শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

মেয়ের বিয়ের অনুষ্ঠানে নাচলেন আমির

#
news image

দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সারলেন বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, গত শুক্রবার মুম্বাইতে ইরার বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাগদানের অনুষ্ঠানে ইরাকে একটি লাল অফ শোল্ডার গাউনে এবং নূপুরকে একটি টাক্সেডোতে দেখা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান, তার মা জিনাত হুসেইন ও প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ভাগনে ইমরান খানসহ পরিবারের মানুষজন ও বন্ধুরা। এদিন মেয়ের বাগদানের অনুষ্ঠানে আমিরকে সাদা রঙের পায়জামা এবং কুর্তায় ‘পাপা কেহতে হ্যায়’ গানে নাচতেও দেখা যায়। এর আগে গেল সেপ্টেম্বরে ইতালিতে একটি সাইক্লিং ইভেন্টে সকলের সামনে হাঁটু মুড়ে বসে ইরাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নূপুর। যে প্রস্তাবে এক মিনিটও দেরী না করে ‘হ্যা’ বলে দেন আমির কন্যা। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন ইরা। বাগদানের সেই ভিডিও প্রকাশের পর বন্ধু ও স্বজনদের শুভেচ্ছায় ভেসেছেন আমির কন্যা। এবার পরিবার নিয়ে আনুষ্ঠানিকভাবে বাগদান সারলেন ইরা। গত দু’বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ইরা-নূপুর। মাস কয়েক আগে শোনা গিয়েছিল, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইরা এবং নূপুর। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু’জনেই।

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  12:50 AM

news image

দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সারলেন বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, গত শুক্রবার মুম্বাইতে ইরার বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাগদানের অনুষ্ঠানে ইরাকে একটি লাল অফ শোল্ডার গাউনে এবং নূপুরকে একটি টাক্সেডোতে দেখা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান, তার মা জিনাত হুসেইন ও প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ভাগনে ইমরান খানসহ পরিবারের মানুষজন ও বন্ধুরা। এদিন মেয়ের বাগদানের অনুষ্ঠানে আমিরকে সাদা রঙের পায়জামা এবং কুর্তায় ‘পাপা কেহতে হ্যায়’ গানে নাচতেও দেখা যায়। এর আগে গেল সেপ্টেম্বরে ইতালিতে একটি সাইক্লিং ইভেন্টে সকলের সামনে হাঁটু মুড়ে বসে ইরাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নূপুর। যে প্রস্তাবে এক মিনিটও দেরী না করে ‘হ্যা’ বলে দেন আমির কন্যা। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন ইরা। বাগদানের সেই ভিডিও প্রকাশের পর বন্ধু ও স্বজনদের শুভেচ্ছায় ভেসেছেন আমির কন্যা। এবার পরিবার নিয়ে আনুষ্ঠানিকভাবে বাগদান সারলেন ইরা। গত দু’বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ইরা-নূপুর। মাস কয়েক আগে শোনা গিয়েছিল, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইরা এবং নূপুর। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু’জনেই।