শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

আরও একবার অপূর্বর কষ্ট ছুঁয়েছে দর্শক হৃদয়

#
news image

নাটকটা দেখে চোখ দিয়ে পানি চলে এসেছে। প্রবাসীদের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বোঝে না, ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসী ভাই ও বোনেরা। প্রবাসীরা আসলেই স্বার্থপর- তারা শুধু পরিবারের জন্য ভাবে, নিজের কথাটা একবারও ভাবে না’- কথাটি করিম মোল্লা নামের একজন দর্শকের। এমন অসংখ্য দর্শক এখন কাঁদছে প্রবাসী কামরুল চরিত্রে অপূর্বর অভিনয় দেখে। সিএমভি’র ব্যানারে ‘আপনজন’ নামের এই বিশেষ নাটকটি রচনা ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ। যা ১৬ জুলাই উন্মুক্ত হয় ইউটিউব চ্যানেলে। দুইদিনে এটির ভিউ গড়িয়েছে প্রায় ২০ লাখ!  তবে ভিউর চেয়েও লক্ষণীয় বিষয় দর্শক প্রতিক্রিয়া। যার বেশিরভাগই ব্যথিত হয়েছে পরিবারের ছোট ছেলে হয়েও প্রবাসী কামরুলের ত্যাগ এবং বঞ্চিত হওয়ার ঘটনায়। এতে অপূর্বর বিপরীতে আছেন কেয়া পায়েল। আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, মারুফ মিঠু প্রমুখ। ‘আপনজন’-এ দেখা যায় একজন প্রবাসীর মৃত্যুর খবরকে ঘিরে তার আপনজনের হাহাকার ও স্বার্থের গল্প। যেখানে উঠে এসেছে আবেগ-হিংস্রতা পাশাপাশি। নির্মাতার ভাষ্যে, ‘অনেক দিন পর পরিপূর্ণ একটি কাজ করলাম। কাজটি করে যেমন আনন্দ পেয়েছি তেমনি নিজের মেধাটাকেও ঝালাই করতে পেরেছি। আমার প্রযোজক-শিল্পীরাও কাজটি নিয়ে হ্যাপি। প্রকাশের পর দর্শকদের কাছ থেকে দারুণ ফিডব্যাক পাচ্ছি।’ নাটকটি দেখে মনোয়ার হোসেন নামের একজন দর্শক মন্তব্য করেন, ‘এই নাটকটি সমস্ত প্রবাসী ভাই-বোনদের উদ্দেশ্যে উৎসর্গ করা হোক। নাটকটি থেকে প্রবাসীদের বাস্তব শিক্ষা নেওয়া উচিৎ।এগুলিই হচ্ছে আমাদের সমাজে। ধন্যবাদ লেখক ও পরিচালক এমন বাস্তবধর্মী নাটক উপহার দেয়ার জন্যে।’ এর বাইরে দর্শকদের বেশিরভাগ মন্তব্য, নাটকটির সিক্যুয়েল নির্মাণের জন্য। যেখানে তারা প্রবাসী কামরুলকে খুশি ও সুখী দেখতে চান।

প্রভাতী খবর ডেস্ক

১৯ জুলাই, ২০২২,  12:26 AM

news image

নাটকটা দেখে চোখ দিয়ে পানি চলে এসেছে। প্রবাসীদের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বোঝে না, ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসী ভাই ও বোনেরা। প্রবাসীরা আসলেই স্বার্থপর- তারা শুধু পরিবারের জন্য ভাবে, নিজের কথাটা একবারও ভাবে না’- কথাটি করিম মোল্লা নামের একজন দর্শকের। এমন অসংখ্য দর্শক এখন কাঁদছে প্রবাসী কামরুল চরিত্রে অপূর্বর অভিনয় দেখে। সিএমভি’র ব্যানারে ‘আপনজন’ নামের এই বিশেষ নাটকটি রচনা ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ। যা ১৬ জুলাই উন্মুক্ত হয় ইউটিউব চ্যানেলে। দুইদিনে এটির ভিউ গড়িয়েছে প্রায় ২০ লাখ!  তবে ভিউর চেয়েও লক্ষণীয় বিষয় দর্শক প্রতিক্রিয়া। যার বেশিরভাগই ব্যথিত হয়েছে পরিবারের ছোট ছেলে হয়েও প্রবাসী কামরুলের ত্যাগ এবং বঞ্চিত হওয়ার ঘটনায়। এতে অপূর্বর বিপরীতে আছেন কেয়া পায়েল। আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, মারুফ মিঠু প্রমুখ। ‘আপনজন’-এ দেখা যায় একজন প্রবাসীর মৃত্যুর খবরকে ঘিরে তার আপনজনের হাহাকার ও স্বার্থের গল্প। যেখানে উঠে এসেছে আবেগ-হিংস্রতা পাশাপাশি। নির্মাতার ভাষ্যে, ‘অনেক দিন পর পরিপূর্ণ একটি কাজ করলাম। কাজটি করে যেমন আনন্দ পেয়েছি তেমনি নিজের মেধাটাকেও ঝালাই করতে পেরেছি। আমার প্রযোজক-শিল্পীরাও কাজটি নিয়ে হ্যাপি। প্রকাশের পর দর্শকদের কাছ থেকে দারুণ ফিডব্যাক পাচ্ছি।’ নাটকটি দেখে মনোয়ার হোসেন নামের একজন দর্শক মন্তব্য করেন, ‘এই নাটকটি সমস্ত প্রবাসী ভাই-বোনদের উদ্দেশ্যে উৎসর্গ করা হোক। নাটকটি থেকে প্রবাসীদের বাস্তব শিক্ষা নেওয়া উচিৎ।এগুলিই হচ্ছে আমাদের সমাজে। ধন্যবাদ লেখক ও পরিচালক এমন বাস্তবধর্মী নাটক উপহার দেয়ার জন্যে।’ এর বাইরে দর্শকদের বেশিরভাগ মন্তব্য, নাটকটির সিক্যুয়েল নির্মাণের জন্য। যেখানে তারা প্রবাসী কামরুলকে খুশি ও সুখী দেখতে চান।