শিরোনামঃ
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত কাপাসিয়ায় সাব-রেজিস্ট্রার অনুপস্থিত, ভোগান্তিতে শত শত সেবাগ্রহীতা

কোস্টারিকা-জার্মানি ম্যাচে তিন নারী রেফারি

#
news image

রুষদের ফিফা বিশ্বকাপে ইতিহাসের অংশ হতে যাচ্ছে জার্মানি ও কোস্টারিকার ‘ই’ গ্রুপের ম্যাচ। আল খোরে বৃহস্পতিবার হতে যাওয়া এই ম্যাচে রেফারিং টিমের তিনজনই নারী। স্টেফানি ফ্র্যাপ্পার্ট, নেউজা ব্যাক ও কারেন ডিয়াজকে এই ম্যাচের রেফারি হিসেবে ঘোষণা করেছে ফিফা।

গত সপ্তাহে ‘সি’ গ্রুপে পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচের চতুর্থ রেফারি ছিলেন ফ্র্যাপ্পার্ট। ২০২০ সালের মার্চে পুরুষদের বিশ্বকাপ বাছাই ও চ্যাম্পিয়নস লিগ ম্যাচে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করেন এই ফরাসি নারী।

এবার বিশ্বকাপে মূল রেফারি থাকবেন ৩৮ বছর বয়সী ফ্র্যাপ্পার্ট। তাকে সহযোগিতা করবেন ব্রাজিলিয়ান নেউজা ও মেক্সিকান ডিয়াজ। এই বিশ্বকাপে অন্য নারী রেফারিরা হলেন রুয়ান্ডার সালিমা মুকানসানগা ও জাপানের ইয়ামাশিয়াতা ইয়োশিমি।

প্রভাতী খবর ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  11:48 PM

news image

রুষদের ফিফা বিশ্বকাপে ইতিহাসের অংশ হতে যাচ্ছে জার্মানি ও কোস্টারিকার ‘ই’ গ্রুপের ম্যাচ। আল খোরে বৃহস্পতিবার হতে যাওয়া এই ম্যাচে রেফারিং টিমের তিনজনই নারী। স্টেফানি ফ্র্যাপ্পার্ট, নেউজা ব্যাক ও কারেন ডিয়াজকে এই ম্যাচের রেফারি হিসেবে ঘোষণা করেছে ফিফা।

গত সপ্তাহে ‘সি’ গ্রুপে পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচের চতুর্থ রেফারি ছিলেন ফ্র্যাপ্পার্ট। ২০২০ সালের মার্চে পুরুষদের বিশ্বকাপ বাছাই ও চ্যাম্পিয়নস লিগ ম্যাচে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করেন এই ফরাসি নারী।

এবার বিশ্বকাপে মূল রেফারি থাকবেন ৩৮ বছর বয়সী ফ্র্যাপ্পার্ট। তাকে সহযোগিতা করবেন ব্রাজিলিয়ান নেউজা ও মেক্সিকান ডিয়াজ। এই বিশ্বকাপে অন্য নারী রেফারিরা হলেন রুয়ান্ডার সালিমা মুকানসানগা ও জাপানের ইয়ামাশিয়াতা ইয়োশিমি।