শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

বিশ্বকাপ চলাকালে রংধনু পতাকা নিয়ে মাঠে

#
news image

গতকাল কাতার বিশ্বকাপে রংধুনু পতাকা ও স্লোগান সম্বলতি টি শার্ট পড়ে আকস্মিকভাবে মাঠে অনুপ্রবেশ করেছিল এক ব্যক্তি। টি শার্টের পেছনে লেখা ছিল ‘ইরানী নারীদের প্রতি সম্মান’ । পর্তুগাল ও উরুগুয়ের মধ্যকার গ্রুপ পর্বের দ্বিতীয়ার্ধের ম্যাচ চলাকালে তিনি মাঠে ঢুকে যান। নিরাপত্তা কর্মীরা ধরে নিয়ে যাবার আগে সেখানে আনুমানিক ৩০ সেকেন্ড অবস্থান করেন ওই ব্যক্তি। টি শার্টের সামনেও একটি স্লোগান লিখে রেখেছিলেন ওই ব্যক্তি। যেখানে লেখা ছিল ‘ ইউক্রেনকে বাঁচাও’। 

পর্তুগাল তারকা রুবেন নেভেস বলেন, ‘বিশ্বকাপে কি ঘটেছে আমরা জানি। সুতরাং (মাঠে) এমনটা ঘটাই স্বাভাবিক। আমরা সবাই অবশ্যই তার সঙ্গে আছি। ইরানের সঙ্গে, ইরানের নারীদের সঙ্গেও আছি। সুতরাং আমি আশা করি  মাঠে  প্রবেশকারীর কিছু হবে না। কারণ আমরা সবাই তার বার্তা বুঝতে পেরেছি। আমি মনে করি গোটা বিশ^ও এটি বুঝতে পেরেছে।’ ওই অনুপ্রবেশকারীর পরিচয় পাওয়া গেছে, তার নাম মারিও ফেরি। তিনি ইতালির  নাগরিক এবং সংবাদ সংস্থা এজিআই’র প্রতিনিধি। ২০১৪ সালের ব্রাজিল বিশ^কাপসহ এর আগেও তিনি একই ধরনের প্রতিবাদ করেছেন। যেখানে তিনি দারিদ্র্যে জর্জরিত শিশুদের বিষয় উত্থাপন করেছিলেন।

সমকামীদের অধিকার ও রংধনু পতাকা এবারের কাতার বিশ^কাপের একটি গুরুত্বপুর্ন ইস্যুতে পরিণত হয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের মুসলমান অধ্যুসিত দেশটিতে সমকামীতা অবৈধ।

প্রভাতী খবর ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  10:20 PM

news image

গতকাল কাতার বিশ্বকাপে রংধুনু পতাকা ও স্লোগান সম্বলতি টি শার্ট পড়ে আকস্মিকভাবে মাঠে অনুপ্রবেশ করেছিল এক ব্যক্তি। টি শার্টের পেছনে লেখা ছিল ‘ইরানী নারীদের প্রতি সম্মান’ । পর্তুগাল ও উরুগুয়ের মধ্যকার গ্রুপ পর্বের দ্বিতীয়ার্ধের ম্যাচ চলাকালে তিনি মাঠে ঢুকে যান। নিরাপত্তা কর্মীরা ধরে নিয়ে যাবার আগে সেখানে আনুমানিক ৩০ সেকেন্ড অবস্থান করেন ওই ব্যক্তি। টি শার্টের সামনেও একটি স্লোগান লিখে রেখেছিলেন ওই ব্যক্তি। যেখানে লেখা ছিল ‘ ইউক্রেনকে বাঁচাও’। 

পর্তুগাল তারকা রুবেন নেভেস বলেন, ‘বিশ্বকাপে কি ঘটেছে আমরা জানি। সুতরাং (মাঠে) এমনটা ঘটাই স্বাভাবিক। আমরা সবাই অবশ্যই তার সঙ্গে আছি। ইরানের সঙ্গে, ইরানের নারীদের সঙ্গেও আছি। সুতরাং আমি আশা করি  মাঠে  প্রবেশকারীর কিছু হবে না। কারণ আমরা সবাই তার বার্তা বুঝতে পেরেছি। আমি মনে করি গোটা বিশ^ও এটি বুঝতে পেরেছে।’ ওই অনুপ্রবেশকারীর পরিচয় পাওয়া গেছে, তার নাম মারিও ফেরি। তিনি ইতালির  নাগরিক এবং সংবাদ সংস্থা এজিআই’র প্রতিনিধি। ২০১৪ সালের ব্রাজিল বিশ^কাপসহ এর আগেও তিনি একই ধরনের প্রতিবাদ করেছেন। যেখানে তিনি দারিদ্র্যে জর্জরিত শিশুদের বিষয় উত্থাপন করেছিলেন।

সমকামীদের অধিকার ও রংধনু পতাকা এবারের কাতার বিশ^কাপের একটি গুরুত্বপুর্ন ইস্যুতে পরিণত হয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের মুসলমান অধ্যুসিত দেশটিতে সমকামীতা অবৈধ।