শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

নেপালে শক্তিশালী ভূমিকম্পে ৬ জনের মৃত্যু

#
news image

নেপালের একেবারে পশ্চিমাঞ্চলের দোতি জেলায় বুধবার প্রথম প্রহরে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ২টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে অনেক ঘরবাড়ি ধসে পড়ে। দোতির প্রধান জেলা কর্মকর্তা কল্পনা শ্রেষ্ঠা সিনহুয়াকে বলেন, ‘ধ্বংসস্তুপের ভিতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ শ্রেষ্ঠা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খাপতাদ ন্যাশনাল পার্ক এলাকায়। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানোর জন্য সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। নেপাল হচ্ছে একটি ভূমিকম্প প্রবণ দেশ। ২০১৫ সালে দেশটিতে এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৯ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

অনলাইন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  10:13 PM

news image

নেপালের একেবারে পশ্চিমাঞ্চলের দোতি জেলায় বুধবার প্রথম প্রহরে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ২টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে অনেক ঘরবাড়ি ধসে পড়ে। দোতির প্রধান জেলা কর্মকর্তা কল্পনা শ্রেষ্ঠা সিনহুয়াকে বলেন, ‘ধ্বংসস্তুপের ভিতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ শ্রেষ্ঠা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খাপতাদ ন্যাশনাল পার্ক এলাকায়। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানোর জন্য সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। নেপাল হচ্ছে একটি ভূমিকম্প প্রবণ দেশ। ২০১৫ সালে দেশটিতে এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৯ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।