শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

মিষ্টি প্রেমের গল্প ‘ফিদা’

#
news image

মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফিদা’। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসিব হোসেন রাখী। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আইমান ও ফরহাদ বাবু। নাটকের গল্প জানিয়ে পরিচালক হাসিব হোসেন রাখী বলেন, নাদের চৌধুরী তার ছেলেকে নিয়ে নানা টেনশনে থাকেন। তার এই ছেলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাই অনেক বুঝিয়ে-শুনিয়ে ছেলেকে মানসিক ডাক্তার দেখাতে নিয়ে আসেন। কিন্তু বাবা ওয়াশ রুমে গেলে ছেলেটি লবিতে গিয়ে সিগারেট ধরায়। একটি মেয়ে এ নিয়ে অপমান করে তাকে। মেয়েটিকে দেখে ছেলেটি ফিদা হয়ে যায়। বাবাকে মানসিক হাসপাতালে রেখেই মেয়েটির পিছু নেয় সে। বাবার সঙ্গে রিকশায় ওঠে মেয়েটি। ছেলেটিও পিছু নেয়। একটি ইউনিভার্সিটির গেটে গিয়ে থামে মেয়েটির রিকশা। ছেলেটি মেয়ের জন্য সারাদিন বসে থাকে। মেয়েটির বাসাসহ সবকিছু চিনে নিয়ে তারপর বাসায় ফেরে ছেলেটি। বাসায় ফিরেই বাবার রোষানলে পড়ে সে। তবে কোনো কথাই তার কানে ঢোকে না। তার কল্পনায় শুধু মেয়েটি। বাবা-মাকে বুঝিয়ে মেয়েটির ইউনিভার্সিটিতে ভর্তি হয় ছেলেটি। ক্লাসে গিয়ে সারাক্ষণ সেই মেয়েটির দিকেই তাকিয়ে থাকে। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের দৃশ্য। সাদিয়া আইমান ও ফরহাদ বাবু ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, রত্না খান, সাগর হুদা প্রমুখ। নাটকের সংগীত করেছেন মিনহাজ জুয়েল। পরিচালক রাখী জানান, বৃহস্পতিবার রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

প্রভাতী খবর ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২২,  10:22 PM

news image

মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফিদা’। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসিব হোসেন রাখী। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আইমান ও ফরহাদ বাবু। নাটকের গল্প জানিয়ে পরিচালক হাসিব হোসেন রাখী বলেন, নাদের চৌধুরী তার ছেলেকে নিয়ে নানা টেনশনে থাকেন। তার এই ছেলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাই অনেক বুঝিয়ে-শুনিয়ে ছেলেকে মানসিক ডাক্তার দেখাতে নিয়ে আসেন। কিন্তু বাবা ওয়াশ রুমে গেলে ছেলেটি লবিতে গিয়ে সিগারেট ধরায়। একটি মেয়ে এ নিয়ে অপমান করে তাকে। মেয়েটিকে দেখে ছেলেটি ফিদা হয়ে যায়। বাবাকে মানসিক হাসপাতালে রেখেই মেয়েটির পিছু নেয় সে। বাবার সঙ্গে রিকশায় ওঠে মেয়েটি। ছেলেটিও পিছু নেয়। একটি ইউনিভার্সিটির গেটে গিয়ে থামে মেয়েটির রিকশা। ছেলেটি মেয়ের জন্য সারাদিন বসে থাকে। মেয়েটির বাসাসহ সবকিছু চিনে নিয়ে তারপর বাসায় ফেরে ছেলেটি। বাসায় ফিরেই বাবার রোষানলে পড়ে সে। তবে কোনো কথাই তার কানে ঢোকে না। তার কল্পনায় শুধু মেয়েটি। বাবা-মাকে বুঝিয়ে মেয়েটির ইউনিভার্সিটিতে ভর্তি হয় ছেলেটি। ক্লাসে গিয়ে সারাক্ষণ সেই মেয়েটির দিকেই তাকিয়ে থাকে। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের দৃশ্য। সাদিয়া আইমান ও ফরহাদ বাবু ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, রত্না খান, সাগর হুদা প্রমুখ। নাটকের সংগীত করেছেন মিনহাজ জুয়েল। পরিচালক রাখী জানান, বৃহস্পতিবার রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার হবে।