শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

রাঙ্গামাটিতে মাসব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠান শুরু

#
news image

জেলায় আজ থেকে মাসব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠান শুরু  হয়েছে।
প্রচারণা পূর্ণিমার পর মাসব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠানের অংশ হিসেবে উলুছড়ি ছাবা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টায় বিহার প্রাঙ্গনে পঞ্চশীল প্রার্থনা, বৌদ্ধ মুর্তি দান, সংঙ্গ দান, চীবর দান সহ বিভিন্ন দানের মাধ্যমে চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উলুছড়ি বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শুদ্ধালংকার মহাথের, ছাবা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভদর্শী মহাথের।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয় সন তঞ্চঙ্গ্যা, জেলা আনসারের সহকারী  কর্মকর্তা মো. আবদুল মোস্তাকিন, ছাবা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির প্রকাশনা সম্পাদক নির্মল বড়ুয়া মিলন প্রমুখ।
পরে বৌদ্ধ ধর্মীয়  ভিক্ষুসংঘকে চীবর উৎসর্গ করা হয়।
এ ছাড়া মাসব্যাপী কঠিন চিবর দান উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠিত হয়।
সাধারণত প্রবারণা পূর্ণিমার পর দিন থেকেই বৌদ্ধ ধর্মালম্বীরা বৌদ্ধ বিহারে বিহারে কঠিন চিবর দানানুষ্ঠানের আয়োজন করেন।

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২২,  9:36 PM

news image

জেলায় আজ থেকে মাসব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠান শুরু  হয়েছে।
প্রচারণা পূর্ণিমার পর মাসব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠানের অংশ হিসেবে উলুছড়ি ছাবা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টায় বিহার প্রাঙ্গনে পঞ্চশীল প্রার্থনা, বৌদ্ধ মুর্তি দান, সংঙ্গ দান, চীবর দান সহ বিভিন্ন দানের মাধ্যমে চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উলুছড়ি বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শুদ্ধালংকার মহাথের, ছাবা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভদর্শী মহাথের।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয় সন তঞ্চঙ্গ্যা, জেলা আনসারের সহকারী  কর্মকর্তা মো. আবদুল মোস্তাকিন, ছাবা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির প্রকাশনা সম্পাদক নির্মল বড়ুয়া মিলন প্রমুখ।
পরে বৌদ্ধ ধর্মীয়  ভিক্ষুসংঘকে চীবর উৎসর্গ করা হয়।
এ ছাড়া মাসব্যাপী কঠিন চিবর দান উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠিত হয়।
সাধারণত প্রবারণা পূর্ণিমার পর দিন থেকেই বৌদ্ধ ধর্মালম্বীরা বৌদ্ধ বিহারে বিহারে কঠিন চিবর দানানুষ্ঠানের আয়োজন করেন।