শিরোনামঃ
কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সেপ্টেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু

#
news image

সেপ্টেম্বর মাসের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে সরকারি বিপণন সংস্থা টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার ঢাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আলী আহাদ খান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কমিশনার সফিউল্লাহ সফি প্রমূখ উপস্থিত ছিলেন।
বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে তপন কান্তি ঘোষ সাংবাদিকদের বলেন, টিসিবির মাধ্যমে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। প্রতি মাসেই পণ্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, মাসে একবার করে পণ্য দিতে বছরে প্রায় ৫ হাজার ২শ’ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হয়। সব দিক চিন্তা করে ও টিসিবির সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে মাসে ২ বার পণ্য দেওয়া যায় কিনা সরকার সেটি গুরুত্বের সাথে চিন্তা করছে।
প্রতি কার্ডধারী ব্যক্তি ২ লিটার তেল, ২ কেজি মশুর ডাল এবং ১ কেজি চিনি ৪০৫ টাকার প্যাকেজে পাচ্ছেন।
ঢাকার প্রায় ৩শ’ ডিলার এবং দেশব্যাপী ৩ হাজার ৫শ’ ডিলারের মাধ্যমে মাসব্যাপী বিক্রয় কার্যক্রম চলছে।
টিসিবি সূত্র জানায়, পেয়াজ দেশের বাইরে থেকে আসার পর মহানগরীতে বিক্রি করা হবে। এছাড়া সয়াবিন তেল ১১০ টাকা লিটার, ডাল ৬৫ টাকা কেজি এবং চিনি ৫৫ টাকা কেজিতে বিক্রি করছে টিসিবি।

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২২,  10:36 PM

news image

সেপ্টেম্বর মাসের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে সরকারি বিপণন সংস্থা টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার ঢাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আলী আহাদ খান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কমিশনার সফিউল্লাহ সফি প্রমূখ উপস্থিত ছিলেন।
বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে তপন কান্তি ঘোষ সাংবাদিকদের বলেন, টিসিবির মাধ্যমে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। প্রতি মাসেই পণ্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, মাসে একবার করে পণ্য দিতে বছরে প্রায় ৫ হাজার ২শ’ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হয়। সব দিক চিন্তা করে ও টিসিবির সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে মাসে ২ বার পণ্য দেওয়া যায় কিনা সরকার সেটি গুরুত্বের সাথে চিন্তা করছে।
প্রতি কার্ডধারী ব্যক্তি ২ লিটার তেল, ২ কেজি মশুর ডাল এবং ১ কেজি চিনি ৪০৫ টাকার প্যাকেজে পাচ্ছেন।
ঢাকার প্রায় ৩শ’ ডিলার এবং দেশব্যাপী ৩ হাজার ৫শ’ ডিলারের মাধ্যমে মাসব্যাপী বিক্রয় কার্যক্রম চলছে।
টিসিবি সূত্র জানায়, পেয়াজ দেশের বাইরে থেকে আসার পর মহানগরীতে বিক্রি করা হবে। এছাড়া সয়াবিন তেল ১১০ টাকা লিটার, ডাল ৬৫ টাকা কেজি এবং চিনি ৫৫ টাকা কেজিতে বিক্রি করছে টিসিবি।