শিরোনামঃ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত কাপাসিয়ায় সাব-রেজিস্ট্রার অনুপস্থিত, ভোগান্তিতে শত শত সেবাগ্রহীতা

বৃষ্টি উপভোগ করেন সাফা কবির

#
news image

বর্ষায় বিমোহিত হন সাফা কবির। বর্ষা অনেক পছন্দের। বাইরে বৃষ্টি হলে সে অনুভূতি হৃদয়ে নাড়া দিয়ে যায়, চুপচাপ শুনে যান বৃষ্টি পতনের মধুর ছন্দ। বৃষ্টি নিয়ে এক ঘোরলাগা একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। সেখানেই জানালেন নিজের বৃষ্টি প্রীতির কথা। গত সোমবার ‘সিত্রাং’ এর প্রভাবে দিনভর বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে অনেকেই ক্লান্ত সময় কাটিয়েছেন। কেউবা উপভোগও করেছেন দিনটিকে। যদিওবা দিন শেষে রাতের দিকে বাতাসের সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠেছিল বৃষ্টি। তবে সারাটা দিন ছিল শুয়ে বসে কাটানোর দিন। এই দিনে বৃষ্টির শব্দ শুনে কাটিয়েছেন অভিনেত্রী সাফা কবির, অন্তত সাফা'র ফেসবুক পোস্ট তাই বলছে। সবুজ ছাপের পাড় দেওয়া শুভ্র শাড়ির সঙ্গে, সবুজ ছাপের ব্লাউজ পরিহিত সাফাকে চিরপরিচিত সাফা কবির মনেই হচ্ছিল না। বৃষ্টির আবেশে জানালায় বাড়িয়ে দিয়েছিলেন হৃদয়। ছবির অভিব্যক্তি বলছিল সেটাই। সাফা কবিরের ক্যাপশনও তাই-বলছে। লিখেছেন, ‘যখন বাইরে ভারি বর্ষণ হয় তখনই আমি সবচেয়ে ভালো অনুভব করি। টুপ টুপ করে পড়া বৃষ্টির ফোঁটার শব্দ শুনি... ’ অবশ্য পোস্ট করা ছবিগুলো গতকালের নয়, তুলেছিলেন বিশেষ ফটোগ্রাফির জন্য। কিন্তু অনায়াসে অনুভূতির সঙ্গে ছবিগুলোকে জড়িয়ে দিয়েছেন, আর মানিয়েও গেছে ঠিকঠাক- নেটিজেনরা বলছেন এমনটাই।

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২,  10:44 PM

news image

বর্ষায় বিমোহিত হন সাফা কবির। বর্ষা অনেক পছন্দের। বাইরে বৃষ্টি হলে সে অনুভূতি হৃদয়ে নাড়া দিয়ে যায়, চুপচাপ শুনে যান বৃষ্টি পতনের মধুর ছন্দ। বৃষ্টি নিয়ে এক ঘোরলাগা একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। সেখানেই জানালেন নিজের বৃষ্টি প্রীতির কথা। গত সোমবার ‘সিত্রাং’ এর প্রভাবে দিনভর বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে অনেকেই ক্লান্ত সময় কাটিয়েছেন। কেউবা উপভোগও করেছেন দিনটিকে। যদিওবা দিন শেষে রাতের দিকে বাতাসের সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠেছিল বৃষ্টি। তবে সারাটা দিন ছিল শুয়ে বসে কাটানোর দিন। এই দিনে বৃষ্টির শব্দ শুনে কাটিয়েছেন অভিনেত্রী সাফা কবির, অন্তত সাফা'র ফেসবুক পোস্ট তাই বলছে। সবুজ ছাপের পাড় দেওয়া শুভ্র শাড়ির সঙ্গে, সবুজ ছাপের ব্লাউজ পরিহিত সাফাকে চিরপরিচিত সাফা কবির মনেই হচ্ছিল না। বৃষ্টির আবেশে জানালায় বাড়িয়ে দিয়েছিলেন হৃদয়। ছবির অভিব্যক্তি বলছিল সেটাই। সাফা কবিরের ক্যাপশনও তাই-বলছে। লিখেছেন, ‘যখন বাইরে ভারি বর্ষণ হয় তখনই আমি সবচেয়ে ভালো অনুভব করি। টুপ টুপ করে পড়া বৃষ্টির ফোঁটার শব্দ শুনি... ’ অবশ্য পোস্ট করা ছবিগুলো গতকালের নয়, তুলেছিলেন বিশেষ ফটোগ্রাফির জন্য। কিন্তু অনায়াসে অনুভূতির সঙ্গে ছবিগুলোকে জড়িয়ে দিয়েছেন, আর মানিয়েও গেছে ঠিকঠাক- নেটিজেনরা বলছেন এমনটাই।