শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

রুদ্ধশ্বাস অভিযানে ৯ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রমিক

#
news image

দক্ষিণ কোরিয়ার একটি জিংক খনিতে আটকা পড়া দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। টানা ৯ দিনের রুদ্ধশ্বাস অভিযানে তাদের উদ্ধার করা হয়। খনিতে ধসের ঘটনা ঘটার পর সেখানে আটকা পড়েন তারা। এতদিন পর দুই শ্রমিকের বেঁচে আসাকে ‘অলৌকিক’ ঘটনা বলছেন উদ্ধারকারীরা। 

গত ২৬ অক্টোবর দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় বোংগওয়ায় ওই জিংক খনিতে দুর্ঘটনা ঘটে। ওই সময় সেখান কাজ করা দুই শ্রমিক মাটির ৬২০ ফুট গভীরে আটকে যান। টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনার ৯ দিন পর শুক্রবার উদ্ধারকারীদের সহায়তায় খনি থেকে বের হয়ে আসছেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, ৬২ ও ৫৬ বছর বয়সী ওই দুই শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

আটকে পড়ার পর নিজেদের উষ্ণ রাখতে ওই দুই শ্রমিক খনির একটি টানেলে প্লাস্টিক দিয়ে তাঁবু তৈরি ও আগুন জ্বালিয়েছিলেন। উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া ফায়ার বিভাগের অফিসার লিম ইয়ুন-সুক বলেছেন, ‘তাদের কাছে কফি পাউডার মিক্স ছিল। আমাকে বলা হয়েছে তারা এগুলো আহার হিসেবে খেয়েছেন। তাছাড়া খনির ভেতরে যে পানি গিয়েছিল সেগুলো তারা পান করে বেঁচে ছিলেন।’

ওই দুই শ্রমিককে যখন বের করে নিয়ে আসা হয় তখনও তাদের পরিবারের সদস্যরা বিশ্বাস করতে পারেননি তারা জীবিত বের হয়ে এসেছেন। এদিকে দক্ষিণ কোরিয়ায় এমন সময় খনিতে আটকে পড়া দুইজন শ্রমিককে উদ্ধার করা হলো যখন দেশটি পদদলনে নিহত ব্যক্তিদের স্মরণে শোক পালন করছে।

অনলাইন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  10:23 PM

news image

দক্ষিণ কোরিয়ার একটি জিংক খনিতে আটকা পড়া দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। টানা ৯ দিনের রুদ্ধশ্বাস অভিযানে তাদের উদ্ধার করা হয়। খনিতে ধসের ঘটনা ঘটার পর সেখানে আটকা পড়েন তারা। এতদিন পর দুই শ্রমিকের বেঁচে আসাকে ‘অলৌকিক’ ঘটনা বলছেন উদ্ধারকারীরা। 

গত ২৬ অক্টোবর দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় বোংগওয়ায় ওই জিংক খনিতে দুর্ঘটনা ঘটে। ওই সময় সেখান কাজ করা দুই শ্রমিক মাটির ৬২০ ফুট গভীরে আটকে যান। টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনার ৯ দিন পর শুক্রবার উদ্ধারকারীদের সহায়তায় খনি থেকে বের হয়ে আসছেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, ৬২ ও ৫৬ বছর বয়সী ওই দুই শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

আটকে পড়ার পর নিজেদের উষ্ণ রাখতে ওই দুই শ্রমিক খনির একটি টানেলে প্লাস্টিক দিয়ে তাঁবু তৈরি ও আগুন জ্বালিয়েছিলেন। উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া ফায়ার বিভাগের অফিসার লিম ইয়ুন-সুক বলেছেন, ‘তাদের কাছে কফি পাউডার মিক্স ছিল। আমাকে বলা হয়েছে তারা এগুলো আহার হিসেবে খেয়েছেন। তাছাড়া খনির ভেতরে যে পানি গিয়েছিল সেগুলো তারা পান করে বেঁচে ছিলেন।’

ওই দুই শ্রমিককে যখন বের করে নিয়ে আসা হয় তখনও তাদের পরিবারের সদস্যরা বিশ্বাস করতে পারেননি তারা জীবিত বের হয়ে এসেছেন। এদিকে দক্ষিণ কোরিয়ায় এমন সময় খনিতে আটকে পড়া দুইজন শ্রমিককে উদ্ধার করা হলো যখন দেশটি পদদলনে নিহত ব্যক্তিদের স্মরণে শোক পালন করছে।