শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

চেলসি থেকে বরখাস্ত টুখেল

#
news image

শততম ম্যাচটাই তাহলে চেলসির হয়ে টমাস টুখেলের শেষ ম্যাচ হয়ে রইল। মাইলফলক ছোঁয়া ম্যাচটার পরেই যে বরখাস্ত হয়ে গেলেন জার্মান কোচ! কোচ ছাঁটাই অবশ্য চেলসিতে চমক জাগানো কোনো ঘটনা নয়। ক্লাবটির আগের মালিক রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ কাজটাকে বলতে গেলে নিজের অভ্যাসই বানিয়ে ফেলেছিলেন। নতুন মালিক টড বোয়েলিও সম্ভবত উত্তরাধিকার সূত্রে সেই অভ্যাসটা পেয়ে গেছেন। তারপরেও টুখেলের বরখাস্ত হওয়াটা কিছুটা চমক হয়ে এসেছে বৈকি!

 ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা ভালো হয়নি চেলসির। ৬ ম্যাচে ৩ জয়, ১ হার ও ২ ড্রয়ে চেলসির পয়েন্ট ১০। লিগে অবস্থান ছয় নম্বরে। চ্যাম্পিয়নস লিগেও চেলসির শুরুটা হয়েছে গতরাতে দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরে। এরপর আর টমাস টুখেলকে কোচের পদে রাখতে চায়নি চেলসি কর্তৃপক্ষ। আজই এক বিজ্ঞপ্তি দিয়ে জার্মান এই কোচকে ছাঁটাই করার কথা জানিয়েছে চেলসি ক্লাব।ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের সবার পক্ষ থেকে আমরা টমাস টুখেল ও তাঁর স্টাফদের কাছে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্বে থাকার সময়ে চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতে চেলসির ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন টমাস। তবে ক্লাবের নতুন স্বত্বাধিকারীরা মালিকানা পাওয়ার ১০০ দিন করেছেন এবং ক্লাবটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে চান। নতুন মালিকেরা তাই ভেবেছেন, এটাই পালাবদলের সঠিক সময়।’

নতুন কোচ নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ক্লাব এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না বলেও জানানো হয়েছে বিবৃতিতে। ২০২১ সালের ২৬ জানুয়ারি চেলসির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন টুখেল। ৫৯০ দিনের স্থায়ীত্বকালে তাঁর অধীনে যে ১০০ ম্যাচ খেলেছে ইংলিশ ক্লাবটি এর মধ্যে জিতেছে ৬০টি। ২৪টি ড্রয়ের সঙ্গে ১৬টি হার। ২০২০-২১ মৌসুমে চতুর্থ হয়ে লিগ শেষ করে চেলসি। তবে ওই মৌসুমে জিতে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। গত মৌসুমে লিগের তৃতীয় হয় টুখেলের দল।

শিরোপার প্রত্যাশায় এবার দলবদলের বাজারে ২৫ কোটি ৫০ লাখ ইউরো খরচ করে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কোনো ক্লাব দলবদলের এক মৌসুমে এত টাকা খরচ করেনি। এর মধ্যে শুধু রক্ষণভাগেই ১৬ কোটি ৩০ লাখ ইউরো ঢেলেছে চেলসি। কিন্তু এর ফল আসার আগেই কোচকে বিদায় বলে দিলেন চেলসির নতুন মালিকেরা। আপাতত মনে হচ্ছে, গতরাতে চ্যাম্পিয়নস লিগে ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবের মাঠে ১-০ গোলে হারটাই বড় ধাক্কা হয়ে এসেছে টুখেলের জন্য। আপাতত চেলসির নতুন কোচ হিসেবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে ব্রাইটনের গ্রাহাম পোর্টার, পিএসজি থেকে ছাঁটাই হওয়া মরিসিও পচেত্তিনো এমনকি জিনেদিন জিদানের নামও শোনা যাচ্ছে।

