শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

অনেক প্রথমের জন্ম দিয়ে সিনেটর বাংলাদেশি নাবিলা

#
news image

জর্জিয়া স্টেট সিনেটে প্রথমবারের মতো নির্বাচন করে জয়ী হয়ে চমক সৃষ্টি করেন বাংলাদেশি পিতামাতার সন্তান নাবিলা ইসলাম। মাত্র ৩২ বছর বয়সে সবচেয়ে কম বয়সী প্রথম মুসলিম নারী  সিনেটর হয়ে জর্জিয়ায় নতুন ইতিহাস গড়েছেন।

তবে নাবিলার এই উত্থান মোটেও সহজ ছিল না। বাংলাদেশ থেকে উন্নত জীবনের সন্ধানে যুক্তরাষ্ট্রে এসেছিল নাবিলার পরিবার। প্রবাসের কর্মজীবন স্বাভাবিকভাবেই কঠিন সংগ্রামী জীবনের গল্প। অন্ন যোগাতে নাবিলা তার বাবা মায়ের কঠোর পরিশ্রম নিজের চোখে দেখেছে। নাবিলার মা একটি ওয়্যারহাউজে ভারী কাজ করতেন। ওই চাকরিকালীন সময়ে তিনি আহত হন। আপদকালীন সময়ে নাবিলা মার্কিন স্বাস্থ্য ব্যবস্থার ভগ্নদশা দেখেই রাজনীতিতে নামার তাগিদ অনুভব করেন। তখন থেকেই নাবিলা মানসম্পন্ন স্বাস্থ্যসেবার অধিকার সকলের মাঝে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

সিনেটর হওয়ার আগে নাবিলা ইসলাম গিনেটে ডেমোক্র্যাট পার্টির জ্যেষ্ঠ উপদেষ্টা ও সর্ব আমেরিকান মুসলিম জোটের সভাপতি ছিলেন। সভাপতি থাকাকালীন সময়ে সমগ্র জর্জিয়ার ৬০০০০ নিবন্ধিত মুসলিম ভোটারের দ্বারে দ্বারে গিয়েছেন, যা ছিলো একটি জর্জিয়ার ইতিহাসে দুঃসাধ্য রেকর্ড ।

নাবিলা ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারনায় বিজিত প্রার্থী হিলারি ক্লিনটনের সাথে কাজ করেছেন। আবার জাতীয় ডেমোক্র্যাট কমিটিতেও ছিলেন। পার্টির জন্য তিনি মিলিয়ন মিলিয়ন ডলার চাঁদা সংগ্রহ করেছেন।

আমেরিকার আলোচিত জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের পরে বর্ণবাদবিরোধী আন্দোলনে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন।

তার রাজনৈতিক সক্রিয়তা ও ভূমিকার পুরষ্কার হিসেবে মধ্যবর্তী নির্বাচনে নিজের দল ডেমোক্র্যাট পার্টির টিকেট পান ও রেকর্ড গড়ে ডিষ্ট্রিক্ট ৭ থেকে ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।

বিজয়ী হয়ে নাবিলা এক সাক্ষাৎকারে বলেন, "এখন আমাকে ১০ গুন পরিশ্রম করতে হবে। আমার কমিউনিটি আমার কাছে অনেক কিছু, এজন্য আমি হাল ছাড়ি নি।"

অনলাইন ডেস্ক

১১ নভেম্বর, ২০২২,  2:44 AM

news image
পিতা মাতার সাথে নাবিলা ইসলাম

জর্জিয়া স্টেট সিনেটে প্রথমবারের মতো নির্বাচন করে জয়ী হয়ে চমক সৃষ্টি করেন বাংলাদেশি পিতামাতার সন্তান নাবিলা ইসলাম। মাত্র ৩২ বছর বয়সে সবচেয়ে কম বয়সী প্রথম মুসলিম নারী  সিনেটর হয়ে জর্জিয়ায় নতুন ইতিহাস গড়েছেন।

তবে নাবিলার এই উত্থান মোটেও সহজ ছিল না। বাংলাদেশ থেকে উন্নত জীবনের সন্ধানে যুক্তরাষ্ট্রে এসেছিল নাবিলার পরিবার। প্রবাসের কর্মজীবন স্বাভাবিকভাবেই কঠিন সংগ্রামী জীবনের গল্প। অন্ন যোগাতে নাবিলা তার বাবা মায়ের কঠোর পরিশ্রম নিজের চোখে দেখেছে। নাবিলার মা একটি ওয়্যারহাউজে ভারী কাজ করতেন। ওই চাকরিকালীন সময়ে তিনি আহত হন। আপদকালীন সময়ে নাবিলা মার্কিন স্বাস্থ্য ব্যবস্থার ভগ্নদশা দেখেই রাজনীতিতে নামার তাগিদ অনুভব করেন। তখন থেকেই নাবিলা মানসম্পন্ন স্বাস্থ্যসেবার অধিকার সকলের মাঝে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

সিনেটর হওয়ার আগে নাবিলা ইসলাম গিনেটে ডেমোক্র্যাট পার্টির জ্যেষ্ঠ উপদেষ্টা ও সর্ব আমেরিকান মুসলিম জোটের সভাপতি ছিলেন। সভাপতি থাকাকালীন সময়ে সমগ্র জর্জিয়ার ৬০০০০ নিবন্ধিত মুসলিম ভোটারের দ্বারে দ্বারে গিয়েছেন, যা ছিলো একটি জর্জিয়ার ইতিহাসে দুঃসাধ্য রেকর্ড ।

নাবিলা ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারনায় বিজিত প্রার্থী হিলারি ক্লিনটনের সাথে কাজ করেছেন। আবার জাতীয় ডেমোক্র্যাট কমিটিতেও ছিলেন। পার্টির জন্য তিনি মিলিয়ন মিলিয়ন ডলার চাঁদা সংগ্রহ করেছেন।

আমেরিকার আলোচিত জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের পরে বর্ণবাদবিরোধী আন্দোলনে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন।

তার রাজনৈতিক সক্রিয়তা ও ভূমিকার পুরষ্কার হিসেবে মধ্যবর্তী নির্বাচনে নিজের দল ডেমোক্র্যাট পার্টির টিকেট পান ও রেকর্ড গড়ে ডিষ্ট্রিক্ট ৭ থেকে ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।

বিজয়ী হয়ে নাবিলা এক সাক্ষাৎকারে বলেন, "এখন আমাকে ১০ গুন পরিশ্রম করতে হবে। আমার কমিউনিটি আমার কাছে অনেক কিছু, এজন্য আমি হাল ছাড়ি নি।"