শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

টানা সিরিজ জয়ের পরও পা মাটিতে রাখতে চান তামিম

#
news image

টেস্ট ও টি-টোয়েন্টিতে সাফল্যের দেখা না মিললেও ওয়ানডেতে বিশ্বসেরাদের কাতারেই রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ধরাশায়ী করে টানা ৫টি ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে তামিম ইকবালের দল।

দেশ কিংবা বিদেশ সবখানেই ৫০ ওভারের খেলায় সাফল্যে ভাসছে বাংলাদেশ। এত সাফল্যের পরও অতি-আত্মবিশ্বাসী হতে চান না তামিম। উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর সতীর্থদের মাটিতে রাখার পরামর্শ অধিনায়কের।

ভারতীয় এক সাইটকে দেয়া সাক্ষাৎকারে তামিম মঙ্গলবার বলেন, ‘দেশের বাইরে যে কোনো সিরিজ জয়ই দারুণ। সাউথ আফ্রিকায় আমাদের সিরিজ জয়টাও ছিল অসাধারণ। আমি অবশ্য দলকে বলেছি যে, ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়টা যদিও অসাধারণ একটা অর্জন তবে আমাদের পা মাটিতে রাখতে হবে।’

দলের সাফল্যে খুব বেশি ভেসে যাওয়ার সুযোগ নেই তামিমের মতে। কারণ উইন্ডিজের যে উইকেটে ৩-০ ব্যবধানে জিতেছে টাইগাররা সেগুলোর সঙ্গে অনেকটাই মিল ছিল মিরপুরের। স্পিনাররা পেয়েছেন প্রয়োজনীয় টার্ন ও লো বাউন্স।

তামিম যোগ করেন, ‘ম্যাচগুলো যেখানে হয়েছে সেখানে স্পিনারদের জন্য অনেক সহায়তা ছিল। বিদেশের অন্য কোথাও বা অনেক সময় দেশেও এতটা সহায়তা থাকে না। উন্নতি করতে হলে আমাদের আরও কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।’

উইন্ডিজের সিরিজ জয় তামিমের কাছে গুরুত্ব পাচ্ছে ভিন্ন আরেকটি কারণে। দলের দুই সেরা তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে ছাড়াই সিরিজ জিতেছে বাংলাদেশ। তাদের অনুপস্থিতিতে সোহানের মতো খেলোয়াড়রা পারফর্ম করায় সন্তুষ্ট তামিম।

তিনি বলেন, ‘সাকিব আর মুশফিক আমাদের জন্য যে কোনো ফরম্যাটেই গুরুত্বপূর্ণ। তারা দেশের হয়ে অসাধারণ খেলেছেন ও এত কিছু অর্জন করেছেন। তাদের ছাড়া জয়ে দলের আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়েছে। অন্যরা এ দুইজনের না থাকার সুযোগটা নিয়েছেন। সোহান অসাধারণ খেলেছে।

‘বোলাররা ছাড়া সোহান আমাদের সেরা খেলোয়াড় ছিল। আগামী দিনগুলোর জন্য ও খুব শক্ত বার্তা দিয়ে রেখেছে দলকে।’

প্রভাতী খবর ডেস্ক

১৯ জুলাই, ২০২২,  9:05 PM

news image

টেস্ট ও টি-টোয়েন্টিতে সাফল্যের দেখা না মিললেও ওয়ানডেতে বিশ্বসেরাদের কাতারেই রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ধরাশায়ী করে টানা ৫টি ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে তামিম ইকবালের দল।

দেশ কিংবা বিদেশ সবখানেই ৫০ ওভারের খেলায় সাফল্যে ভাসছে বাংলাদেশ। এত সাফল্যের পরও অতি-আত্মবিশ্বাসী হতে চান না তামিম। উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর সতীর্থদের মাটিতে রাখার পরামর্শ অধিনায়কের।

ভারতীয় এক সাইটকে দেয়া সাক্ষাৎকারে তামিম মঙ্গলবার বলেন, ‘দেশের বাইরে যে কোনো সিরিজ জয়ই দারুণ। সাউথ আফ্রিকায় আমাদের সিরিজ জয়টাও ছিল অসাধারণ। আমি অবশ্য দলকে বলেছি যে, ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়টা যদিও অসাধারণ একটা অর্জন তবে আমাদের পা মাটিতে রাখতে হবে।’

দলের সাফল্যে খুব বেশি ভেসে যাওয়ার সুযোগ নেই তামিমের মতে। কারণ উইন্ডিজের যে উইকেটে ৩-০ ব্যবধানে জিতেছে টাইগাররা সেগুলোর সঙ্গে অনেকটাই মিল ছিল মিরপুরের। স্পিনাররা পেয়েছেন প্রয়োজনীয় টার্ন ও লো বাউন্স।

তামিম যোগ করেন, ‘ম্যাচগুলো যেখানে হয়েছে সেখানে স্পিনারদের জন্য অনেক সহায়তা ছিল। বিদেশের অন্য কোথাও বা অনেক সময় দেশেও এতটা সহায়তা থাকে না। উন্নতি করতে হলে আমাদের আরও কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।’

উইন্ডিজের সিরিজ জয় তামিমের কাছে গুরুত্ব পাচ্ছে ভিন্ন আরেকটি কারণে। দলের দুই সেরা তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে ছাড়াই সিরিজ জিতেছে বাংলাদেশ। তাদের অনুপস্থিতিতে সোহানের মতো খেলোয়াড়রা পারফর্ম করায় সন্তুষ্ট তামিম।

তিনি বলেন, ‘সাকিব আর মুশফিক আমাদের জন্য যে কোনো ফরম্যাটেই গুরুত্বপূর্ণ। তারা দেশের হয়ে অসাধারণ খেলেছেন ও এত কিছু অর্জন করেছেন। তাদের ছাড়া জয়ে দলের আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়েছে। অন্যরা এ দুইজনের না থাকার সুযোগটা নিয়েছেন। সোহান অসাধারণ খেলেছে।

‘বোলাররা ছাড়া সোহান আমাদের সেরা খেলোয়াড় ছিল। আগামী দিনগুলোর জন্য ও খুব শক্ত বার্তা দিয়ে রেখেছে দলকে।’