আফগানিস্তান-বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ বাতিল, অন্য দল খুঁজছে বিসিবি

অনলাইন ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২২, 11:13 PM

আফগানিস্তান-বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ বাতিল, অন্য দল খুঁজছে বিসিবি
অক্টোবরে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে আরব আমিরাতে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু আফগানিস্তান এই সিরিজ খেলতে অপারগতা জানিয়েছে। তাই বিকল্প দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
অক্টোবরে বাংলাদেশ ‘এ’ দল সংযুক্ত আরব আমিরাত সফর করার কথা ছিল। সূচিতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ ছিল। কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে সিরিজটি খেলতে আগ্রহী নয়।
বিসিবি প্রধান নির্বাহী বলেন, 'আফগানিস্তানের অর্থনৈতিক সমস্যা কি না আমি বলতে পারবো না। আরেকটি বোর্ডের কী সমস্যা আমি বলার কেউ না। তারা আমাদের অনুরোধ জানিয়েছে নতুন সূচির জন্য। অন্য সময়ে এই সিরিজগুলো হবে।'
অন্য বোর্ডের সঙ্গে আলোচনা হচ্ছে বলে নিজামউদ্দিন জানান। তিনি বলেন, 'যেহেতু সময়টা ফাঁকা আছে, আমরা অন্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে এটি আয়োজন করার চেষ্টা করবো। দেখা যাক কী হয়।'
১ অক্টোবর মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল দুবাই উড়াল দেওয়ার কথা ছিল। যে দলে থাকার কথা ছিল সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকেরও। দায়িত্বে ফেরার কথা ছিল প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। সবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দল দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলেছিল।
অনলাইন ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২২, 11:13 PM

অক্টোবরে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে আরব আমিরাতে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু আফগানিস্তান এই সিরিজ খেলতে অপারগতা জানিয়েছে। তাই বিকল্প দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
অক্টোবরে বাংলাদেশ ‘এ’ দল সংযুক্ত আরব আমিরাত সফর করার কথা ছিল। সূচিতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ ছিল। কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে সিরিজটি খেলতে আগ্রহী নয়।
বিসিবি প্রধান নির্বাহী বলেন, 'আফগানিস্তানের অর্থনৈতিক সমস্যা কি না আমি বলতে পারবো না। আরেকটি বোর্ডের কী সমস্যা আমি বলার কেউ না। তারা আমাদের অনুরোধ জানিয়েছে নতুন সূচির জন্য। অন্য সময়ে এই সিরিজগুলো হবে।'
অন্য বোর্ডের সঙ্গে আলোচনা হচ্ছে বলে নিজামউদ্দিন জানান। তিনি বলেন, 'যেহেতু সময়টা ফাঁকা আছে, আমরা অন্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে এটি আয়োজন করার চেষ্টা করবো। দেখা যাক কী হয়।'
১ অক্টোবর মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল দুবাই উড়াল দেওয়ার কথা ছিল। যে দলে থাকার কথা ছিল সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকেরও। দায়িত্বে ফেরার কথা ছিল প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। সবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দল দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলেছিল।