শিরোনামঃ
কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সিনেমায় সামিরা খান মাহির না

#
news image

ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। তাকে নিয়ে কান কথা ভেসে আসছে বিভিন্ন মাধ্যমে। শোনা যাচ্ছে- বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে এ অভিনেত্রীর। ঢালিউড ভাইজান শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন মাহি- এমন কথাও শোনা যাচ্ছে ফিল্মপাড়ায়। আবার বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন মাহি- এমন পোস্ট ভেসে বেড়াচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব কান কথায় ঘি ঢেলেছে বাপ্পির সঙ্গে মাহির একটি ছবি। যেটি পোস্ট করেছেন বাপ্পি চৌধুরী নিজেই। ছবিতে একটি বেজক্যাম্পে দেখা গেছে তাদের। সঙ্গে আরও অনেকেই ছিলেন। ছবির সূত্র ধরে জানতে চাওয়া হয়েছিল এ অভিনেত্রীর কাছে। অবাক স্বরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমা! কবে, কার সাথে, কোথায়?’ শোনা যাচ্ছে বাপ্পি চৌধুরীর বিপরীতে বড়পর্দায় আসছেন? পাল্টা প্রশ্নের উত্তরে মাহি বলেন, ‘বাপ্পি ভাইয়ের সাথে সিনেমা করছি? না তো! আমি কোনো সিনেমা করছি না, না না না।’ বড়পর্দায় অভিষেকের কথাবার্তা চলছে নাকি? উত্তরে জানান, ‘সিনেমা অনেকগুলো কথা বলছে। সত্যি বলতে, আমি এখনো সিনেমার জন্য প্রস্তুত না। আমি আরেকটু  নিতে চাই, তারপর হয়ত সিনেমায় অভিনয় করব।’ আলাপের একপর্যায়ে অভিনয় বলেন, ‘ছোটপর্দা থেকে বড়পর্দায় মুভ করতে গেলে তো প্রস্তুতি দরকার। অবশ্যই সিনেমায় অভিনয় করব। গল্প, পুরো টিম যদি ভালো হয় তাহলে অবশ্যই করব। তবে এখনই না। পারফেক্ট টাইমে ইনশাআল্লাহ।’ শাকিব খানের বিপরীতে কাজের কথাও শোনা গেছে- প্রশ্ন শেষে করার আগে মাহি হেসে বলেন, ‘এটার ব্যাপারেও কথাবার্তা হয়েছে। কিন্তু ফাইনাল কিছু হয়নি। ফাইনাল হলে তো অবশ্যই জানবেন।’ আপাতত ছোটপর্দার কাজ থেকে বিরতি নিয়েছেন মাহি। পুরো মাস ব্যস্ত থাকবেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি কাজ নিয়ে। তবে কাজটি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এ অভিনেত্রী। জানান, কাজ শেষ হলে সব জানাবেন। ২০১৪ সালে ক্যারিয়ার শুরু করেন সামিরা খান মাহি। মাহি আলোচনায় আসেন ‘তরুণ তুর্কী’ ধারাবাহিকে অভিনয় করে। ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ‘এক পা দুপা’ সহ আরও অনেক ওয়েব নাটকে অভিনয় করেন তিনি। 

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  12:53 AM

news image

ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। তাকে নিয়ে কান কথা ভেসে আসছে বিভিন্ন মাধ্যমে। শোনা যাচ্ছে- বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে এ অভিনেত্রীর। ঢালিউড ভাইজান শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন মাহি- এমন কথাও শোনা যাচ্ছে ফিল্মপাড়ায়। আবার বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন মাহি- এমন পোস্ট ভেসে বেড়াচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব কান কথায় ঘি ঢেলেছে বাপ্পির সঙ্গে মাহির একটি ছবি। যেটি পোস্ট করেছেন বাপ্পি চৌধুরী নিজেই। ছবিতে একটি বেজক্যাম্পে দেখা গেছে তাদের। সঙ্গে আরও অনেকেই ছিলেন। ছবির সূত্র ধরে জানতে চাওয়া হয়েছিল এ অভিনেত্রীর কাছে। অবাক স্বরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমা! কবে, কার সাথে, কোথায়?’ শোনা যাচ্ছে বাপ্পি চৌধুরীর বিপরীতে বড়পর্দায় আসছেন? পাল্টা প্রশ্নের উত্তরে মাহি বলেন, ‘বাপ্পি ভাইয়ের সাথে সিনেমা করছি? না তো! আমি কোনো সিনেমা করছি না, না না না।’ বড়পর্দায় অভিষেকের কথাবার্তা চলছে নাকি? উত্তরে জানান, ‘সিনেমা অনেকগুলো কথা বলছে। সত্যি বলতে, আমি এখনো সিনেমার জন্য প্রস্তুত না। আমি আরেকটু  নিতে চাই, তারপর হয়ত সিনেমায় অভিনয় করব।’ আলাপের একপর্যায়ে অভিনয় বলেন, ‘ছোটপর্দা থেকে বড়পর্দায় মুভ করতে গেলে তো প্রস্তুতি দরকার। অবশ্যই সিনেমায় অভিনয় করব। গল্প, পুরো টিম যদি ভালো হয় তাহলে অবশ্যই করব। তবে এখনই না। পারফেক্ট টাইমে ইনশাআল্লাহ।’ শাকিব খানের বিপরীতে কাজের কথাও শোনা গেছে- প্রশ্ন শেষে করার আগে মাহি হেসে বলেন, ‘এটার ব্যাপারেও কথাবার্তা হয়েছে। কিন্তু ফাইনাল কিছু হয়নি। ফাইনাল হলে তো অবশ্যই জানবেন।’ আপাতত ছোটপর্দার কাজ থেকে বিরতি নিয়েছেন মাহি। পুরো মাস ব্যস্ত থাকবেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি কাজ নিয়ে। তবে কাজটি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এ অভিনেত্রী। জানান, কাজ শেষ হলে সব জানাবেন। ২০১৪ সালে ক্যারিয়ার শুরু করেন সামিরা খান মাহি। মাহি আলোচনায় আসেন ‘তরুণ তুর্কী’ ধারাবাহিকে অভিনয় করে। ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ‘এক পা দুপা’ সহ আরও অনেক ওয়েব নাটকে অভিনয় করেন তিনি।