শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

পিএসজির নতুন কোচ গালটিয়ার

#
news image

ক্রিস্টোফ গালটিয়ারকে কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ক্লাবের একটি সুত্র গতকাল বিষয়টি নিশ্চিত করেছে।
গত মৌসুমে লিগ ওয়ান প্রতিপক্ষ নিসের দায়িত্ব পালন করা গালটিয়ার আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর কাছ থেকে নতুন দায়িত্ব গ্রহন করবেন। ৫৫ বছর বয়সি গালটিয়ারকে সোমবার ক্লাব কর্যালয়ে আসতে দেখা যায়। পার্ক দেস প্রিন্সেসে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে জনসমক্ষে উপস্থাপন করার কথা রয়েছে।
পচেত্তিনো ও তার ব্যকরুম স্টাফদের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই  কয়েক গত  সপ্তাহ ধরে নতুন কোচ নিয়োগ নিয়ে তৎপর হতে দেখা গেছে পিএসজিকে। গতকাল প্রাক মৌসুম অনুশীলনের জন্য পিএসজি খেলোয়াড়দের রিপোর্ট করার কথা ছিল। তবে ওই নির্দেশনার বাইরে ছিলেন আন্তর্জাতিক দায়িত্বে থাকা খেলোয়াড়রা।
ফরাসি ক্লাব ফুটবলে গত এক দশক ধরে প্রধান কোচ হিসেবে খ্যাতি লাভ করা গালটিয়ার গত মাসে নিস ছেড়ে গেছেন। সেন্ট এতিয়েনের হয়ে দারুন সফলতার সঙ্গে আট বছর কাটিয়েছেন এই কোচ। এই সময় ২০১৩ সালের লিগ কাপের শিরোপা জয় করেন তিনি। পরে লিলিতে কাটিয়েছেন চার বছর। ২০২১ সালে ক্লাবটিকে পাইয়ে দিয়েছেন লিগ ওয়ানের শিরোপা।

প্রভাতী খবর ডেস্ক

০৫ জুলাই, ২০২২,  9:07 PM

news image

ক্রিস্টোফ গালটিয়ারকে কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ক্লাবের একটি সুত্র গতকাল বিষয়টি নিশ্চিত করেছে।
গত মৌসুমে লিগ ওয়ান প্রতিপক্ষ নিসের দায়িত্ব পালন করা গালটিয়ার আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর কাছ থেকে নতুন দায়িত্ব গ্রহন করবেন। ৫৫ বছর বয়সি গালটিয়ারকে সোমবার ক্লাব কর্যালয়ে আসতে দেখা যায়। পার্ক দেস প্রিন্সেসে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে জনসমক্ষে উপস্থাপন করার কথা রয়েছে।
পচেত্তিনো ও তার ব্যকরুম স্টাফদের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই  কয়েক গত  সপ্তাহ ধরে নতুন কোচ নিয়োগ নিয়ে তৎপর হতে দেখা গেছে পিএসজিকে। গতকাল প্রাক মৌসুম অনুশীলনের জন্য পিএসজি খেলোয়াড়দের রিপোর্ট করার কথা ছিল। তবে ওই নির্দেশনার বাইরে ছিলেন আন্তর্জাতিক দায়িত্বে থাকা খেলোয়াড়রা।
ফরাসি ক্লাব ফুটবলে গত এক দশক ধরে প্রধান কোচ হিসেবে খ্যাতি লাভ করা গালটিয়ার গত মাসে নিস ছেড়ে গেছেন। সেন্ট এতিয়েনের হয়ে দারুন সফলতার সঙ্গে আট বছর কাটিয়েছেন এই কোচ। এই সময় ২০১৩ সালের লিগ কাপের শিরোপা জয় করেন তিনি। পরে লিলিতে কাটিয়েছেন চার বছর। ২০২১ সালে ক্লাবটিকে পাইয়ে দিয়েছেন লিগ ওয়ানের শিরোপা।