শিরোনামঃ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত কাপাসিয়ায় সাব-রেজিস্ট্রার অনুপস্থিত, ভোগান্তিতে শত শত সেবাগ্রহীতা

‘রুস্তম নাপিত’ নাটকে মিশু ও তাসনুভা

#
news image

বিহারী পট্টির ডাকসাইটে নাপিত রুস্তম। আর তার বাতিক হলো সর্বদা চুল দাঁড়ি কাটা। মানে লম্বা লম্বা চুল এবং দাঁড়িওয়ালা কাউকে দেখলেই তার হাত থেকে আর নিস্তার নেই। কোনো না কোনো উপায়ে সে তার চুলদাঁড়ি কেটে দিবেই দিবে। এমনই এক চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির। অন্যদিকে মোতালেবের গ্রামের বাড়ির মেয়ে পারুল। অনেক সুন্দরী এই মেয়েকে দেখেন রুস্তম। পারুল চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। পরীর মতো এই সুন্দরী মেয়েকে রুস্তম দেখার পর কাহিনি অন্যদিকে মোড় নেয়। এমিনেন্স বিজনেস মার্টের ব্যানারে এবং ডি ফর ড্র্যামা নামের ইউটিউব চ্যানেলের জন্য এই নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও তাসনুভা তিশা। মেজবাউর রহমান সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অলোক হাসান। প্রযোজনা করেছেন জিসান ফাহিম। এমিনেন্স বিজনেস মার্টের ব্যানারে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, আনোয়ার হোসেন প্রমুখ। নাটকটি তৈরির সার্বিক তত্ত্বাবধান করেছে দ্যা ডিজিটাল গ্রাউন্ড। ডি ফর ড্র্যামা নামের ইউটিউব চ্যানেলে আগামীকাল বৃহস্পতিবার এই নাটকটি দর্শকরা দেখতে পাবেন।

প্রভাতী খবর ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  11:41 PM

news image

বিহারী পট্টির ডাকসাইটে নাপিত রুস্তম। আর তার বাতিক হলো সর্বদা চুল দাঁড়ি কাটা। মানে লম্বা লম্বা চুল এবং দাঁড়িওয়ালা কাউকে দেখলেই তার হাত থেকে আর নিস্তার নেই। কোনো না কোনো উপায়ে সে তার চুলদাঁড়ি কেটে দিবেই দিবে। এমনই এক চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির। অন্যদিকে মোতালেবের গ্রামের বাড়ির মেয়ে পারুল। অনেক সুন্দরী এই মেয়েকে দেখেন রুস্তম। পারুল চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। পরীর মতো এই সুন্দরী মেয়েকে রুস্তম দেখার পর কাহিনি অন্যদিকে মোড় নেয়। এমিনেন্স বিজনেস মার্টের ব্যানারে এবং ডি ফর ড্র্যামা নামের ইউটিউব চ্যানেলের জন্য এই নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও তাসনুভা তিশা। মেজবাউর রহমান সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অলোক হাসান। প্রযোজনা করেছেন জিসান ফাহিম। এমিনেন্স বিজনেস মার্টের ব্যানারে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, আনোয়ার হোসেন প্রমুখ। নাটকটি তৈরির সার্বিক তত্ত্বাবধান করেছে দ্যা ডিজিটাল গ্রাউন্ড। ডি ফর ড্র্যামা নামের ইউটিউব চ্যানেলে আগামীকাল বৃহস্পতিবার এই নাটকটি দর্শকরা দেখতে পাবেন।