শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

বৃষ্টি উপভোগ করেন সাফা কবির

#
news image

বর্ষায় বিমোহিত হন সাফা কবির। বর্ষা অনেক পছন্দের। বাইরে বৃষ্টি হলে সে অনুভূতি হৃদয়ে নাড়া দিয়ে যায়, চুপচাপ শুনে যান বৃষ্টি পতনের মধুর ছন্দ। বৃষ্টি নিয়ে এক ঘোরলাগা একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। সেখানেই জানালেন নিজের বৃষ্টি প্রীতির কথা। গত সোমবার ‘সিত্রাং’ এর প্রভাবে দিনভর বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে অনেকেই ক্লান্ত সময় কাটিয়েছেন। কেউবা উপভোগও করেছেন দিনটিকে। যদিওবা দিন শেষে রাতের দিকে বাতাসের সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠেছিল বৃষ্টি। তবে সারাটা দিন ছিল শুয়ে বসে কাটানোর দিন। এই দিনে বৃষ্টির শব্দ শুনে কাটিয়েছেন অভিনেত্রী সাফা কবির, অন্তত সাফা'র ফেসবুক পোস্ট তাই বলছে। সবুজ ছাপের পাড় দেওয়া শুভ্র শাড়ির সঙ্গে, সবুজ ছাপের ব্লাউজ পরিহিত সাফাকে চিরপরিচিত সাফা কবির মনেই হচ্ছিল না। বৃষ্টির আবেশে জানালায় বাড়িয়ে দিয়েছিলেন হৃদয়। ছবির অভিব্যক্তি বলছিল সেটাই। সাফা কবিরের ক্যাপশনও তাই-বলছে। লিখেছেন, ‘যখন বাইরে ভারি বর্ষণ হয় তখনই আমি সবচেয়ে ভালো অনুভব করি। টুপ টুপ করে পড়া বৃষ্টির ফোঁটার শব্দ শুনি... ’ অবশ্য পোস্ট করা ছবিগুলো গতকালের নয়, তুলেছিলেন বিশেষ ফটোগ্রাফির জন্য। কিন্তু অনায়াসে অনুভূতির সঙ্গে ছবিগুলোকে জড়িয়ে দিয়েছেন, আর মানিয়েও গেছে ঠিকঠাক- নেটিজেনরা বলছেন এমনটাই।

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২,  10:44 PM

news image

বর্ষায় বিমোহিত হন সাফা কবির। বর্ষা অনেক পছন্দের। বাইরে বৃষ্টি হলে সে অনুভূতি হৃদয়ে নাড়া দিয়ে যায়, চুপচাপ শুনে যান বৃষ্টি পতনের মধুর ছন্দ। বৃষ্টি নিয়ে এক ঘোরলাগা একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। সেখানেই জানালেন নিজের বৃষ্টি প্রীতির কথা। গত সোমবার ‘সিত্রাং’ এর প্রভাবে দিনভর বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে অনেকেই ক্লান্ত সময় কাটিয়েছেন। কেউবা উপভোগও করেছেন দিনটিকে। যদিওবা দিন শেষে রাতের দিকে বাতাসের সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠেছিল বৃষ্টি। তবে সারাটা দিন ছিল শুয়ে বসে কাটানোর দিন। এই দিনে বৃষ্টির শব্দ শুনে কাটিয়েছেন অভিনেত্রী সাফা কবির, অন্তত সাফা'র ফেসবুক পোস্ট তাই বলছে। সবুজ ছাপের পাড় দেওয়া শুভ্র শাড়ির সঙ্গে, সবুজ ছাপের ব্লাউজ পরিহিত সাফাকে চিরপরিচিত সাফা কবির মনেই হচ্ছিল না। বৃষ্টির আবেশে জানালায় বাড়িয়ে দিয়েছিলেন হৃদয়। ছবির অভিব্যক্তি বলছিল সেটাই। সাফা কবিরের ক্যাপশনও তাই-বলছে। লিখেছেন, ‘যখন বাইরে ভারি বর্ষণ হয় তখনই আমি সবচেয়ে ভালো অনুভব করি। টুপ টুপ করে পড়া বৃষ্টির ফোঁটার শব্দ শুনি... ’ অবশ্য পোস্ট করা ছবিগুলো গতকালের নয়, তুলেছিলেন বিশেষ ফটোগ্রাফির জন্য। কিন্তু অনায়াসে অনুভূতির সঙ্গে ছবিগুলোকে জড়িয়ে দিয়েছেন, আর মানিয়েও গেছে ঠিকঠাক- নেটিজেনরা বলছেন এমনটাই।