শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

কাসেমিরোকে বিদায় জানিয়ে ক্রুস-মদ্রিচের আবেগঘন চিঠি

#
news image

কথাটা সত্যি। রিয়াল মাদ্রিদের একাদশে একসঙ্গে নেমে এই ত্রিফলা মিডফিল্ড কখনো ফাইনাল হারেনি—৯টি ফাইনাল খেলেছে জিতেছে ৯টিতেই। মাঝমাঠে তাঁদের ‘বারমুডা ট্রায়াঙ্গল’ তো আর এমনিতেই বলা হতো না!

কিন্তু সবকিছুরই যেমন শেষ আছে, তেমনি রিয়ালের এই ত্রিফলা মিডফিল্ডও এখন অতীত। এতদিনের (সাত মৌসুম) সতীর্থ বিদায় নিচ্ছেন, ক্রুস–মদরিচের মন তো একটু খারাপ হবেই। সেটিরই কাব্যিক প্রকাশ ঘটেছে কাসেমিরোকে বিদায় জানিয়ে ক্রুস ও মদরিচের চিঠিতে। যা প্রকাশিত হয়েছে স্প্যানিশ সংবাদপত্র ’মার্কা’য়।

জার্মান মিডফিল্ডার ক্রুসের চিঠি :
প্রিয় কাসে, কোনো পরিস্থিতিতেই তোমার সঙ্গে শান্তিতে থাকা বলাটা অসম্ভব। এমনকি টার্কিশ বাথ নেওয়ার সময়ও না। সেখানেও তুমি থাকা মানে আরেক যন্ত্রণা ; দেখা যায় তুমি কাউকে যেতে বলেছ, গিয়ে সে দেখলো বাইক আর জিমের সরঞ্জাম প্রস্তুত। তোমার নতুন সতীর্থদের সতর্ক করে দেওয়া ভালো। কারণ তোমার সঙ্গে টার্কিশ বাথও জিম হয়ে যায়। শুধু সিট-আপ করার সময়ই তুমি কাউকে একটু আরাম করার সুযোগ দাও।’
আমি তোমাকে মিস করব। তুমি উদাহরণ দেওয়ার মতো একজন পেশাদার, শীর্ষ সারির খেলোয়াড়, একজন যোদ্ধা, যে আমাকে অনেক সময়ই অনেক কিছু থেকে বাঁচিয়েছে। তবে এসব ছাপিয়ে তুমি একজন ভালো মানুষ। 
আমরা ইতিহাস গড়েছি। আহা! কি স্মরণীয় সময়গুলো ছিল।
এখন আমাদের খেলার পথটা আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব অটুট থাকবে, এটা আমি তোমাকে নিশ্চিত করতে পারি।’
তোমার সর্বাঙ্গীন সফলতা কামনা করি। শিগগিরই দেখা হবে।
শুভকামনায়
তোমারই টনি।
 
ক্রোয়েট মিডফিল্ডার মদ্রিচের চিঠি : 
আমাদের ক্লাবে তোমার অভিষেক ম্যাচটা এখনো মনে আছে আমার। তুমি কী নার্ভাসই না ছিলে। তোমাকে শান্ত থাকতে বলেছিলাম এবং এখন ভাবি, কি সময়গুলো ছিল। তুমি কি অর্জণ করেছো। সেটা আমারও প্রথম মৌসুম ছিল এবং আমরা কেউই জানতাম না ফুটবলে আমাদের জন্য সামনের দিনগুলিতে কী নিয়ে অপেক্ষা করছে।
তুমি একজন সত্যিকারের নেতা হিসেবে নিজেকে তৈরি করেছ। তুমি সবসময়ই সতীর্থ ও রিয়ালের জন্য তাই ছিলে। আমরা তোমাকে সব সময় মনে রাখব।’
আমরা একসঙ্গে অনেক কিছু জিতেছি, কিন্তু আমি মনে রাখব সেসব মুহূর্ত যা কেউ খেয়াল করেনি। রিয়ালের অনুশীলনকেন্দ্র ভালডেবেবাজে আমাদের প্রতিদিনের অনুশীলন, হাসি-ঠাট্টা এসব। তুমি সব সময়ই ফুরফুরে মেজাজে থাকতে, এমনকি সেটা দুশ্চিন্তার সময়ে, ব্যর্থতার সময়ও।
তোমার সঙ্গে ওই হাসি আনন্দের সময়গুলো আমার মনে প্রশান্তি এনে দিত। পেছনে তাকিয়ে যখন সেই দিনগুলো এবং তোমাকে নিয়ে ভাবি, তখন এটা বুঝি অনেক ভাল কিছুই হতে যাচ্ছে। তুমি এই বিশ্বের সেরা দেহরক্ষী।
আমি তোমাকে মিস করব। কিন্তু তোমার সেরা সাফল্য কামনা করি। একজন পেশাদার এবং মানুষ হিসেবে তুমি এর যোগ্য।
সবকিছুর জন্য ধন্যবাদ এবং তোমার শুভ কামনা করি, বন্ধু!

