শিরোনামঃ
কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

ইনজুরি সামলে গ্লাভস হাতে মিরপুরে সোহান

#
news image

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঝলমলে রোদে আজ সোমবার ইনজুরি কাটিয়ে উইকেটকিপিং অনুশীলনে ফিরেছেন নুরুল হাসান সোহান। আঙুলে চোট থেকে ফিট হয়ে ব্যাটিং অনুশীলন শুরু করলেও আজই প্রথম গ্লাভস হাতে কিপিং অনুশীলন করেন সোহান। এর সপ্তাহখানেক আগে একদিন মিরপুরে ক্যাচিং অনুশীলন করতে দেখা গিয়েছিল তাকে। অনুশীলনের সময় আজ সোহানের মেন্টর হিসেবে মাঠে ছিলেন রাজশাহীর কোচ গোলাম মর্তুজা।

সোহানের অনুশীলনের দিনে বল হাতে নিজেকে প্রস্তুত করার লড়াইয়ে ঘাম ঝরাতে দেখা গেল পেসার হাসান মাহমুদকে। গত শনিবার এ পেসার জানিয়েছিলেন ইনজুরি বন্ধুর মতো আসে আবার যায়। এ থেকে ফিট রাখার উপায় অনুশীলন চালিয়ে যাওয়া। সে কথার মিল রাখতেই, গোঁড়ালির চোট থেকে সুস্থ হয়ে বল হাতে মাঠে ফিরেছেন হাসান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ডেথ ওভারের কঠিন চাপ সামলানোর চ্যালেঞ্জই অপেক্ষা করছে এ পেসারের জন্য।

এদিকে পেস বোলার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও নিজেকে ফিরে পাওয়ার জন্য নিয়মিত হোম অব ক্রিকেটে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আরেক পেসার শরিফুল ইসলাম বিশ্বকাপের মূল দলে জায়গা না পেলেও রয়েছেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। তারপরও প্রতিনিয়ত মিরপুরে বল হাতে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে তাকে।

দল ঘোষণার আগে গুঞ্জন ছিল দলে ফিরছেন সৌম্য সরকার, তবে শেষ পর্যন্ত স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলে ডাক পেয়েছেন সৌম্য। তিনিও প্রতিদিন নেটে জুবায়ের লিখন, শরীফুল ইসলাম, সাইফউদ্দিনদের বল মোকাবেলা করে চলেছেন। লিটন দাস এবং ইয়াসির রাব্বি গেল দুই দিন মাঠের অনুশীলনে আসেননি। ধারণা করা হচ্ছে, বিশ্রামে রয়েছে এই দুই ব্যাটার।

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  10:26 PM

news image

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঝলমলে রোদে আজ সোমবার ইনজুরি কাটিয়ে উইকেটকিপিং অনুশীলনে ফিরেছেন নুরুল হাসান সোহান। আঙুলে চোট থেকে ফিট হয়ে ব্যাটিং অনুশীলন শুরু করলেও আজই প্রথম গ্লাভস হাতে কিপিং অনুশীলন করেন সোহান। এর সপ্তাহখানেক আগে একদিন মিরপুরে ক্যাচিং অনুশীলন করতে দেখা গিয়েছিল তাকে। অনুশীলনের সময় আজ সোহানের মেন্টর হিসেবে মাঠে ছিলেন রাজশাহীর কোচ গোলাম মর্তুজা।

সোহানের অনুশীলনের দিনে বল হাতে নিজেকে প্রস্তুত করার লড়াইয়ে ঘাম ঝরাতে দেখা গেল পেসার হাসান মাহমুদকে। গত শনিবার এ পেসার জানিয়েছিলেন ইনজুরি বন্ধুর মতো আসে আবার যায়। এ থেকে ফিট রাখার উপায় অনুশীলন চালিয়ে যাওয়া। সে কথার মিল রাখতেই, গোঁড়ালির চোট থেকে সুস্থ হয়ে বল হাতে মাঠে ফিরেছেন হাসান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ডেথ ওভারের কঠিন চাপ সামলানোর চ্যালেঞ্জই অপেক্ষা করছে এ পেসারের জন্য।

এদিকে পেস বোলার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও নিজেকে ফিরে পাওয়ার জন্য নিয়মিত হোম অব ক্রিকেটে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আরেক পেসার শরিফুল ইসলাম বিশ্বকাপের মূল দলে জায়গা না পেলেও রয়েছেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। তারপরও প্রতিনিয়ত মিরপুরে বল হাতে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে তাকে।

দল ঘোষণার আগে গুঞ্জন ছিল দলে ফিরছেন সৌম্য সরকার, তবে শেষ পর্যন্ত স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলে ডাক পেয়েছেন সৌম্য। তিনিও প্রতিদিন নেটে জুবায়ের লিখন, শরীফুল ইসলাম, সাইফউদ্দিনদের বল মোকাবেলা করে চলেছেন। লিটন দাস এবং ইয়াসির রাব্বি গেল দুই দিন মাঠের অনুশীলনে আসেননি। ধারণা করা হচ্ছে, বিশ্রামে রয়েছে এই দুই ব্যাটার।