শিরোনামঃ
কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

বলিউডে অভিনয় প্রসঙ্গে মুখ খুললেন চঞ্চল

#
news image

সময়টা এখন চঞ্চল চৌধুরীর। আর এ কারণেই সবকিছুতেই ভক্তদের প্রত্যাশা চরমে। গত সোমবার তেমনই এক গুজবে বিহ্বল দর্শকরা। ছড়ায়, বলিউডের ‘মুন্না ভাই’ সিনেমা সিরিজে অভিনয় করছেন বাংলাদেশি এ অভিনেতা। একটি ফেসবুক পোস্টে দেখা যায়, তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন বিখ্যাত  প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি+হটস্টারের হেড অব ক্রিয়েটিভ কমিউনিকেশনস অফিসার হুজেফা কাপাডিয়া। সেখানে জানানো হয়, চঞ্চল চৌধুরীতে মুগ্ধ তিনি। শিগগিরই কাস্টিং টেবিলে দেখা হচ্ছে তাদের। এবং ‘মুন্না ভাই’ সিরিজেরও ইঙ্গিত রাখা হয়। আসলেই কি চঞ্চল এমন প্রস্তাব পেয়েছেন? জানতে চাওয়া হয়েছিল এ অভিনেতার কাছে। তিনিবলেন, ‘‘আপনারা যতটুকু দেখেছেন, আমিও ততটুকুই জানি। এ ধরনের কেউই আমার সঙ্গে যোগাযোগ করেননি।  ‘মুন্না ভাই থ্রি’ কর্তৃপক্ষ তো নয়ই। এই খবর সত্য নয়।’’ অন্যদিকে সেই ফেক পোস্টে হুজেফা ভূয়সী প্রশংসা করে লেখেন, ‘চঞ্চল ভাই একজন সত্যিকারের শিল্পী। আপনার স্রষ্টাপ্রদত্ত অভিনয় দক্ষতা, অসাধারণ অভিব্যক্তি দিয়ে যে কাউকে মুগ্ধ করতে পারেন। আপনাকে স্যালুট আরেক মায়ের পেটের ভাই আমার। মাত্রই আপনার অভিনীত সিরিজটি (কারাগার) দেখলাম। দ্বিতীয় অংশ দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আমার টিমের সহায়তায় তৈরি করা একটা ছোট ক্লিপ শেয়ার করছি। এটি নতুন করে সম্পাদনা ও রং বিন্যাস করা। আমার বিশ্বাস আপনি তা পছন্দ করবেন। যদি সিনেমাটোগ্রাফার আপনার চোখ ও হাতের অভিব্যক্তি নিয়ে খেলতে পারেন তাহলে ব্যাপারটা অনেক বেশি আকর্ষণীয় হবে। দয়া করে কিছু মনে করবেন না।’ কাজের বিষয়ে তিনি লেখেন, ‘আশা করি, শিগগিরই আমাদের দেখা হবে কাস্টিং টেবিলে এবং আমরা বড় কিছুর পরিকল্পনা করবো।’ এদিকে একটি সূত্র জানিয়েছে, ভারতের আলোচিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’র দ্বিতীয় সিজন নির্মিত হতে যাচ্ছে। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। আর নতুন সিজনে খল অভিনেতার চরিত্রের জন্য ভাবা হচ্ছে চঞ্চল চৌধুরীকে। এ বিষয়ে এই অভিনেতার ভাষ্য, ‘কাস্টিং এজেন্সি আমাকে নিয়ে ভাবছে। তবে এটা একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে, কী হবে তার কিছুই জানি না।’ এ প্রজন্মের ভারতীয় দর্শকের কাছে চঞ্চল পরিচিত ‘আয়নাবাজি’, ‘তাকদীর’র জন্য। সবশেষ ‘হাওয়া’, ‘কারাগার’ দিয়ে মাত করেছেন তিনি। চঞ্চলে মুগ্ধ হচ্ছে কলকাতার সিনে জগতও। তার চোখকে অভিনয়ের ইন্সটিটিউশন বলে আগেই ঘোষণা দিয়েছেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। ওপারের নির্মাতাদের পাশাপাশি রজতাভ দত্তর মতো অভিনেতারাও দেদারসে প্রশংসা করেছেন এই তারকার।

