শিরোনামঃ
কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

কোথায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ, জানালেন সাকিব

#
news image

১০ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ৮৭, বাংলাদেশের ৯০। শেষ ১০ ওভারে নিউ জিল‌্যান্ড তোলে ১২১, বাংলাদেশ কেবল ৭০। দিন শেষে বাংলাদেশ ম‌্যাচ হেরেছে ৪৮ রানের ব‌্যবধানে। হারের কারণ ও পরাজয়ের ব‌্যবধানে একটি বিষয় স্পষ্ট, যে ছন্দে নিউ জিল‌্যান্ড এগিয়েছে, বাংলাদেশ সেখানে পিছিয়ে। পিছিয়ে থাকার কারণ নিয়মিত বিরতিতে উইকেট হারানো। 

নিউ জিল‌্যান্ডের ইনিংসে ত্রিশ রানের বেশি জুটি হয়েছে চারটি। বাংলাদেশের কেবল একটি। সেটাও সেই প্রথম ১০ ওভারেই। এরপর সব লেজেগোবরে অবস্থা। একমাত্র সাকিব আল হাসান বাদে কেউই দলের হাল ধরতে পারেননি। সৌম‌্য, সোহান, আফিফ, ইয়াসিররা ২২ গজে আসলেন আর গেলেন। ছন্দ হারিয়ে সেখানেই ম‌্যাচটা হেরে বসে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। 

ম‌্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন, ‘রান পেলে অবশ‌্যই ভালো লাগে। আমরা ভালো খেলেছি। উইকেট আগের দিনের তুলনায় আলাদা ছিল। নিউ জিল‌্যান্ড বড় সংগ্রহ পেলেও আমরা তাদের পথেই ছুটছিলাম। আমরা যদি ১৫-২০ রান বেশি করতে পারতাম, ভালো কিছু হতো। উইকেট হারানায় আমাদের ক্ষতিও হয়েছে। আমরা যদি শেষ তিনটি ম‌্যাচের দিকে তাকাই, আমরা ইনিংসের মধ‌্য ওভারগুলোতে ধারাবাহিকভাবে কয়েকটি উইকেট হারাচ্ছি। তাতে আমাদের ছন্দ চলে যাচ্ছে। আমাদের ইনিংস বড় হচ্ছে না।’ 

সাকিব ৭০ রান করেন ৪৪ বলে। এরপর বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান ২৩। লিটন ও সৌম‌্য এই রানের দুটি ইনিংস খেলেন। অথচ হ্যাগলি ওভালে এদিন খেলা হয় নতুন উইকেটে। ব্যাটিংয়ের জন্য ছিল দারুণ সহায়ক। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি বাকিরা। সাকিব আশা হারাচ্ছেন না। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিজেদের সেরা কম্বিনেশন তৈরি করে ফেলতে পারবেন বলে বিশ্বাস। 

আর বিশ্বকাপে পা রাখার আগে ত্রিদেশীয় সিরিজের শেষ ম‌্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে চান তিনি, ‘আমরা খুব বেশি দূরে নই, কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা জানি বিশ্বকাপে আমাদের কোন দলটি যাচ্ছে। আমরা বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশনটাই শুধু সাজিয়ে নিতে যাচ্ছি। আমরা আগামীকালের ম‌্যাচে জয়ের জন‌্য নামবো। এজন‌্য ম‌্যাচটা আমাদের জন‌্য গুরুত্বপূর্ণ।’ বৃহস্পতিবার একই মাঠে একই সময়ে পাকিস্তানের মুখোমুখি হবে সাকিবরা।

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২২,  10:33 PM

news image

১০ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ৮৭, বাংলাদেশের ৯০। শেষ ১০ ওভারে নিউ জিল‌্যান্ড তোলে ১২১, বাংলাদেশ কেবল ৭০। দিন শেষে বাংলাদেশ ম‌্যাচ হেরেছে ৪৮ রানের ব‌্যবধানে। হারের কারণ ও পরাজয়ের ব‌্যবধানে একটি বিষয় স্পষ্ট, যে ছন্দে নিউ জিল‌্যান্ড এগিয়েছে, বাংলাদেশ সেখানে পিছিয়ে। পিছিয়ে থাকার কারণ নিয়মিত বিরতিতে উইকেট হারানো। 

নিউ জিল‌্যান্ডের ইনিংসে ত্রিশ রানের বেশি জুটি হয়েছে চারটি। বাংলাদেশের কেবল একটি। সেটাও সেই প্রথম ১০ ওভারেই। এরপর সব লেজেগোবরে অবস্থা। একমাত্র সাকিব আল হাসান বাদে কেউই দলের হাল ধরতে পারেননি। সৌম‌্য, সোহান, আফিফ, ইয়াসিররা ২২ গজে আসলেন আর গেলেন। ছন্দ হারিয়ে সেখানেই ম‌্যাচটা হেরে বসে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। 

ম‌্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন, ‘রান পেলে অবশ‌্যই ভালো লাগে। আমরা ভালো খেলেছি। উইকেট আগের দিনের তুলনায় আলাদা ছিল। নিউ জিল‌্যান্ড বড় সংগ্রহ পেলেও আমরা তাদের পথেই ছুটছিলাম। আমরা যদি ১৫-২০ রান বেশি করতে পারতাম, ভালো কিছু হতো। উইকেট হারানায় আমাদের ক্ষতিও হয়েছে। আমরা যদি শেষ তিনটি ম‌্যাচের দিকে তাকাই, আমরা ইনিংসের মধ‌্য ওভারগুলোতে ধারাবাহিকভাবে কয়েকটি উইকেট হারাচ্ছি। তাতে আমাদের ছন্দ চলে যাচ্ছে। আমাদের ইনিংস বড় হচ্ছে না।’ 

সাকিব ৭০ রান করেন ৪৪ বলে। এরপর বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান ২৩। লিটন ও সৌম‌্য এই রানের দুটি ইনিংস খেলেন। অথচ হ্যাগলি ওভালে এদিন খেলা হয় নতুন উইকেটে। ব্যাটিংয়ের জন্য ছিল দারুণ সহায়ক। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি বাকিরা। সাকিব আশা হারাচ্ছেন না। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিজেদের সেরা কম্বিনেশন তৈরি করে ফেলতে পারবেন বলে বিশ্বাস। 

আর বিশ্বকাপে পা রাখার আগে ত্রিদেশীয় সিরিজের শেষ ম‌্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে চান তিনি, ‘আমরা খুব বেশি দূরে নই, কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা জানি বিশ্বকাপে আমাদের কোন দলটি যাচ্ছে। আমরা বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশনটাই শুধু সাজিয়ে নিতে যাচ্ছি। আমরা আগামীকালের ম‌্যাচে জয়ের জন‌্য নামবো। এজন‌্য ম‌্যাচটা আমাদের জন‌্য গুরুত্বপূর্ণ।’ বৃহস্পতিবার একই মাঠে একই সময়ে পাকিস্তানের মুখোমুখি হবে সাকিবরা।