শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

বাবর-রিজওয়ানের ‘ছাত্র’ লিটন

#
news image

টি-টোয়েন্টিতে সেরা উদ্বোধনী জুটি কোনটি? এই প্রশ্নে সবার আগে আসবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের নাম। বলা হয়ে থাকে, পাকিস্তানকে হারাতে চাও, তো এই দুজনকে ফেরাও। তাদের ব্যাটিংয়ে সাফল্যের মন্ত্র কি, তা জানার প্রবল ইচ্ছাই হয়তো ছিল লিটন দাসের। সেটা হয়তো নিজের জীবনেও কাজে লাগাতে চান।

বাংলাদেশের এই ব্যাটসম্যান তাই ক্রাইস্টচার্চে ম্যাচ শেষ হতেই ছুটলেন বাবর ও রিজওয়ানের কাছে। প্রতিপক্ষের খেলোয়াড়দের সামনে এই দুই পাকিস্তানি ওপেনারের বিনয়ী আচরণ কারও অজানা নয়। লিটনকেও তাই কিছু পরামর্শ দিতে কার্পণ্য করলেন না তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে। যেখানে বাবর ও রিজওয়ানের কথা মনোযোগ দিয়ে শুনতে দেখা গেছে লিটনকে। ভিডিওটির ক্যাপশনে লেখা- ‘শেখার কোনও শেষ নেই।’

শুরুতেই বাবর লিটনকে বলেন, ‘অন্যদের কথা যত কম শুনবে, তত ভালো। নির্ভার থাকতে পারবে। ওরা বলতেই থাকবে, ভালো করলেও। নিজের মনের কথা শোনো।’

লিটনকে উজ্জীবিত থাকার পরামর্শ দিলেন রিজওয়ান, ‘রিস্টার্ট বাটন চাপো, সব শেষ হয়ে যাবে। খেলায় ০ হবে, ১০ হবে, সেঞ্চুরিও হবে। ড্রেসিরুমে যদি নিজেকে ভিন্নভাবে তুলে ধরতে পারো, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। তখন সেখানে সাকিবের মতো মানসিকভাবে শক্ত অনেককে দেখা যাবে।’

এই বছর দারুণ ফর্মে রিজওয়ান। কিন্তু খারাপ সময় তারও আসে। তখন কীভাবে পরিস্থিতি মোকাবিলা করেন জানতে চান লিটন, জবাব দেন রিজওয়ান, ‘একটা কথা মনে রেখো, আমার জীবনে এমন ১০টা ইনিংস খেলতে পারি, যেখানে খুব খারাপ হয়। আবার ১০ ইনিংস এমন হবে যে ১২ বলে ২০ রান করে ফেলতে পারবো। কিন্তু বড় খেলোয়াড়রা ভাবে যে ১০ ইনিংসে চারটি ফ্লপ হবে, বাকিগুলো ভালো খেলবো।’

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  11:32 PM

news image

টি-টোয়েন্টিতে সেরা উদ্বোধনী জুটি কোনটি? এই প্রশ্নে সবার আগে আসবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের নাম। বলা হয়ে থাকে, পাকিস্তানকে হারাতে চাও, তো এই দুজনকে ফেরাও। তাদের ব্যাটিংয়ে সাফল্যের মন্ত্র কি, তা জানার প্রবল ইচ্ছাই হয়তো ছিল লিটন দাসের। সেটা হয়তো নিজের জীবনেও কাজে লাগাতে চান।

বাংলাদেশের এই ব্যাটসম্যান তাই ক্রাইস্টচার্চে ম্যাচ শেষ হতেই ছুটলেন বাবর ও রিজওয়ানের কাছে। প্রতিপক্ষের খেলোয়াড়দের সামনে এই দুই পাকিস্তানি ওপেনারের বিনয়ী আচরণ কারও অজানা নয়। লিটনকেও তাই কিছু পরামর্শ দিতে কার্পণ্য করলেন না তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে। যেখানে বাবর ও রিজওয়ানের কথা মনোযোগ দিয়ে শুনতে দেখা গেছে লিটনকে। ভিডিওটির ক্যাপশনে লেখা- ‘শেখার কোনও শেষ নেই।’

শুরুতেই বাবর লিটনকে বলেন, ‘অন্যদের কথা যত কম শুনবে, তত ভালো। নির্ভার থাকতে পারবে। ওরা বলতেই থাকবে, ভালো করলেও। নিজের মনের কথা শোনো।’

লিটনকে উজ্জীবিত থাকার পরামর্শ দিলেন রিজওয়ান, ‘রিস্টার্ট বাটন চাপো, সব শেষ হয়ে যাবে। খেলায় ০ হবে, ১০ হবে, সেঞ্চুরিও হবে। ড্রেসিরুমে যদি নিজেকে ভিন্নভাবে তুলে ধরতে পারো, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। তখন সেখানে সাকিবের মতো মানসিকভাবে শক্ত অনেককে দেখা যাবে।’

এই বছর দারুণ ফর্মে রিজওয়ান। কিন্তু খারাপ সময় তারও আসে। তখন কীভাবে পরিস্থিতি মোকাবিলা করেন জানতে চান লিটন, জবাব দেন রিজওয়ান, ‘একটা কথা মনে রেখো, আমার জীবনে এমন ১০টা ইনিংস খেলতে পারি, যেখানে খুব খারাপ হয়। আবার ১০ ইনিংস এমন হবে যে ১২ বলে ২০ রান করে ফেলতে পারবো। কিন্তু বড় খেলোয়াড়রা ভাবে যে ১০ ইনিংসে চারটি ফ্লপ হবে, বাকিগুলো ভালো খেলবো।’