শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

বড় জয়ে বাকিদের বার্তা দিলো বাংলাদেশ

#
news image

পাকিস্তানের বিপক্ষে হার মনোবলে চিড় ধরাবে বলে ধারণা ছিল। তবে মালেশিয়ার বিপক্ষে দারুণ ক্রিকেট খেলল বাংলাদেশ দল। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি পেলেন নিগার সুলতানা জ্যোতি-মুর্শিদা খাতুনরা; এরপর ফারিহা তৃষ্ণা হ্যাটট্রিক করলেন অভিষেকেই। বড় জয়ে বাকিদের জন্য বার্তাই দিয়ে রাখলো বাংলাদেশ।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ম্যাচে মালেশিয়াকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১২৯ রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাব দিতে নেমে ৪১ রানে অলআউট হয়ে যায় মালেশিয়া।

শুরুতে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় টাইগ্রেসরা। শাশা আজমির বলে এলবিডব্লিউ হয়ে কোনো রান না করেই সাজঘরে ফেরত যান শামীমা সুলতানা। এরপর ৩৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন মুর্শিদা ও ফারজানা হক।

কিছুটা ধীরগতির ইনিংস খেলে মাহিরা ইজ্জতি ঈসমাইলের বলে আউট হন ফারজানা হক। ২০ বলে ১০ রান করে ক্যাচ আউট হন তিনি। এরপর আরও একটি বড় জুটি পায় বাংলাদেশ। ৮৭ রান তুলে ইনিংসের মূল ভিত্তি গড়ে দেন জ্যোতি ও মুর্শিদা।

অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন জ্যোতি। এর আগে ৬ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এরপরের বলেই রান আউট হয়ে যান আরেক হাফ সেঞ্চুরিয়ান মুর্শিদা। ৫৪ বলে ৫৬ রান করেন তিনি। মালেশিয়ার পক্ষে ১ উইকেট করে নেন শাশা আজমি, মাহিরাহ ইজ্জতি ঈসমাইল ও উইনিফ্রেড দুরাইসাঙ্গাম

জবাব দিতে নামা মালেশিয়া ষষ্ঠ ওভার পর্যন্ত খেলছিল ঠিকঠাকই। কিন্তু এরপরই ঝামেলা বাধান ফারিহা তৃষ্ণা। নিজের তৃতীয় ওভার করতে আসেন তিনি। দ্বিতীয় বলেই পেয়ে যান প্রথম উইকেট। উইনিফ্রেড দুরাইসাঙ্গামকে বোল্ড করেন। দ্বিতীয় বলে এলবিডব্লিউ আউট হন ম্যাশ এলাইসা।  

এরপর মাহিরাহ ইজ্জতি ঈসমাইলকে বোল্ড করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফারিহা। সতীর্থরা জড়িয়ে ধরেন তাকে। এক লাফে ফারিহার কোলে উঠেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিজের চার ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন ফারিহা।  

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েন ফারিহা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন। বিশ্ব ক্রিকেটে এর আগে অভিষেকে হ্যাটট্রিক ছিল নেপালের অঞ্জলী চাঁদের।

এই হ্যাটট্রিকের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি মালেশিয়া। কোনো ব্যাটারই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ২২ বলে ৯ রান করেন ইলশা হান্টার, সমান রান করতে ১২ বল খেলেন নূর আরিয়ান্না। বাংলাদেশের পক্ষে ২ উইকেট করে নেন ফাহিমা, সানজিদা আক্তার মেঘলা ও রুমানা আহমেদ।

অনলাইন ডেস্ক

০৬ অক্টোবর, ২০২২,  10:31 PM

news image

পাকিস্তানের বিপক্ষে হার মনোবলে চিড় ধরাবে বলে ধারণা ছিল। তবে মালেশিয়ার বিপক্ষে দারুণ ক্রিকেট খেলল বাংলাদেশ দল। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি পেলেন নিগার সুলতানা জ্যোতি-মুর্শিদা খাতুনরা; এরপর ফারিহা তৃষ্ণা হ্যাটট্রিক করলেন অভিষেকেই। বড় জয়ে বাকিদের জন্য বার্তাই দিয়ে রাখলো বাংলাদেশ।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ম্যাচে মালেশিয়াকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১২৯ রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাব দিতে নেমে ৪১ রানে অলআউট হয়ে যায় মালেশিয়া।

শুরুতে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় টাইগ্রেসরা। শাশা আজমির বলে এলবিডব্লিউ হয়ে কোনো রান না করেই সাজঘরে ফেরত যান শামীমা সুলতানা। এরপর ৩৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন মুর্শিদা ও ফারজানা হক।

কিছুটা ধীরগতির ইনিংস খেলে মাহিরা ইজ্জতি ঈসমাইলের বলে আউট হন ফারজানা হক। ২০ বলে ১০ রান করে ক্যাচ আউট হন তিনি। এরপর আরও একটি বড় জুটি পায় বাংলাদেশ। ৮৭ রান তুলে ইনিংসের মূল ভিত্তি গড়ে দেন জ্যোতি ও মুর্শিদা।

অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন জ্যোতি। এর আগে ৬ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এরপরের বলেই রান আউট হয়ে যান আরেক হাফ সেঞ্চুরিয়ান মুর্শিদা। ৫৪ বলে ৫৬ রান করেন তিনি। মালেশিয়ার পক্ষে ১ উইকেট করে নেন শাশা আজমি, মাহিরাহ ইজ্জতি ঈসমাইল ও উইনিফ্রেড দুরাইসাঙ্গাম

জবাব দিতে নামা মালেশিয়া ষষ্ঠ ওভার পর্যন্ত খেলছিল ঠিকঠাকই। কিন্তু এরপরই ঝামেলা বাধান ফারিহা তৃষ্ণা। নিজের তৃতীয় ওভার করতে আসেন তিনি। দ্বিতীয় বলেই পেয়ে যান প্রথম উইকেট। উইনিফ্রেড দুরাইসাঙ্গামকে বোল্ড করেন। দ্বিতীয় বলে এলবিডব্লিউ আউট হন ম্যাশ এলাইসা।  

এরপর মাহিরাহ ইজ্জতি ঈসমাইলকে বোল্ড করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফারিহা। সতীর্থরা জড়িয়ে ধরেন তাকে। এক লাফে ফারিহার কোলে উঠেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিজের চার ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন ফারিহা।  

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েন ফারিহা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন। বিশ্ব ক্রিকেটে এর আগে অভিষেকে হ্যাটট্রিক ছিল নেপালের অঞ্জলী চাঁদের।

এই হ্যাটট্রিকের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি মালেশিয়া। কোনো ব্যাটারই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ২২ বলে ৯ রান করেন ইলশা হান্টার, সমান রান করতে ১২ বল খেলেন নূর আরিয়ান্না। বাংলাদেশের পক্ষে ২ উইকেট করে নেন ফাহিমা, সানজিদা আক্তার মেঘলা ও রুমানা আহমেদ।