শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

রেসলিংয়ে যোগ দিলেন ‘রক’ কন্যা

#
news image

বাবা ছিলেন বিখ্যাত রেসলার। ‘দ্য রক’ নামেই বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি হলিউডে রাজত্ব করছেন। এবার বাবার পথেই পা বাড়ালেন কন্যা। পরিবারের ঐতিহ্য অনুসরণ করে রেসলিংয়ে যোগ দিলেন ডোয়াইন জনসনের কন্যা সিমোন জনসন। মঙ্গলবার রাতে ‘ডাব্লিউডাব্লিউই’তে আত্মপ্রকাশের মাধ্যমে রেসলিং দর্শকদের অবাক করে দিয়েছেন তিনি। জো গ্যাসির দল 'দ্য শিজম'-এর শেষ সদস্য হিসেবে ‘আভা রেইন’ নামে আত্মপ্রকাশ করেন সিমোন। সিমোনের আগে রিপ ফাউলার এবং জ্যাগার রিডসহ অন্য সদস্যরা গ্রুপের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছেন। দলের সদস্য হিসেবে পরিচিতি প্রকাশের পর সিমোন বলেছেন, ‘শিজম আমাকে যে ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা দিয়েছে, তা অতুলনীয়। এই পরিবারটি আমাকে সম্পূর্ণ করেছে। আমি এখন আভা রেইন। ’আভার আসল নাম সিমোন জনসন। তিনি দ্য রক এবং তাঁর প্রথম স্ত্রী ড্যানি গার্সিয়ার কন্যা। সিমোন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেভিতে জন্মগ্রহণ করেছেন। বাবা ডোয়াইন জনসন, দাদা রকি জনসন এবং প্রপিতামহ পিটার মালভিয়ার পারিবারিক উত্তরাধিকারী হিসেবে এবার খেলার ইতিহাসে চতুর্থ প্রজন্মের কুস্তিগীর হিসেবে প্রবেশ করলেন সিমোন। এটি এক আশ্চর্যজেনক রেকর্ড! টুইটারে সিমোন তাঁর শিকড়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, ‘৪ শিকড় ১ গাছ। ’ নিজের ‘ডাব্লিউডাব্লিউই’ টিভি আত্মপ্রকাশের আগে থেকেই অরল্যান্ডোর ‘ডাব্লিউডাব্লিউই’ পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছেন আভা, যেখানে জন সিনা এবং বেলা টুইনসের মতো পেশাদাররা প্রশিক্ষণ নিয়েছিলেন।

প্রভাতী খবর ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  10:49 PM

news image

বাবা ছিলেন বিখ্যাত রেসলার। ‘দ্য রক’ নামেই বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি হলিউডে রাজত্ব করছেন। এবার বাবার পথেই পা বাড়ালেন কন্যা। পরিবারের ঐতিহ্য অনুসরণ করে রেসলিংয়ে যোগ দিলেন ডোয়াইন জনসনের কন্যা সিমোন জনসন। মঙ্গলবার রাতে ‘ডাব্লিউডাব্লিউই’তে আত্মপ্রকাশের মাধ্যমে রেসলিং দর্শকদের অবাক করে দিয়েছেন তিনি। জো গ্যাসির দল 'দ্য শিজম'-এর শেষ সদস্য হিসেবে ‘আভা রেইন’ নামে আত্মপ্রকাশ করেন সিমোন। সিমোনের আগে রিপ ফাউলার এবং জ্যাগার রিডসহ অন্য সদস্যরা গ্রুপের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছেন। দলের সদস্য হিসেবে পরিচিতি প্রকাশের পর সিমোন বলেছেন, ‘শিজম আমাকে যে ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা দিয়েছে, তা অতুলনীয়। এই পরিবারটি আমাকে সম্পূর্ণ করেছে। আমি এখন আভা রেইন। ’আভার আসল নাম সিমোন জনসন। তিনি দ্য রক এবং তাঁর প্রথম স্ত্রী ড্যানি গার্সিয়ার কন্যা। সিমোন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেভিতে জন্মগ্রহণ করেছেন। বাবা ডোয়াইন জনসন, দাদা রকি জনসন এবং প্রপিতামহ পিটার মালভিয়ার পারিবারিক উত্তরাধিকারী হিসেবে এবার খেলার ইতিহাসে চতুর্থ প্রজন্মের কুস্তিগীর হিসেবে প্রবেশ করলেন সিমোন। এটি এক আশ্চর্যজেনক রেকর্ড! টুইটারে সিমোন তাঁর শিকড়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, ‘৪ শিকড় ১ গাছ। ’ নিজের ‘ডাব্লিউডাব্লিউই’ টিভি আত্মপ্রকাশের আগে থেকেই অরল্যান্ডোর ‘ডাব্লিউডাব্লিউই’ পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছেন আভা, যেখানে জন সিনা এবং বেলা টুইনসের মতো পেশাদাররা প্রশিক্ষণ নিয়েছিলেন।