শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

ঢাকায় ফিরল বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল

#
news image

চট্টগ্রাম টেস্ট শেষ করে আজ শুক্রবার ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট দল। সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তারা। সেখান থেকে সোজা টিম হোটেলে উঠেছে। 
তবে আজ আর কোনো অনুশীলনে নামবে না স্বাগতিক এবং সফরকারী শিবির। বিশ্রামে থাকবে তারা। ঢাকা টেস্ট শুরু হবে আগামী ২৩ মে।
চট্টগ্রাম টেস্টে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হলেও নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয় ম্যাচের ভাগ্য। যেখানে লঙ্কানরা আগে ব্যাট করে স্কোর বোর্ডে জমা করে ৩৯৭ রান। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ৪৬৫ রান। এতে ৬৮ রানের লিড জমা হয়। পরে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান করলে পরিস্থিতি বিবেচনায় ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।
সব ঠিক থাকলে ২৭ মে শেষ হবে দুই টেস্টের এই সিরিজ। এরপর ২৮ মে বাংলাদেশ ছেড়ে নিজ দেশের উদ্দেশে উড়াল দেবেন দিমুথ করুনারত্নেরা।
এদিকে চোটের মিছিল বড় হচ্ছে বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। এবার নাঈম হাসানের দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। চট্টগ্রাম টেস্টে বল হাতে প্রত্যাবর্তনটা দুর্দান্ত হয়েছিল নাঈম হাসানের। বছরখানেক পর ফিরে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। কিন্তু দুর্ভাগা এই অফস্পিনার। ফিল্ডিংয়ের সময় পাওয়া আঙুলের চোট তাকে ছিটকে দিয়েছে ঢাকা টেস্ট থেকে।
বৃহস্পতিবার (১৯ মে) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগ নাঈমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক্সরেতে ফ্র্যাকচার ধরা পড়েছে। চার সপ্তাহের মতো সময় লাগবে সেরে উঠতে।
চতুর্থ দিন নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের মধ্যমায় চোট পান নাঈম। ব্যাটিংয়ে ছিলেন দিমুথ করুণারত্নে। তার সোজাসুজি শট থামাতে গিয়েই এই হাল। ব্যথা থাকলেও পঞ্চম দিন বোলিং করে যান।
প্রথম ইনিংসে নাঈম ১০৫ রান দিয়ে নেন ৬ উইকেট। এটি তার সেরা বোলিং ফিগার। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও তিনি এই টেস্টের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

প্রভাতী খবর ডেস্ক

২১ মে, ২০২২,  9:02 PM

news image

চট্টগ্রাম টেস্ট শেষ করে আজ শুক্রবার ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট দল। সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তারা। সেখান থেকে সোজা টিম হোটেলে উঠেছে। 
তবে আজ আর কোনো অনুশীলনে নামবে না স্বাগতিক এবং সফরকারী শিবির। বিশ্রামে থাকবে তারা। ঢাকা টেস্ট শুরু হবে আগামী ২৩ মে।
চট্টগ্রাম টেস্টে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হলেও নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয় ম্যাচের ভাগ্য। যেখানে লঙ্কানরা আগে ব্যাট করে স্কোর বোর্ডে জমা করে ৩৯৭ রান। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ৪৬৫ রান। এতে ৬৮ রানের লিড জমা হয়। পরে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান করলে পরিস্থিতি বিবেচনায় ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।
সব ঠিক থাকলে ২৭ মে শেষ হবে দুই টেস্টের এই সিরিজ। এরপর ২৮ মে বাংলাদেশ ছেড়ে নিজ দেশের উদ্দেশে উড়াল দেবেন দিমুথ করুনারত্নেরা।
এদিকে চোটের মিছিল বড় হচ্ছে বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। এবার নাঈম হাসানের দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। চট্টগ্রাম টেস্টে বল হাতে প্রত্যাবর্তনটা দুর্দান্ত হয়েছিল নাঈম হাসানের। বছরখানেক পর ফিরে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। কিন্তু দুর্ভাগা এই অফস্পিনার। ফিল্ডিংয়ের সময় পাওয়া আঙুলের চোট তাকে ছিটকে দিয়েছে ঢাকা টেস্ট থেকে।
বৃহস্পতিবার (১৯ মে) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগ নাঈমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক্সরেতে ফ্র্যাকচার ধরা পড়েছে। চার সপ্তাহের মতো সময় লাগবে সেরে উঠতে।
চতুর্থ দিন নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের মধ্যমায় চোট পান নাঈম। ব্যাটিংয়ে ছিলেন দিমুথ করুণারত্নে। তার সোজাসুজি শট থামাতে গিয়েই এই হাল। ব্যথা থাকলেও পঞ্চম দিন বোলিং করে যান।
প্রথম ইনিংসে নাঈম ১০৫ রান দিয়ে নেন ৬ উইকেট। এটি তার সেরা বোলিং ফিগার। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও তিনি এই টেস্টের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।