শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

তেল পরিবহনে জাহাজ ভাড়া বাড়লো

#
news image

তেল পরিবহনে জাহাজ ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে জাহাজ ভাড়া বৃদ্ধি করা হয়। বিপিসি চেয়ারম্যান এবিএম আবুল কালাম আজাদ বলেন, এটি একটি রুটিন ওয়ার্ক। জ্বালানি তেলের দাম বাড়লে বা কমলে আমরা নিয়মিত এই কাজ করে থাকি। ট্যাংকার মালিকদের সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো ঝামেলা না হয় এজন্য এবার একটি স্থায়ী ফরমুলা করা হয়েছে। এখন থেকে আর এই সমস্যা হবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধি হলে ১ টাকা হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে জাহাজের ভাড়া প্রতি টাকায় কোস্টাল ট্যাংকারের ক্ষেত্রে প্রতিটন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৩ টাকা এবং বে-ক্রসিং শ্যালো ড্রাফট অথবা শ্যালো ড্রাফট ট্যাংকারের ক্ষেত্রে প্রতিটন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৯ টাকা হ্রাস বা বৃদ্ধি পাবে। অয়েল ট্যাংকারের পরিবহণ ভাড়া (প্রতি বছর প্রতিটন প্রতি নটিক্যাল মাইল দশমিক শূন্য ৯ টাকা হারে) ত্রি-বার্ষিক ভিত্তিতে (৩x০.০৯)=০.২৭ টাকা বৃদ্ধি পাবে। জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সময় থেকে উপর্যুক্ত ফর্মুলা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। পদ্মা, মেঘনা এবং যমুনার জ্বালানি তেল পরিবহণ করা সব কোস্টাল ট্যাংকার, বে-ক্রসিং শ্যালো ড্রাফট, শ্যালো ড্রাফট ট্যাংকারের জন্য এই ভাড়া প্রযোজ্য হবে।

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  10:08 PM

news image

তেল পরিবহনে জাহাজ ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে জাহাজ ভাড়া বৃদ্ধি করা হয়। বিপিসি চেয়ারম্যান এবিএম আবুল কালাম আজাদ বলেন, এটি একটি রুটিন ওয়ার্ক। জ্বালানি তেলের দাম বাড়লে বা কমলে আমরা নিয়মিত এই কাজ করে থাকি। ট্যাংকার মালিকদের সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো ঝামেলা না হয় এজন্য এবার একটি স্থায়ী ফরমুলা করা হয়েছে। এখন থেকে আর এই সমস্যা হবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধি হলে ১ টাকা হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে জাহাজের ভাড়া প্রতি টাকায় কোস্টাল ট্যাংকারের ক্ষেত্রে প্রতিটন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৩ টাকা এবং বে-ক্রসিং শ্যালো ড্রাফট অথবা শ্যালো ড্রাফট ট্যাংকারের ক্ষেত্রে প্রতিটন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৯ টাকা হ্রাস বা বৃদ্ধি পাবে। অয়েল ট্যাংকারের পরিবহণ ভাড়া (প্রতি বছর প্রতিটন প্রতি নটিক্যাল মাইল দশমিক শূন্য ৯ টাকা হারে) ত্রি-বার্ষিক ভিত্তিতে (৩x০.০৯)=০.২৭ টাকা বৃদ্ধি পাবে। জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সময় থেকে উপর্যুক্ত ফর্মুলা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। পদ্মা, মেঘনা এবং যমুনার জ্বালানি তেল পরিবহণ করা সব কোস্টাল ট্যাংকার, বে-ক্রসিং শ্যালো ড্রাফট, শ্যালো ড্রাফট ট্যাংকারের জন্য এই ভাড়া প্রযোজ্য হবে।