শিরোনামঃ
কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

জন্মদিনে অঙ্কুশের বাবার সঙ্গে নেচে ভাইরাল ঐন্দ্রিলা!

#
news image

এ যেন বলিউডের অমিতাভ বচ্চন ও ঐশরিয়া রাইয়ের টলিউড ভার্সন! এতদিন যে রসায়নে মেতেছে বলিউড, বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে তেমনই ঝলক দেখা গেলো কলকাতায়।

টলিউডের এ সংস্করণ কারা? অঙ্কুশ হাজরার বাবা আর তার হবু বউমা ঐন্দ্রিলা সেন। ৩১ মার্চ জন্মদিন ছিল এ অভিনেত্রীর। সেই পার্টিতে আমন্ত্রণ জানানো হয় গোটা টলিউডকে। টেলিপাড়া থেকে টলিপাড়া, বাদ ছিলেন না কেউই।

সেখানেই রাত বেড়েছে। সঙ্গে বেড়েছে উদযাপনের হুল্লোড়ও। কখনো দেব তার ‘চ্যালেঞ্জ’ ছবির জনপ্রিয় গান ‘ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ’ এর তালে নাচছেন। কখনো সোহম চক্রবর্তী নেচেছেন ‘যতই বল আমায় বোকা ভোলা’ গানের সঙ্গে।

হঠাৎ লং বার টপে ঐন্দ্রিলা এবং অঙ্কুশের বাবা। গানের তালে জমিয়ে নাচছেন দুজনে। দেখে যেন থমকে গেলো টলিউড। ক্ষণিকের ঘোর কাটিয়ে দ্বিগুণ উল্লাসে ফেটে পড়েন সবাই।

হাততালি দিয়ে উৎসাহ দিয়েছেন শ্বশুর-বউমাকে। দুজনের রসায়নের কাছে ফিকে হয়ে গেছে অঙ্কুশের উপস্থিতি। এভাবেই সন্ধ্যা থেকে জমে ওঠে ঐন্দ্রিলার জন্মদিন। চলে গভীর রাত পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  2:03 PM

news image

এ যেন বলিউডের অমিতাভ বচ্চন ও ঐশরিয়া রাইয়ের টলিউড ভার্সন! এতদিন যে রসায়নে মেতেছে বলিউড, বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে তেমনই ঝলক দেখা গেলো কলকাতায়।

টলিউডের এ সংস্করণ কারা? অঙ্কুশ হাজরার বাবা আর তার হবু বউমা ঐন্দ্রিলা সেন। ৩১ মার্চ জন্মদিন ছিল এ অভিনেত্রীর। সেই পার্টিতে আমন্ত্রণ জানানো হয় গোটা টলিউডকে। টেলিপাড়া থেকে টলিপাড়া, বাদ ছিলেন না কেউই।

সেখানেই রাত বেড়েছে। সঙ্গে বেড়েছে উদযাপনের হুল্লোড়ও। কখনো দেব তার ‘চ্যালেঞ্জ’ ছবির জনপ্রিয় গান ‘ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ’ এর তালে নাচছেন। কখনো সোহম চক্রবর্তী নেচেছেন ‘যতই বল আমায় বোকা ভোলা’ গানের সঙ্গে।

হঠাৎ লং বার টপে ঐন্দ্রিলা এবং অঙ্কুশের বাবা। গানের তালে জমিয়ে নাচছেন দুজনে। দেখে যেন থমকে গেলো টলিউড। ক্ষণিকের ঘোর কাটিয়ে দ্বিগুণ উল্লাসে ফেটে পড়েন সবাই।

হাততালি দিয়ে উৎসাহ দিয়েছেন শ্বশুর-বউমাকে। দুজনের রসায়নের কাছে ফিকে হয়ে গেছে অঙ্কুশের উপস্থিতি। এভাবেই সন্ধ্যা থেকে জমে ওঠে ঐন্দ্রিলার জন্মদিন। চলে গভীর রাত পর্যন্ত।