অনলাইন ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  10:43 PM

news image

শততম ম্যাচটাই তাহলে চেলসির হয়ে টমাস টুখেলের শেষ ম্যাচ হয়ে রইল। মাইলফলক ছোঁয়া ম্যাচটার পরেই যে বরখাস্ত হয়ে গেলেন জার্মান কোচ! কোচ ছাঁটাই অবশ্য চেলসিতে চমক জাগানো কোনো ঘটনা নয়। ক্লাবটির আগের মালিক রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ কাজটাকে বলতে গেলে নিজের অভ্যাসই বানিয়ে ফেলেছিলেন। নতুন মালিক টড বোয়েলিও সম্ভবত উত্তরাধিকার সূত্রে সেই অভ্যাসটা পেয়ে গেছেন। তারপরেও টুখেলের বরখাস্ত হওয়াটা কিছুটা চমক হয়ে এসেছে বৈকি!

 ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা ভালো হয়নি চেলসির। ৬ ম্যাচে ৩ জয়, ১ হার ও ২ ড্রয়ে চেলসির পয়েন্ট ১০। লিগে অবস্থান ছয় নম্বরে। চ্যাম্পিয়নস লিগেও চেলসির শুরুটা হয়েছে গতরাতে দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরে। এরপর আর টমাস টুখেলকে কোচের পদে রাখতে চায়নি চেলসি কর্তৃপক্ষ। আজই এক বিজ্ঞপ্তি দিয়ে জার্মান এই কোচকে ছাঁটাই করার কথা জানিয়েছে চেলসি ক্লাব।ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের সবার পক্ষ থেকে আমরা টমাস টুখেল ও তাঁর স্টাফদের কাছে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্বে থাকার সময়ে চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতে চেলসির ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন টমাস। তবে ক্লাবের নতুন স্বত্বাধিকারীরা মালিকানা পাওয়ার ১০০ দিন করেছেন এবং ক্লাবটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে চান। নতুন মালিকেরা তাই ভেবেছেন, এটাই পালাবদলের সঠিক সময়।’

নতুন কোচ নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ক্লাব এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না বলেও জানানো হয়েছে বিবৃতিতে। ২০২১ সালের ২৬ জানুয়ারি চেলসির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন টুখেল। ৫৯০ দিনের স্থায়ীত্বকালে তাঁর অধীনে যে ১০০ ম্যাচ খেলেছে ইংলিশ ক্লাবটি এর মধ্যে জিতেছে ৬০টি। ২৪টি ড্রয়ের সঙ্গে ১৬টি হার। ২০২০-২১ মৌসুমে চতুর্থ হয়ে লিগ শেষ করে চেলসি। তবে ওই মৌসুমে জিতে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। গত মৌসুমে লিগের তৃতীয় হয় টুখেলের দল।

শিরোপার প্রত্যাশায় এবার দলবদলের বাজারে ২৫ কোটি ৫০ লাখ ইউরো খরচ করে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কোনো ক্লাব দলবদলের এক মৌসুমে এত টাকা খরচ করেনি। এর মধ্যে শুধু রক্ষণভাগেই ১৬ কোটি ৩০ লাখ ইউরো ঢেলেছে চেলসি। কিন্তু এর ফল আসার আগেই কোচকে বিদায় বলে দিলেন চেলসির নতুন মালিকেরা। আপাতত মনে হচ্ছে, গতরাতে চ্যাম্পিয়নস লিগে ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবের মাঠে ১-০ গোলে হারটাই বড় ধাক্কা হয়ে এসেছে টুখেলের জন্য। আপাতত চেলসির নতুন কোচ হিসেবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে ব্রাইটনের গ্রাহাম পোর্টার, পিএসজি থেকে ছাঁটাই হওয়া মরিসিও পচেত্তিনো এমনকি জিনেদিন জিদানের নামও শোনা যাচ্ছে।