শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

‘দ্য টিচার’ এর পোস্টার নিয়ে হাজির অমলা পাল

#
news image

দীর্ঘদিন পর অভিনেত্রী অমলা পাল ‘দ্য টিচার’ শিরোনামের একটি মালায়লম চলচ্চিত্রের প্রধান চরিত্র হয়ে পর্দায় ফিরছেন। সিনেমাটির নির্মাতারা অভিনেত্রী সমন্বিত ‘ফার্স্ট লুক’ পোস্টার উন্মোচন করেছেন। অমলা পাল যিনি ‘দ্য টিচার’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন, তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর সিনেমার পোস্টারটি শেয়ার করেছেন। পোস্টারটি শেয়ার করে অমলা পাল একটি নোট লিখেছেন যেখানে লেখা ছিল, ‘সুনসান নিরবতা বজায় রাখতে পারছি না, ম্যাম! আমার পরবর্তী সিনেমার পোস্টার প্রকাশ করতে খুব উত্তেজিত। এরপর তিনি আরো লেখেন, ‘শিক্ষক এখানে এসে গেছে শেখাতে। আপনি ভাল করে মনোযোগ দিন। ’মালায়লাম সুপারস্টার মোহনলালও তাঁর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘দ্য টিচার’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন। ‘দ্য টিচার’ পরিচালনা করছেন পরিচালক বিবেক। ফাহাদ ফাসিল অভিনীত থ্রিলার ফিল্ম 'আথিরান'-এর জন্য সর্বাধিক পরিচিত এই পরিচালক। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করবেন ডন ভিনসেন্ট এবং এর সংলাপ লিখেছেন পিভি শজিকুমার। অমলা পালের সঙ্গে আরো অভিনয় করবেন চেম্বান বিনোদ জোস, হাক্কেম শাহজাহান, প্রশান্ত মুরালি, মঞ্জু পিল্লাই, অনুমোলু, মালা পার্বতী, এবং ভিনিতা কোশাই। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

প্রভাতী খবর ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  11:35 PM

news image

দীর্ঘদিন পর অভিনেত্রী অমলা পাল ‘দ্য টিচার’ শিরোনামের একটি মালায়লম চলচ্চিত্রের প্রধান চরিত্র হয়ে পর্দায় ফিরছেন। সিনেমাটির নির্মাতারা অভিনেত্রী সমন্বিত ‘ফার্স্ট লুক’ পোস্টার উন্মোচন করেছেন। অমলা পাল যিনি ‘দ্য টিচার’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন, তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর সিনেমার পোস্টারটি শেয়ার করেছেন। পোস্টারটি শেয়ার করে অমলা পাল একটি নোট লিখেছেন যেখানে লেখা ছিল, ‘সুনসান নিরবতা বজায় রাখতে পারছি না, ম্যাম! আমার পরবর্তী সিনেমার পোস্টার প্রকাশ করতে খুব উত্তেজিত। এরপর তিনি আরো লেখেন, ‘শিক্ষক এখানে এসে গেছে শেখাতে। আপনি ভাল করে মনোযোগ দিন। ’মালায়লাম সুপারস্টার মোহনলালও তাঁর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘দ্য টিচার’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন। ‘দ্য টিচার’ পরিচালনা করছেন পরিচালক বিবেক। ফাহাদ ফাসিল অভিনীত থ্রিলার ফিল্ম 'আথিরান'-এর জন্য সর্বাধিক পরিচিত এই পরিচালক। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করবেন ডন ভিনসেন্ট এবং এর সংলাপ লিখেছেন পিভি শজিকুমার। অমলা পালের সঙ্গে আরো অভিনয় করবেন চেম্বান বিনোদ জোস, হাক্কেম শাহজাহান, প্রশান্ত মুরালি, মঞ্জু পিল্লাই, অনুমোলু, মালা পার্বতী, এবং ভিনিতা কোশাই। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া