শিরোনামঃ
কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে আনলো দক্ষিণ আফ্রিকা

#
news image

ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে নতুন অধিনায়ক ও কোচের অধীনে দাপটের সাথে টানা চার টেস্ট জিতে আকাশে উড়ছিলো ইংল্যান্ড। সেই ইংল্যান্ডকে এবার মাটিতে নামিয়ে আনলো দক্ষিণ আফ্রিকা।  
পেসারদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে লর্ডসে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১২ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।  আড়াই দিনেই  ম্যাচ হারে স্বাগতিক ইংল্যান্ড।
সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই জয়ে ৮ ম্যাচে ৭২ পয়েন্ট ও ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো দক্ষিণ আফ্রিকা। ১৭ ম্যাচে ৬৪ পয়েন্ট ও ৩১ দশমিক ৩৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে ইংল্যান্ড। টেবিলের দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। 
লর্ডসে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৬৫ রানে অলআউট করে দেয় দক্ষিণ আফ্রিকার পেসাররা। দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৮৯ রান তুলেছিলো দক্ষিণ আফ্রিকা। গতকাল তৃতীয় দিন ৩২৬ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে প্রথম ইনিংস থেকে ১৬১ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।
বড় ব্যবধানে পিছিয়ে থাকায়, ইনিংস হার এড়ানোই প্রধান লক্ষ্য ছিলো ইংল্যান্ডের। কিন্তু দক্ষিণ আফ্রিকার চার পেসার ও এক স্পিনারের দাপটে তৃতীয় দিনই ১৪৯ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে করেন ওপেনার অ্যালেক্স লিস ও স্টুয়ার্ট ব্রড। 
বল হাতে দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টি ৩টি, রাবাদা-মার্কো জানসেন ও কেশব মহারাজ ২টি করে উইকেট নেন। ১ উইকেট শিকার করেন লুঙ্গি এনগিডি। প্রথম ইনিংসে রাবাদা ৫টি, নর্টি ৩টি ও জানসেন ২ উইকেট নিয়েছিলেন। ম্যাচে ৭ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন রাবাদা। 
ম্যানচেষ্টারে আগামী ২৫ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। 

প্রভাতী খবর ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  8:58 PM

news image

ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে নতুন অধিনায়ক ও কোচের অধীনে দাপটের সাথে টানা চার টেস্ট জিতে আকাশে উড়ছিলো ইংল্যান্ড। সেই ইংল্যান্ডকে এবার মাটিতে নামিয়ে আনলো দক্ষিণ আফ্রিকা।  
পেসারদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে লর্ডসে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১২ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।  আড়াই দিনেই  ম্যাচ হারে স্বাগতিক ইংল্যান্ড।
সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই জয়ে ৮ ম্যাচে ৭২ পয়েন্ট ও ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো দক্ষিণ আফ্রিকা। ১৭ ম্যাচে ৬৪ পয়েন্ট ও ৩১ দশমিক ৩৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে ইংল্যান্ড। টেবিলের দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। 
লর্ডসে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৬৫ রানে অলআউট করে দেয় দক্ষিণ আফ্রিকার পেসাররা। দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৮৯ রান তুলেছিলো দক্ষিণ আফ্রিকা। গতকাল তৃতীয় দিন ৩২৬ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে প্রথম ইনিংস থেকে ১৬১ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।
বড় ব্যবধানে পিছিয়ে থাকায়, ইনিংস হার এড়ানোই প্রধান লক্ষ্য ছিলো ইংল্যান্ডের। কিন্তু দক্ষিণ আফ্রিকার চার পেসার ও এক স্পিনারের দাপটে তৃতীয় দিনই ১৪৯ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে করেন ওপেনার অ্যালেক্স লিস ও স্টুয়ার্ট ব্রড। 
বল হাতে দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টি ৩টি, রাবাদা-মার্কো জানসেন ও কেশব মহারাজ ২টি করে উইকেট নেন। ১ উইকেট শিকার করেন লুঙ্গি এনগিডি। প্রথম ইনিংসে রাবাদা ৫টি, নর্টি ৩টি ও জানসেন ২ উইকেট নিয়েছিলেন। ম্যাচে ৭ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন রাবাদা। 
ম্যানচেষ্টারে আগামী ২৫ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।