প্রভাতী খবর ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  9:02 PM

news image

কথাটা সত্যি। রিয়াল মাদ্রিদের একাদশে একসঙ্গে নেমে এই ত্রিফলা মিডফিল্ড কখনো ফাইনাল হারেনি—৯টি ফাইনাল খেলেছে জিতেছে ৯টিতেই। মাঝমাঠে তাঁদের ‘বারমুডা ট্রায়াঙ্গল’ তো আর এমনিতেই বলা হতো না!

কিন্তু সবকিছুরই যেমন শেষ আছে, তেমনি রিয়ালের এই ত্রিফলা মিডফিল্ডও এখন অতীত। এতদিনের (সাত মৌসুম) সতীর্থ বিদায় নিচ্ছেন, ক্রুস–মদরিচের মন তো একটু খারাপ হবেই। সেটিরই কাব্যিক প্রকাশ ঘটেছে কাসেমিরোকে বিদায় জানিয়ে ক্রুস ও মদরিচের চিঠিতে। যা প্রকাশিত হয়েছে স্প্যানিশ সংবাদপত্র ’মার্কা’য়।

জার্মান মিডফিল্ডার ক্রুসের চিঠি :
প্রিয় কাসে, কোনো পরিস্থিতিতেই তোমার সঙ্গে শান্তিতে থাকা বলাটা অসম্ভব। এমনকি টার্কিশ বাথ নেওয়ার সময়ও না। সেখানেও তুমি থাকা মানে আরেক যন্ত্রণা ; দেখা যায় তুমি কাউকে যেতে বলেছ, গিয়ে সে দেখলো বাইক আর জিমের সরঞ্জাম প্রস্তুত। তোমার নতুন সতীর্থদের সতর্ক করে দেওয়া ভালো। কারণ তোমার সঙ্গে টার্কিশ বাথও জিম হয়ে যায়। শুধু সিট-আপ করার সময়ই তুমি কাউকে একটু আরাম করার সুযোগ দাও।’
আমি তোমাকে মিস করব। তুমি উদাহরণ দেওয়ার মতো একজন পেশাদার, শীর্ষ সারির খেলোয়াড়, একজন যোদ্ধা, যে আমাকে অনেক সময়ই অনেক কিছু থেকে বাঁচিয়েছে। তবে এসব ছাপিয়ে তুমি একজন ভালো মানুষ। 
আমরা ইতিহাস গড়েছি। আহা! কি স্মরণীয় সময়গুলো ছিল।
এখন আমাদের খেলার পথটা আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব অটুট থাকবে, এটা আমি তোমাকে নিশ্চিত করতে পারি।’
তোমার সর্বাঙ্গীন সফলতা কামনা করি। শিগগিরই দেখা হবে।
শুভকামনায়
তোমারই টনি।
 
ক্রোয়েট মিডফিল্ডার মদ্রিচের চিঠি : 
আমাদের ক্লাবে তোমার অভিষেক ম্যাচটা এখনো মনে আছে আমার। তুমি কী নার্ভাসই না ছিলে। তোমাকে শান্ত থাকতে বলেছিলাম এবং এখন ভাবি, কি সময়গুলো ছিল। তুমি কি অর্জণ করেছো। সেটা আমারও প্রথম মৌসুম ছিল এবং আমরা কেউই জানতাম না ফুটবলে আমাদের জন্য সামনের দিনগুলিতে কী নিয়ে অপেক্ষা করছে।
তুমি একজন সত্যিকারের নেতা হিসেবে নিজেকে তৈরি করেছ। তুমি সবসময়ই সতীর্থ ও রিয়ালের জন্য তাই ছিলে। আমরা তোমাকে সব সময় মনে রাখব।’
আমরা একসঙ্গে অনেক কিছু জিতেছি, কিন্তু আমি মনে রাখব সেসব মুহূর্ত যা কেউ খেয়াল করেনি। রিয়ালের অনুশীলনকেন্দ্র ভালডেবেবাজে আমাদের প্রতিদিনের অনুশীলন, হাসি-ঠাট্টা এসব। তুমি সব সময়ই ফুরফুরে মেজাজে থাকতে, এমনকি সেটা দুশ্চিন্তার সময়ে, ব্যর্থতার সময়ও।
তোমার সঙ্গে ওই হাসি আনন্দের সময়গুলো আমার মনে প্রশান্তি এনে দিত। পেছনে তাকিয়ে যখন সেই দিনগুলো এবং তোমাকে নিয়ে ভাবি, তখন এটা বুঝি অনেক ভাল কিছুই হতে যাচ্ছে। তুমি এই বিশ্বের সেরা দেহরক্ষী।
আমি তোমাকে মিস করব। কিন্তু তোমার সেরা সাফল্য কামনা করি। একজন পেশাদার এবং মানুষ হিসেবে তুমি এর যোগ্য।
সবকিছুর জন্য ধন্যবাদ এবং তোমার শুভ কামনা করি, বন্ধু!