শিরোনামঃ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত কাপাসিয়ায় সাব-রেজিস্ট্রার অনুপস্থিত, ভোগান্তিতে শত শত সেবাগ্রহীতা

বগুড়ায় যমুনার পানি বেড়ে সারিয়াকান্দির নিম্নাঞ্চল প্লাবিত

#
news image

জেলায় যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সারিয়াকান্দির চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় ১১১ হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে। যমুনার পানি বৃদ্ধি পেলেও এখন বিপসীমা অতিক্রম করতে করেনি। পানি উন্নয়ন বোর্ডের  উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহমান আসপিয়া জানান, উজান থেকে আসা পানি ব্রহ্মপুত্র নদী দিয়ে এসে যমুনায় পড়েছে।  তিনি জানান এ মুহুর্তে বন্যার আশংকা নেই। পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম জানিয়েছে ,যমুনা নদীর পানি সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমা ১৬দশমিক ৭০ সেন্টিমিটার। মঙ্গলবার সকাল ৯ টায় ৯ মিটার নীচ দিয়ে প্রাবাহিত হয়ে এখন  পানি ১৬ দশমিক ১০ সেন্টিমিটারে।আকশ্মিক এ পানি  বৃদ্ধির ফলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে স্থানীয় জাতের আমন গ্ইাঞ্জা ধান, মাসকলাই, বোনা মরিচ, ও ভুট্টা ক্ষতিগস্ত হয়েছে। সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার  আব্দুল হালিম জানান উপজেলার  কুতুবপুর, চন্দনবাইসা, কামালপুর, কর্ণিবাড়ি কাজলার বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় ১১১ হেক্টর জামির ফসল পানিতে ডুবে গেছে। নিম্নাঞ্চলের ১০০ হেক্টর আমন(স্থানীয় জাতের ) ধান, ৮ হেক্টর মাসকালই, ২ হেক্টর বোনা মরিচ, ১ হেক্টর ভূট্টার ক্ষতি হয়েছে। তবে ইতোমধ্যে  পানি নামতে শুরু করেছে। চরাঞ্চলের পানি দ্রুত নেমে গেলে ক্ষতির আশংকা থাকবে না। 

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২,  10:18 PM

news image

জেলায় যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সারিয়াকান্দির চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় ১১১ হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে। যমুনার পানি বৃদ্ধি পেলেও এখন বিপসীমা অতিক্রম করতে করেনি। পানি উন্নয়ন বোর্ডের  উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহমান আসপিয়া জানান, উজান থেকে আসা পানি ব্রহ্মপুত্র নদী দিয়ে এসে যমুনায় পড়েছে।  তিনি জানান এ মুহুর্তে বন্যার আশংকা নেই। পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম জানিয়েছে ,যমুনা নদীর পানি সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমা ১৬দশমিক ৭০ সেন্টিমিটার। মঙ্গলবার সকাল ৯ টায় ৯ মিটার নীচ দিয়ে প্রাবাহিত হয়ে এখন  পানি ১৬ দশমিক ১০ সেন্টিমিটারে।আকশ্মিক এ পানি  বৃদ্ধির ফলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে স্থানীয় জাতের আমন গ্ইাঞ্জা ধান, মাসকলাই, বোনা মরিচ, ও ভুট্টা ক্ষতিগস্ত হয়েছে। সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার  আব্দুল হালিম জানান উপজেলার  কুতুবপুর, চন্দনবাইসা, কামালপুর, কর্ণিবাড়ি কাজলার বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় ১১১ হেক্টর জামির ফসল পানিতে ডুবে গেছে। নিম্নাঞ্চলের ১০০ হেক্টর আমন(স্থানীয় জাতের ) ধান, ৮ হেক্টর মাসকালই, ২ হেক্টর বোনা মরিচ, ১ হেক্টর ভূট্টার ক্ষতি হয়েছে। তবে ইতোমধ্যে  পানি নামতে শুরু করেছে। চরাঞ্চলের পানি দ্রুত নেমে গেলে ক্ষতির আশংকা থাকবে না।