শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

বগুড়ায় ৩ কোটি টাকার কৃষি প্রণোদনা পাবেন ৪৬ হাজার কৃষক

#
news image

জেলায় ৭ টি ফসলের জন্য কৃষি বিভাগ  এবার সাড়ে ৩ কোটি টাকার বেশি প্রণোদনা দিচ্ছে। ৪৬ হাজার ২৩০ জন কৃষকের মধ্যে প্রণোদনা হিসবে সার ও বীজ  বিতরণ করা হবে। এ  অর্থ ইতমধ্যে সংশ্লিষ্ট বিএডিসির হাতে এসেছে। এ অর্থের  প্রণোদনার উপকরণ ক্রয় করে  বিএডিসি‘র মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে এমনটি জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক।

ওই কৃষি কর্মকর্তা আরো  জানান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পোঁয়াজ, মুগডাল,মশুরডাল উৎপাদনের জন্য প্রণোদনা দেয়া হবে। গমে ১০ হাজার বিঘা জমির জন্য পাবে (প্রতি বিঘাতে) কৃষক পবে ২০ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ভুট্টা চাষে ৪৫০০ বিঘার বা সমপরিমান জমির জন্য জনপ্রতি ২ কেজি করে বীজ ,  ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, সরিষায় ৩০ হাজার ৫০০ বিঘার বা সমপরিমান কৃষককের জন্য ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবে।

১২০ বিঘা বা সমপরিমান জমির জন্য সূর্যমুখী চাষে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি দেয়া হবে। ৪১০ বিঘা শীতকালীন পোঁয়াজের জন ৪১০ জন কৃষককে দেয়া হবে জনপ্রতি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি। ৫০০ বিঘা মুগডাল চাষের  জন্য জন প্রতি ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়াহবে। ২০০ বিঘা মশুর ডালের জন্য জনপ্রতি দেয়া হবে  ৫ কেজি করে বীজ ও  ১০ কেজি করে  ডিএপি  ও ৫ কেজি এমওপি  সার দেয়া হবে। এ প্রণোদনার উপকরণ  বীজ ও সার অবিলম্বে বিএডিসির মাধ্যমে  বিতরণ করা হবে বলে জানান,জেলা কৃষি কর্মকর্তারা। এ উপকরণের জন্য  ব্যয় হবে  ৩ কোটি ৫৯ লাখ  ৯৩ হাজার ১০০ টাকা।

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২২,  12:08 AM

news image

জেলায় ৭ টি ফসলের জন্য কৃষি বিভাগ  এবার সাড়ে ৩ কোটি টাকার বেশি প্রণোদনা দিচ্ছে। ৪৬ হাজার ২৩০ জন কৃষকের মধ্যে প্রণোদনা হিসবে সার ও বীজ  বিতরণ করা হবে। এ  অর্থ ইতমধ্যে সংশ্লিষ্ট বিএডিসির হাতে এসেছে। এ অর্থের  প্রণোদনার উপকরণ ক্রয় করে  বিএডিসি‘র মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে এমনটি জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক।

ওই কৃষি কর্মকর্তা আরো  জানান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পোঁয়াজ, মুগডাল,মশুরডাল উৎপাদনের জন্য প্রণোদনা দেয়া হবে। গমে ১০ হাজার বিঘা জমির জন্য পাবে (প্রতি বিঘাতে) কৃষক পবে ২০ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ভুট্টা চাষে ৪৫০০ বিঘার বা সমপরিমান জমির জন্য জনপ্রতি ২ কেজি করে বীজ ,  ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, সরিষায় ৩০ হাজার ৫০০ বিঘার বা সমপরিমান কৃষককের জন্য ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবে।

১২০ বিঘা বা সমপরিমান জমির জন্য সূর্যমুখী চাষে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি দেয়া হবে। ৪১০ বিঘা শীতকালীন পোঁয়াজের জন ৪১০ জন কৃষককে দেয়া হবে জনপ্রতি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি। ৫০০ বিঘা মুগডাল চাষের  জন্য জন প্রতি ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়াহবে। ২০০ বিঘা মশুর ডালের জন্য জনপ্রতি দেয়া হবে  ৫ কেজি করে বীজ ও  ১০ কেজি করে  ডিএপি  ও ৫ কেজি এমওপি  সার দেয়া হবে। এ প্রণোদনার উপকরণ  বীজ ও সার অবিলম্বে বিএডিসির মাধ্যমে  বিতরণ করা হবে বলে জানান,জেলা কৃষি কর্মকর্তারা। এ উপকরণের জন্য  ব্যয় হবে  ৩ কোটি ৫৯ লাখ  ৯৩ হাজার ১০০ টাকা।