শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

ঈদে মিম-তাহসানের তিন নাটক

#
news image

লাক্স তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বছর জুড়ে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। তবে বিশেষ দিবস উপলক্ষে হাতেগোনা কিছু নাটক-টেলিফিল্মে দেখা যায় তাকে।

অন্যদিকে, সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। গানের চেয়ে অভিনয়েই অধিক ব্যস্ত তিনি। ঈদুল ফিতর উপলক্ষে এই দুই তারকা জুটি বেঁধে অভিনয় করেছেন তিন নাটকে। এর আগেও জুটি বেঁধে কাজ করেছেন মিম-তাহসান। সুতরাং ব্যক্তিগত সম্পর্কটাও দারুণ। তা উল্লেখ করে মিম বলেনÑ‘ভক্তদের কথা বিবেচনা করে ঈদের সময়ে দুই-একটা নাটকে অভিনয় করি। এবার তিনটি কাজ করছি। গল্প শোনার পর তো ভালো লেগেছে, এরপর যখন জানলাম সহশিল্পী তাহসান ভাই, তখন রাজি না হওয়ার উপায় নেই।’

মিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তাহসান বলেন, ‘আমরা একসঙ্গে খুব বেশি কাজ করিনি, বিজ্ঞাপনচিত্র ও কয়েকটি নাটকে কাজ করেছি। যে কয়টি করেছি, দর্শকেরা পছন্দ করেছেন। এটি প্রযোজক-পরিচালকরাও উপলব্ধি করতে পেরেছেন। দর্শকের পাশাপাশি প্রযোজক-পরিচালকের আগ্রহের কারণে আমাদের একসঙ্গে কাজ করা। কাজের ক্ষেত্রে আমাদের দুজনের বোঝাপড়াও ভালো।’

মাবরুর রশীদ বান্নাহর ‘আদার হাফ’ ও মাহমুদুর রহমান হিমির ‘অবশেষে’ নামে দুটি নাটকের শুটিং শেষ করেছেন মিম-তাহসান। ‘মরিবার হলো তার সাধ’ নাটকের শুটিং চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। এটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী বিনোদন ডেস্ক

১৩ এপ্রিল, ২০২২,  6:07 AM

news image

লাক্স তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বছর জুড়ে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। তবে বিশেষ দিবস উপলক্ষে হাতেগোনা কিছু নাটক-টেলিফিল্মে দেখা যায় তাকে।

অন্যদিকে, সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। গানের চেয়ে অভিনয়েই অধিক ব্যস্ত তিনি। ঈদুল ফিতর উপলক্ষে এই দুই তারকা জুটি বেঁধে অভিনয় করেছেন তিন নাটকে। এর আগেও জুটি বেঁধে কাজ করেছেন মিম-তাহসান। সুতরাং ব্যক্তিগত সম্পর্কটাও দারুণ। তা উল্লেখ করে মিম বলেনÑ‘ভক্তদের কথা বিবেচনা করে ঈদের সময়ে দুই-একটা নাটকে অভিনয় করি। এবার তিনটি কাজ করছি। গল্প শোনার পর তো ভালো লেগেছে, এরপর যখন জানলাম সহশিল্পী তাহসান ভাই, তখন রাজি না হওয়ার উপায় নেই।’

মিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তাহসান বলেন, ‘আমরা একসঙ্গে খুব বেশি কাজ করিনি, বিজ্ঞাপনচিত্র ও কয়েকটি নাটকে কাজ করেছি। যে কয়টি করেছি, দর্শকেরা পছন্দ করেছেন। এটি প্রযোজক-পরিচালকরাও উপলব্ধি করতে পেরেছেন। দর্শকের পাশাপাশি প্রযোজক-পরিচালকের আগ্রহের কারণে আমাদের একসঙ্গে কাজ করা। কাজের ক্ষেত্রে আমাদের দুজনের বোঝাপড়াও ভালো।’

মাবরুর রশীদ বান্নাহর ‘আদার হাফ’ ও মাহমুদুর রহমান হিমির ‘অবশেষে’ নামে দুটি নাটকের শুটিং শেষ করেছেন মিম-তাহসান। ‘মরিবার হলো তার সাধ’ নাটকের শুটিং চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। এটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।

প্রখ/ সাদ্দাম