শিরোনামঃ
কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

রাতে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

#
news image

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের লড়াই শুরু হচ্ছে আজ রোববার থেকে। গ্রুপ ‘এ’ থেকে নিগার সুলতানা জ্যোতিদের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড নারী দল। 

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় দিনের তৃতীয় ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। আরব আমিরাত-থাইল্যান্ডের লড়াই দিয়ে শুরু হবে বাছাই। আর দ্বিতীয় ম্যাচে লড়বে জিম্বাবুয়ে-পাপুয়া নিউগিনি। 

‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ বাছাই উপলক্ষে বাংলাদেশের মেয়েরা প্রায় ১০ দিন আগে আরব আমিরাত পৌঁছায়। বাছাইয়ের ভেন্য আবুধাবিতে ক্যাম্প করে প্রস্তুতি সারে। একমাত্র প্রস্তুতি ম্যাচে আরব আমিরাতকে ৫৪ রানে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। 

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আইরিশদের বিপক্ষে অতীত রেকর্ডও ভালো। সব শেষ ৫ টি-টোয়েন্টি ম্যাচের চারটিতেই জয় পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এ ছাড়া যে কোনও দলের বিপক্ষে খেলা সবশেষ ৫ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় তিনটিতে।

বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ দুই ক্রিকেটার জাহানারা আলম ও ফারজানা পিংকিকে। অনুশীলনে ইনজুরিতে পড়ে ছিটকে যান জাহানারা আর ফারজানা আক্রান্ত হন করোনায়। দুজন দেশে ফিরেছেন। তাদের পরিবর্তে আবুধাবি যাচ্ছেন ফারিহা ইসলাম ও সোহেলি আক্তার। 

আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্বে লড়বে। দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলবে। আর সেমিফাইনালের বিজয়ী দুই দল ফাইনাল খেলবে। যেই দুই দল ফাইনালে উঠবে, তারাই পরের বিশ্বকাপের টিকিট পাবে। 

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরটি। বাছাই থেকে যাওয়া দুই দলসহ মোট ১০ দল লড়বে বিশ্বকাপে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারিহা ইসলাম, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোহেলি আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  11:10 PM

news image

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের লড়াই শুরু হচ্ছে আজ রোববার থেকে। গ্রুপ ‘এ’ থেকে নিগার সুলতানা জ্যোতিদের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড নারী দল। 

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় দিনের তৃতীয় ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। আরব আমিরাত-থাইল্যান্ডের লড়াই দিয়ে শুরু হবে বাছাই। আর দ্বিতীয় ম্যাচে লড়বে জিম্বাবুয়ে-পাপুয়া নিউগিনি। 

‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ বাছাই উপলক্ষে বাংলাদেশের মেয়েরা প্রায় ১০ দিন আগে আরব আমিরাত পৌঁছায়। বাছাইয়ের ভেন্য আবুধাবিতে ক্যাম্প করে প্রস্তুতি সারে। একমাত্র প্রস্তুতি ম্যাচে আরব আমিরাতকে ৫৪ রানে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। 

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আইরিশদের বিপক্ষে অতীত রেকর্ডও ভালো। সব শেষ ৫ টি-টোয়েন্টি ম্যাচের চারটিতেই জয় পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এ ছাড়া যে কোনও দলের বিপক্ষে খেলা সবশেষ ৫ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় তিনটিতে।

বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ দুই ক্রিকেটার জাহানারা আলম ও ফারজানা পিংকিকে। অনুশীলনে ইনজুরিতে পড়ে ছিটকে যান জাহানারা আর ফারজানা আক্রান্ত হন করোনায়। দুজন দেশে ফিরেছেন। তাদের পরিবর্তে আবুধাবি যাচ্ছেন ফারিহা ইসলাম ও সোহেলি আক্তার। 

আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্বে লড়বে। দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলবে। আর সেমিফাইনালের বিজয়ী দুই দল ফাইনাল খেলবে। যেই দুই দল ফাইনালে উঠবে, তারাই পরের বিশ্বকাপের টিকিট পাবে। 

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরটি। বাছাই থেকে যাওয়া দুই দলসহ মোট ১০ দল লড়বে বিশ্বকাপে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারিহা ইসলাম, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোহেলি আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।