বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ ক্রিস ইভানস

প্রভাতী খবর ডেস্ক
০৮ নভেম্বর, ২০২২, 11:35 PM

বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ ক্রিস ইভানস
২০২২ সালে বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষের তালিকা প্রকাশ করেছে ‘পিপল’ ম্যাগাজিন। ‘সেক্সিয়েস্ট ইন্টারন্যাশনাল ম্যান অ্যালাইভ’-এ চলতি বছরে সবচেয়ে আবেদনময় পুরুষ তারকা ক্রিস ইভানস। ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ হিসেবেই বেশি পরিচিত ক্রিস ইভানস। সম্প্রতি তাকে দেখা গেছে রুশো ব্রাদার্সের ‘দ্য গ্রে ম্যান’ ছবিতে। বিশ্বের সেরা আবেদনময় পুরুষের তকমা পেয়ে ক্রিস ইভানস জানিয়েছেন মজার প্রতিক্রিয়া। অভিনেতার মতে, এই খবরে তার মা খুশি হলেও বন্ধুরা ‘পচাবে’। পিপল ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে ক্রিস ইভানস বলেন, ‘আমার মা খুব খুশি হবেন। আমি যা কিছুই করি, মা সব কিছু নিয়েই গর্ব করেন। তবে কাছের বন্ধুরা এটা নিয়ে মজা করবে, আমাকে পচাবে।’ ২০০০ সালে টেলিভিশন সিরিজে কাজ করে অভিনয়ে জগতে প্রবেশ করেছিলেন ক্রিস ইভানস। ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছাড়াও অন্যান্য মার্ভেল চরিত্রে অভিনয় করেছেন ক্রিস। ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ কাজ করেছেন তিনি। কাজ করেছেন ‘গিফ্টেড’, ‘নাইভস আউট’, ‘ডিফেন্ডিং জ্যাকব’, ‘বিফোর উই গো’, ‘ব্রডওয়ে’-এর মতো ছবিতেও।
প্রভাতী খবর ডেস্ক
০৮ নভেম্বর, ২০২২, 11:35 PM

২০২২ সালে বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষের তালিকা প্রকাশ করেছে ‘পিপল’ ম্যাগাজিন। ‘সেক্সিয়েস্ট ইন্টারন্যাশনাল ম্যান অ্যালাইভ’-এ চলতি বছরে সবচেয়ে আবেদনময় পুরুষ তারকা ক্রিস ইভানস। ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ হিসেবেই বেশি পরিচিত ক্রিস ইভানস। সম্প্রতি তাকে দেখা গেছে রুশো ব্রাদার্সের ‘দ্য গ্রে ম্যান’ ছবিতে। বিশ্বের সেরা আবেদনময় পুরুষের তকমা পেয়ে ক্রিস ইভানস জানিয়েছেন মজার প্রতিক্রিয়া। অভিনেতার মতে, এই খবরে তার মা খুশি হলেও বন্ধুরা ‘পচাবে’। পিপল ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে ক্রিস ইভানস বলেন, ‘আমার মা খুব খুশি হবেন। আমি যা কিছুই করি, মা সব কিছু নিয়েই গর্ব করেন। তবে কাছের বন্ধুরা এটা নিয়ে মজা করবে, আমাকে পচাবে।’ ২০০০ সালে টেলিভিশন সিরিজে কাজ করে অভিনয়ে জগতে প্রবেশ করেছিলেন ক্রিস ইভানস। ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছাড়াও অন্যান্য মার্ভেল চরিত্রে অভিনয় করেছেন ক্রিস। ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ কাজ করেছেন তিনি। কাজ করেছেন ‘গিফ্টেড’, ‘নাইভস আউট’, ‘ডিফেন্ডিং জ্যাকব’, ‘বিফোর উই গো’, ‘ব্রডওয়ে’-এর মতো ছবিতেও।