শিরোনামঃ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত কাপাসিয়ায় সাব-রেজিস্ট্রার অনুপস্থিত, ভোগান্তিতে শত শত সেবাগ্রহীতা

লিগ ওয়ান: বদলী বেঞ্চ থেকে উঠে এসে পিএসজিকে জয় উপহার দিলেন এমবাপ্পে

#
news image

বদলী বেঞ্চ থেকে উঠে এসে লিগ ওয়ানে পিএসজিকে জয় উপহার দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। শনিবার নিসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)।
কোচ ক্রিস্টোফে গালটিয়ার কাল মূল একাদশ থেকে বিশ্রাম দিয়েছিলেন এমবাপ্পেকে। মূলত বেনফিকার বিপক্ষে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখেই গালটিয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। বিশ্বকাপের আগে ছয় সপ্তাহে পিএসজি ১১টি ম্যাচে অংশ নিবে। এমবাপ্পের স্থানে কাল মাঠে নেমেছিলেন ২০ বছর বয়সী আরেক ফরাসি তরুন এ্যাটাকার হুগো একিটিকে। পিএসজির হয়ে একিটিকের এটাই মূল একাদশে প্রথম ম্যাচ। 
পার্ক ডি প্রিন্সেসে অবশ্য ২৯ মিনিটে পিএজসিকে লিড এনে দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের কার্লিং ফ্রি-কিক নিসের দেয়ালের ওপর দিয়ে গোলরক্ষক কাসপার শিমিচেলকে বোকা বানিয়ে জালে প্রবেশ করে। শিমিচেলের দাঁড়িয়ে তা দেখা ছাড়া আর কিছুই করার ছিলনা। 
বিরতির পরপরই ৪৭ মিনিটে গায়েটান লাবোরডে সফরকারী নিসের হয়ে সমতা ফেরান। এই মৌসুমের আগে গালটিয়ারের অধীনে নিসে খেলেছেন লাবোরডে। পিএসজির রক্ষনভাগের বড় ভুলে লাবোরডে সমতা ফেরাতে দেরী করেননি। ৫৯ মিনিটে একিটিকের পরিবর্তে মাঠে নামেন এমবাপ্পে। ম্যাচ শেষের ৭ মিনিট আগে এমবাপ্পে জয়সূচক গোলটি করেন। এনিয়ে মৌসুমের অষ্টম গোল করলেন এমবাপ্পে। এর ফলে লিগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সতীর্থ নেইমারের সাথে সমানভাকে শীর্ষে নাম লেখালেন এই ফরাসি তরুন। 
শুক্রবার এ্যাঙ্গার্সকে ৩-০ গোলে পরাজিত করা মার্সেইর থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি।
কাল দিনের শুরুতে ধুকতে তাকা স্ট্রাসবার্গকে ৩-১ গোলে পরাজিত করে পঞ্চম স্থানে উঠে এসেছে রেনে। ৯ ম্যাচে একটিও জয় না পাওয়া স্ট্রাসবার্গ মাত্র ৫ পয়েন্ট নিয়ে রয়েছে রেলিগেশন জোনে।

অনলাইন ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  9:04 PM

news image

বদলী বেঞ্চ থেকে উঠে এসে লিগ ওয়ানে পিএসজিকে জয় উপহার দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। শনিবার নিসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)।
কোচ ক্রিস্টোফে গালটিয়ার কাল মূল একাদশ থেকে বিশ্রাম দিয়েছিলেন এমবাপ্পেকে। মূলত বেনফিকার বিপক্ষে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখেই গালটিয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। বিশ্বকাপের আগে ছয় সপ্তাহে পিএসজি ১১টি ম্যাচে অংশ নিবে। এমবাপ্পের স্থানে কাল মাঠে নেমেছিলেন ২০ বছর বয়সী আরেক ফরাসি তরুন এ্যাটাকার হুগো একিটিকে। পিএসজির হয়ে একিটিকের এটাই মূল একাদশে প্রথম ম্যাচ। 
পার্ক ডি প্রিন্সেসে অবশ্য ২৯ মিনিটে পিএজসিকে লিড এনে দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের কার্লিং ফ্রি-কিক নিসের দেয়ালের ওপর দিয়ে গোলরক্ষক কাসপার শিমিচেলকে বোকা বানিয়ে জালে প্রবেশ করে। শিমিচেলের দাঁড়িয়ে তা দেখা ছাড়া আর কিছুই করার ছিলনা। 
বিরতির পরপরই ৪৭ মিনিটে গায়েটান লাবোরডে সফরকারী নিসের হয়ে সমতা ফেরান। এই মৌসুমের আগে গালটিয়ারের অধীনে নিসে খেলেছেন লাবোরডে। পিএসজির রক্ষনভাগের বড় ভুলে লাবোরডে সমতা ফেরাতে দেরী করেননি। ৫৯ মিনিটে একিটিকের পরিবর্তে মাঠে নামেন এমবাপ্পে। ম্যাচ শেষের ৭ মিনিট আগে এমবাপ্পে জয়সূচক গোলটি করেন। এনিয়ে মৌসুমের অষ্টম গোল করলেন এমবাপ্পে। এর ফলে লিগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সতীর্থ নেইমারের সাথে সমানভাকে শীর্ষে নাম লেখালেন এই ফরাসি তরুন। 
শুক্রবার এ্যাঙ্গার্সকে ৩-০ গোলে পরাজিত করা মার্সেইর থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি।
কাল দিনের শুরুতে ধুকতে তাকা স্ট্রাসবার্গকে ৩-১ গোলে পরাজিত করে পঞ্চম স্থানে উঠে এসেছে রেনে। ৯ ম্যাচে একটিও জয় না পাওয়া স্ট্রাসবার্গ মাত্র ৫ পয়েন্ট নিয়ে রয়েছে রেলিগেশন জোনে।