শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

হাইতিতে গ্যাং হামলায় নিহত ১২

#
news image

হাইতির রাজধানীর কাছে একটি শহরে একটি গ্যাং হামলায় ১২ জন নিহত হয়েছেন। সেখানে তারা বহু বাড়িঘরও পুড়িয়ে দিয়েছে। এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় নিউ এইজ। শহরের মেয়র জোসেফ জিয়ানসন গুইলাউমি জানান, কয়েকদিন আগে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরে কাবরাত শহর থেকে পুলিশ ও বাসিন্দারা গ্যাং সদস্যদের বিতাড়িত করে। তবে তারা ফিরে এসে গত মঙ্গলবার  রাতে এই ভয়াবহ হামলা চালায়। মেয়র বলেন, 'বৃহস্পতিবার আমরা আগুনে পুড়ে যাওয়া কয়েকটি লাশ উদ্ধার করেছি।' অত্যন্ত শক্তিশালী ও সশস্ত্র এই অপরাধী চক্র কয়েক মাস ধরে হাইতিয়ান শহর কাবরাত নিয়ন্ত্রণ করছে। মেয়র জানান, একটি প্রধান সড়কের পাশে কবরাত শহরের অবস্থানের কারণে বিভিন্ন হামলার কারণে দেশের যানবাহন চলাচল ও ব্যবসা বাণিজ্য ব্যাহত হয়েছে। হাইতিতে বছরের পর বছর ধরে চলা সঙ্কট দেশটির অর্থনীতি, রাজনীতি ও জননিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। ২০২১ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট জোভেনাল ময়েসকে হত্যা করা হয়েছিল। এরপর দেশটির সংকট আরও তীব্র হয়ে যায়। অনেক জায়গায় অপরাধী গ্যাং ছড়িয়ে পড়ে এবং হাইতির অনেক এলাকা নিয়ন্ত্রণ করা শুরু করে।

প্রভাতী খবর ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২২,  11:31 PM

news image

হাইতির রাজধানীর কাছে একটি শহরে একটি গ্যাং হামলায় ১২ জন নিহত হয়েছেন। সেখানে তারা বহু বাড়িঘরও পুড়িয়ে দিয়েছে। এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় নিউ এইজ। শহরের মেয়র জোসেফ জিয়ানসন গুইলাউমি জানান, কয়েকদিন আগে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরে কাবরাত শহর থেকে পুলিশ ও বাসিন্দারা গ্যাং সদস্যদের বিতাড়িত করে। তবে তারা ফিরে এসে গত মঙ্গলবার  রাতে এই ভয়াবহ হামলা চালায়। মেয়র বলেন, 'বৃহস্পতিবার আমরা আগুনে পুড়ে যাওয়া কয়েকটি লাশ উদ্ধার করেছি।' অত্যন্ত শক্তিশালী ও সশস্ত্র এই অপরাধী চক্র কয়েক মাস ধরে হাইতিয়ান শহর কাবরাত নিয়ন্ত্রণ করছে। মেয়র জানান, একটি প্রধান সড়কের পাশে কবরাত শহরের অবস্থানের কারণে বিভিন্ন হামলার কারণে দেশের যানবাহন চলাচল ও ব্যবসা বাণিজ্য ব্যাহত হয়েছে। হাইতিতে বছরের পর বছর ধরে চলা সঙ্কট দেশটির অর্থনীতি, রাজনীতি ও জননিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। ২০২১ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট জোভেনাল ময়েসকে হত্যা করা হয়েছিল। এরপর দেশটির সংকট আরও তীব্র হয়ে যায়। অনেক জায়গায় অপরাধী গ্যাং ছড়িয়ে পড়ে এবং হাইতির অনেক এলাকা নিয়ন্ত্রণ করা শুরু করে।