বিএনপির সমাবেশের দিন এবার সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক
 
                                        নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২২, 1:31 AM
 
                                        বিএনপির সমাবেশের দিন এবার সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক
আগামী ১৯ নভেম্বর শনিবার সিলেটে বিএনপির ঘোষিত গণসমাবেশের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি।
আজ বুধবার সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট সম্প্রীতির নগরী। আমরা সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। এই প্রতীকি ধর্মঘট আগে থেকেই ধার্য ছিল। ফলে বিএনপির সমাবেশ প্রতীকী ধর্মঘটের মধ্যে পড়ে গেছে। ৭ নভেম্বর সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ ও অটোরিকশায় গ্রিল লাগানোর দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। দাবি না মানলে আগামী ১৯ নভেম্বর প্রতীকী ধর্মঘট পালনের তারিখ ধার্য ছিল। তখন তারা জানতেন না, বিএনপির সমাবেশ ওই তারিখেই। ফলে ওইদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করা হবে।
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২২, 1:31 AM
 
                            
আগামী ১৯ নভেম্বর শনিবার সিলেটে বিএনপির ঘোষিত গণসমাবেশের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি।
আজ বুধবার সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট সম্প্রীতির নগরী। আমরা সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। এই প্রতীকি ধর্মঘট আগে থেকেই ধার্য ছিল। ফলে বিএনপির সমাবেশ প্রতীকী ধর্মঘটের মধ্যে পড়ে গেছে। ৭ নভেম্বর সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ ও অটোরিকশায় গ্রিল লাগানোর দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। দাবি না মানলে আগামী ১৯ নভেম্বর প্রতীকী ধর্মঘট পালনের তারিখ ধার্য ছিল। তখন তারা জানতেন না, বিএনপির সমাবেশ ওই তারিখেই। ফলে ওইদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করা হবে।
 
                                             
                                             
                                             
                                             
                                            