শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

গিটার হাতে পেয়ে আবেগআপ্লুত বাপ্পা

#
news image

বিশ্ববিখ্যাত গিটারিস্ট, গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক এরিক ক্ল্যাপটন বাপ্পা মজুমদারের জীবনে একটি আবেগের নাম। কেননা তার গিটারকে বাপ্পা অনুসরণ করে গেছেন সুদীর্ঘকাল। সেই তাঁর স্বাক্ষর করা গিটার যদি হাতে পেয়ে যান আকস্মিকভাবেই? বিষয়টা কেমন হবে? ক্ল্যাপটনের স্বাক্ষর করা গিটার বাপ্পাকে উপহার দিয়ে চমকে দিয়েছেন তারই শুভাকাক্সক্ষীরা। গিটারটি হাতে পেয়ে আবেগআপ্লুত বাপ্পা তার ফেসবুকে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। ‘আমার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি। শাহান, ইমরান আসিফ আর চৈতীর প্ল্যানে আমার গুরু এরিক ক্ল্যাপ্টনের সাইন আমার ফেনডার স্ট্র্যাটে। আমি ভাষাহীন, আমি স্তব্ধ!’ জানা গেছে, বাপ্পা মজুমদারকে  এই সারপ্রাইজ দিয়েছেন ‘দলছুট’-এর ম্যানেজার ও গীতিকার শাহান কবন্ধ, ইমরান আসিফ ও চৈতী। মুলত এরিক ক্ল্যাপটনকে বাপ্পা ভীষণ পছন্দ করেন বলেই শাহান ও বাকিরা তাঁকে চমকে দেওয়ার জন্যই এমন একটি কাজ করেছেন।

প্রভাতী খবর ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২২,  10:24 PM

news image

বিশ্ববিখ্যাত গিটারিস্ট, গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক এরিক ক্ল্যাপটন বাপ্পা মজুমদারের জীবনে একটি আবেগের নাম। কেননা তার গিটারকে বাপ্পা অনুসরণ করে গেছেন সুদীর্ঘকাল। সেই তাঁর স্বাক্ষর করা গিটার যদি হাতে পেয়ে যান আকস্মিকভাবেই? বিষয়টা কেমন হবে? ক্ল্যাপটনের স্বাক্ষর করা গিটার বাপ্পাকে উপহার দিয়ে চমকে দিয়েছেন তারই শুভাকাক্সক্ষীরা। গিটারটি হাতে পেয়ে আবেগআপ্লুত বাপ্পা তার ফেসবুকে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। ‘আমার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি। শাহান, ইমরান আসিফ আর চৈতীর প্ল্যানে আমার গুরু এরিক ক্ল্যাপ্টনের সাইন আমার ফেনডার স্ট্র্যাটে। আমি ভাষাহীন, আমি স্তব্ধ!’ জানা গেছে, বাপ্পা মজুমদারকে  এই সারপ্রাইজ দিয়েছেন ‘দলছুট’-এর ম্যানেজার ও গীতিকার শাহান কবন্ধ, ইমরান আসিফ ও চৈতী। মুলত এরিক ক্ল্যাপটনকে বাপ্পা ভীষণ পছন্দ করেন বলেই শাহান ও বাকিরা তাঁকে চমকে দেওয়ার জন্যই এমন একটি কাজ করেছেন।