শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন ট্রাম্প

#
news image

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জোরাল ইঙ্গিত দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।বিবিসি জানায়, এই প্রচারে নেমেই আইওয়ার একটি সমাবেশে ট্রাম্প বলেছেন, তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘খুব, খুব, খুব সম্ভবত’ আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, ১৪ নভেম্বরেই হয়ত তিনি এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়ে ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে আইওয়ার সমাবেশে ট্রাম্প আবারও ২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির কারণে তাকে হারতে হয়েছে বলে ভিত্তিহীন দাবি করেছেন। তিনি বলেন, “আমি দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেছি, দুইবার জিতেছি। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার আমি অনেক বেশি ভাল করেছি। ২০১৬ সালের নির্বাচনে যত ভোট পেয়েছি, তার চেয়ে ২০২০ সালের নির্বাচনে লাখ, লাখ ভোট বেশি পেয়েছি।”

“এখন পর্যন্ত দেশের ইতিহাসে যে কয়জন প্রেসিডেন্ট থাকা অবস্থায় নির্বাচিত হয়েছেন, তাদের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছি। আর এখন আমাদের দেশকে সফল, নিরাপদ এবং গৌরবজ্জল করতে আমি খুব, খুব, খুব সম্ভবত আবারও প্রতিদ্বন্দ্বিতা করব।” উচ্ছ্বসিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, “খুব শিগগিরই। প্রস্তুত হয়ে যান।” ২০২০ সালে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে লড়াই করে ট্রাম্প পেয়েছিলেন ৭ কোটি ২০ লাখ ভোট, যা একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসাবে পাওয়া এ যাবৎকালের বেশি ভোট। কিন্তু তারপরও বাইডেনের কাছে তিনি হেরেছিলেন। কারণ, ওই নির্বাচনে বাইডেন পেয়েছিলেন ৮ কোটি ১০ লাখ ভোট।

অনলাইন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  10:29 PM

news image

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জোরাল ইঙ্গিত দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।বিবিসি জানায়, এই প্রচারে নেমেই আইওয়ার একটি সমাবেশে ট্রাম্প বলেছেন, তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘খুব, খুব, খুব সম্ভবত’ আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, ১৪ নভেম্বরেই হয়ত তিনি এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়ে ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে আইওয়ার সমাবেশে ট্রাম্প আবারও ২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির কারণে তাকে হারতে হয়েছে বলে ভিত্তিহীন দাবি করেছেন। তিনি বলেন, “আমি দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেছি, দুইবার জিতেছি। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার আমি অনেক বেশি ভাল করেছি। ২০১৬ সালের নির্বাচনে যত ভোট পেয়েছি, তার চেয়ে ২০২০ সালের নির্বাচনে লাখ, লাখ ভোট বেশি পেয়েছি।”

“এখন পর্যন্ত দেশের ইতিহাসে যে কয়জন প্রেসিডেন্ট থাকা অবস্থায় নির্বাচিত হয়েছেন, তাদের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছি। আর এখন আমাদের দেশকে সফল, নিরাপদ এবং গৌরবজ্জল করতে আমি খুব, খুব, খুব সম্ভবত আবারও প্রতিদ্বন্দ্বিতা করব।” উচ্ছ্বসিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, “খুব শিগগিরই। প্রস্তুত হয়ে যান।” ২০২০ সালে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে লড়াই করে ট্রাম্প পেয়েছিলেন ৭ কোটি ২০ লাখ ভোট, যা একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসাবে পাওয়া এ যাবৎকালের বেশি ভোট। কিন্তু তারপরও বাইডেনের কাছে তিনি হেরেছিলেন। কারণ, ওই নির্বাচনে বাইডেন পেয়েছিলেন ৮ কোটি ১০ লাখ ভোট।