প্রভাতী খবর ডেস্ক

৩০ আগস্ট, ২০২২,  11:08 PM

news image

সময়টা এখন চঞ্চল চৌধুরীর। আর এ কারণেই সবকিছুতেই ভক্তদের প্রত্যাশা চরমে। গত সোমবার তেমনই এক গুজবে বিহ্বল দর্শকরা। ছড়ায়, বলিউডের ‘মুন্না ভাই’ সিনেমা সিরিজে অভিনয় করছেন বাংলাদেশি এ অভিনেতা। একটি ফেসবুক পোস্টে দেখা যায়, তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন বিখ্যাত  প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি+হটস্টারের হেড অব ক্রিয়েটিভ কমিউনিকেশনস অফিসার হুজেফা কাপাডিয়া। সেখানে জানানো হয়, চঞ্চল চৌধুরীতে মুগ্ধ তিনি। শিগগিরই কাস্টিং টেবিলে দেখা হচ্ছে তাদের। এবং ‘মুন্না ভাই’ সিরিজেরও ইঙ্গিত রাখা হয়। আসলেই কি চঞ্চল এমন প্রস্তাব পেয়েছেন? জানতে চাওয়া হয়েছিল এ অভিনেতার কাছে। তিনিবলেন, ‘‘আপনারা যতটুকু দেখেছেন, আমিও ততটুকুই জানি। এ ধরনের কেউই আমার সঙ্গে যোগাযোগ করেননি।  ‘মুন্না ভাই থ্রি’ কর্তৃপক্ষ তো নয়ই। এই খবর সত্য নয়।’’ অন্যদিকে সেই ফেক পোস্টে হুজেফা ভূয়সী প্রশংসা করে লেখেন, ‘চঞ্চল ভাই একজন সত্যিকারের শিল্পী। আপনার স্রষ্টাপ্রদত্ত অভিনয় দক্ষতা, অসাধারণ অভিব্যক্তি দিয়ে যে কাউকে মুগ্ধ করতে পারেন। আপনাকে স্যালুট আরেক মায়ের পেটের ভাই আমার। মাত্রই আপনার অভিনীত সিরিজটি (কারাগার) দেখলাম। দ্বিতীয় অংশ দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আমার টিমের সহায়তায় তৈরি করা একটা ছোট ক্লিপ শেয়ার করছি। এটি নতুন করে সম্পাদনা ও রং বিন্যাস করা। আমার বিশ্বাস আপনি তা পছন্দ করবেন। যদি সিনেমাটোগ্রাফার আপনার চোখ ও হাতের অভিব্যক্তি নিয়ে খেলতে পারেন তাহলে ব্যাপারটা অনেক বেশি আকর্ষণীয় হবে। দয়া করে কিছু মনে করবেন না।’ কাজের বিষয়ে তিনি লেখেন, ‘আশা করি, শিগগিরই আমাদের দেখা হবে কাস্টিং টেবিলে এবং আমরা বড় কিছুর পরিকল্পনা করবো।’ এদিকে একটি সূত্র জানিয়েছে, ভারতের আলোচিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’র দ্বিতীয় সিজন নির্মিত হতে যাচ্ছে। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। আর নতুন সিজনে খল অভিনেতার চরিত্রের জন্য ভাবা হচ্ছে চঞ্চল চৌধুরীকে। এ বিষয়ে এই অভিনেতার ভাষ্য, ‘কাস্টিং এজেন্সি আমাকে নিয়ে ভাবছে। তবে এটা একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে, কী হবে তার কিছুই জানি না।’ এ প্রজন্মের ভারতীয় দর্শকের কাছে চঞ্চল পরিচিত ‘আয়নাবাজি’, ‘তাকদীর’র জন্য। সবশেষ ‘হাওয়া’, ‘কারাগার’ দিয়ে মাত করেছেন তিনি। চঞ্চলে মুগ্ধ হচ্ছে কলকাতার সিনে জগতও। তার চোখকে অভিনয়ের ইন্সটিটিউশন বলে আগেই ঘোষণা দিয়েছেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। ওপারের নির্মাতাদের পাশাপাশি রজতাভ দত্তর মতো অভিনেতারাও দেদারসে প্রশংসা করেছেন এই তারকার।