শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

মানুষের নামে, গরুর নাম চটেছেন ওমর সানী

#
news image

প্রতিবার কোরবানি এলেই অভিনেতাদের নামে গরুর নাম রাখা হয়। বিষয়টিতে তীব্র আপত্তি জানিয়েছেন অভিনেতা ওমর সানী। গত মঙ্গলবার সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়, সেই খবরে বলা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায় একটি গরুর নাম রাখা হয়েছে জায়েদ খান।   অন্যদিকে বগুড়ায় হিরো আলম নামে একটি গরুর নাম রাখা হয়। এর আগে শাকিব খান নাম রাখা হয়েছিল একটি গরুর। এবারেও একই নামে গরুর নাম রাখা হয়েছে। এছাড়াও ডিপজল নামে একটি গরুর নামকরণ করা হয়েছে। বলিউডের শাহরুখ খানের নামেও বাজারে আনা হয়েছে গরু। নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে ‘শাকিব খান’ ও ‘জায়েদ খান’ নামের দুটি গরু। প্রতিবার কোরবানির পশুর হাটে গরুর বাড়তি নজর পেতে জনপ্রিয় তারকা ও আলোচিত ব্যক্তিদের নামে গরুর নাম করণ করা হয়েছে থাকে। তবে গরুর এমন নামকরণ সহজভাবে নিতে পারেননি অভিনেতা ওমর সানী। অভিনয়শিল্পীদের নামে গরুর নামকরণ করায় ক্ষিপ্ত ওমর সানী। ফেসবুকহ্যান্ডেলে ওমর সানি লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না। ’ তিনি পরামর্শ দিয়ে আরও লেখেন, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন। ’

প্রভাতী খবর ডেস্ক

০৬ জুলাই, ২০২২,  11:20 PM

news image

প্রতিবার কোরবানি এলেই অভিনেতাদের নামে গরুর নাম রাখা হয়। বিষয়টিতে তীব্র আপত্তি জানিয়েছেন অভিনেতা ওমর সানী। গত মঙ্গলবার সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়, সেই খবরে বলা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায় একটি গরুর নাম রাখা হয়েছে জায়েদ খান।   অন্যদিকে বগুড়ায় হিরো আলম নামে একটি গরুর নাম রাখা হয়। এর আগে শাকিব খান নাম রাখা হয়েছিল একটি গরুর। এবারেও একই নামে গরুর নাম রাখা হয়েছে। এছাড়াও ডিপজল নামে একটি গরুর নামকরণ করা হয়েছে। বলিউডের শাহরুখ খানের নামেও বাজারে আনা হয়েছে গরু। নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে ‘শাকিব খান’ ও ‘জায়েদ খান’ নামের দুটি গরু। প্রতিবার কোরবানির পশুর হাটে গরুর বাড়তি নজর পেতে জনপ্রিয় তারকা ও আলোচিত ব্যক্তিদের নামে গরুর নাম করণ করা হয়েছে থাকে। তবে গরুর এমন নামকরণ সহজভাবে নিতে পারেননি অভিনেতা ওমর সানী। অভিনয়শিল্পীদের নামে গরুর নামকরণ করায় ক্ষিপ্ত ওমর সানী। ফেসবুকহ্যান্ডেলে ওমর সানি লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না। ’ তিনি পরামর্শ দিয়ে আরও লেখেন, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন। ’