শিরোনামঃ
কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

অঘটনের বিশ্বকাপে এবার মরক্কোর বেলজিয়াম বধ

#
news image

আবার অঘটন, এবার বিশ্বকাপ জুড়েই ডেভিড আর গোলায়াথ রূপকথা। এবার ডেভিড মরক্কো আর দৈত্যাকার গোলায়াথ চরিত্রে যেন বেলজিয়াম আর মাঠ আল থুমামা ।

৭৩ মিনিটে আবদেল হামিদ সাবিরির গোলে এবং অতিরিক্ত সময়ের ২য় মিনিটে জাকারিয়া আবুখালালের গোলে জয় নিশ্চিত করে মরক্কো। ২৪ বছর পর বিশ্বকাপে জয়ের দেখা পেল মরক্কো।

শেষ ষোলোতে যাওয়ার সমীকরণ অনিশ্চিত হয়ে গেলো বেলজিয়ামের সোনালী প্রজন্মের তারকাদের। পুরো ম্যাচেই কেভিন ডি ব্রুইনে, থিবো কোর্তোয়া, এডেন এজার নিজেদের ছায়া হয়েই থাকলেন। অসাধারন ক্ষণিকের ঝলকে পাল্টাতে পারেননি ম্যাচের চিত্র। রোমেল লুকাকু শেষে নেমেও বস্তাবন্দী হয়েই ছিলেন ।

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২২,  2:32 AM

news image

আবার অঘটন, এবার বিশ্বকাপ জুড়েই ডেভিড আর গোলায়াথ রূপকথা। এবার ডেভিড মরক্কো আর দৈত্যাকার গোলায়াথ চরিত্রে যেন বেলজিয়াম আর মাঠ আল থুমামা ।

৭৩ মিনিটে আবদেল হামিদ সাবিরির গোলে এবং অতিরিক্ত সময়ের ২য় মিনিটে জাকারিয়া আবুখালালের গোলে জয় নিশ্চিত করে মরক্কো। ২৪ বছর পর বিশ্বকাপে জয়ের দেখা পেল মরক্কো।

শেষ ষোলোতে যাওয়ার সমীকরণ অনিশ্চিত হয়ে গেলো বেলজিয়ামের সোনালী প্রজন্মের তারকাদের। পুরো ম্যাচেই কেভিন ডি ব্রুইনে, থিবো কোর্তোয়া, এডেন এজার নিজেদের ছায়া হয়েই থাকলেন। অসাধারন ক্ষণিকের ঝলকে পাল্টাতে পারেননি ম্যাচের চিত্র। রোমেল লুকাকু শেষে নেমেও বস্তাবন্দী হয়েই ছিলেন ।