলেনের চরিত্রটিও আরও জটিল এবং আকর্ষণীয় হয়ে উঠছে। তাইতো এই চরিত্রে অভিনয় করা আগ্রহ তার এতটা প্রকট। এছাড়াও রণবীর তার প্রিয় অনস্ক্রিন খলনায়কদের তালিকা প্রকাশ করেছেন। যেই তালিকায় রয়েছে, ‘শোলে’-তে গব্বর সিং চরিত্রে আইকনিক আমজাদ খান, ‘মিস্টার ইন্ডিয়া’-তে মোগাম্বো চরিত্রে অমরেশ পুরি, ‘অগ্নিপথ’-এ কাঞ্চা চিনার চরিত্রে সঞ্জয় দত্ত, ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিং এবং ‘ডর’-এ শাহরুখ খান সহ আরও অনেকেই। করণ মালহোত্রা পরিচালিত রণবীরের ‘শমশেরা’ ছবিটি মুক্তি পাবে আগামী (২২ জুলাই)। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বাণী কাপুর। এছাড়াও খল চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে।

প্রভাতী খবর ডেস্ক

০৩ জুলাই, ২০২২,  10:38 PM

news image

ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকেই পর্দায় হিরো চরিত্রে অভিনয় করে যাচ্ছেন বলিউড তারকা রণবীর কাপুর। তবে সম্প্রতি জানিয়েছেন পর্দায় একবারের জন্য হলেও খল চরিত্রে অভিনয় করতে চান তিনি। মুক্তির অপেক্ষায় থাকা ‘শমশেরা’ ছবির প্রচারণা মূলক শো ‘আরকে টেপস’ এর তৃতীয় পর্বে এ বিষয়ে কথা বলেন তিনি। শোতে রণবীর সিনেমার খল অভিনেতাদের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে বলেন, হিরোকে পর্দায় বড় করে তোলেন একজন ভিলেনই। তিনি আরও জানান, আমার স্বপ্ন আছে ফিল্ম ক্যারিয়ারে একবারের জন্য হলেও নেতিবাচক চরিত্রে অভিনয় করার। যেই চরিত্র দেখে বাবা-মা তাদের সন্তানদের বলবেন, ‘ঘুমিয়ে পড়ো, নয়তো রণবীর এসে পড়বে।’ রণবীরের মতে, আমাদের সিনেমার বিকাশের সাথে সাথে ভিলেনের চরিত্রটিও আরও জটিল এবং আকর্ষণীয় হয়ে উঠছে। তাইতো এই চরিত্রে অভিনয় করা আগ্রহ তার এতটা প্রকট। এছাড়াও রণবীর তার প্রিয় অনস্ক্রিন খলনায়কদের তালিকা প্রকাশ করেছেন। যেই তালিকায় রয়েছে, ‘শোলে’-তে গব্বর সিং চরিত্রে আইকনিক আমজাদ খান, ‘মিস্টার ইন্ডিয়া’-তে মোগাম্বো চরিত্রে অমরেশ পুরি, ‘অগ্নিপথ’-এ কাঞ্চা চিনার চরিত্রে সঞ্জয় দত্ত, ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিং এবং ‘ডর’-এ শাহরুখ খান সহ আরও অনেকেই। করণ মালহোত্রা পরিচালিত রণবীরের ‘শমশেরা’ ছবিটি মুক্তি পাবে আগামী (২২ জুলাই)। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বাণী কাপুর। এছাড়াও খল চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে।