শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

মেসি-ডি মারিয়ায় দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা

#
news image

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের জালে প্রথমার্ধে দুই গোল দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে প্রথম এগিয়ে নেন মেসি। এরপর গোল করেছেন ফাইনালের নায়ক ডি মারিয়া।    

ফ্রান্স তাদের বক্সে ডি মারিয়াকে ফাউল করে। উসমান ডেম্বেলের সঙ্গে আলতো ধাক্কা লাগতেই পড়ে যান তিনি। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। মেসি তা থেকে আসরের সর্বোচ্চ ছয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেছেন। এরপর ৩৬ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করে আকাশি-সাদারা।

আলভারেজের ওয়ান টাচ পাস ধরে বল টেনে নেন ম্যাক আলিস্টার। বক্সের মুখে গিয়ে তা বাড়ান ডি মারিয়াকে। গোলরক্ষকের সঙ্গে ওয়ান অন ওয়ানে বল জালে পাঠাতে ভুল করেননি আলবিসেলেস্তেদের নাম্বার ইলেভেন। 

ইতালি ও ব্রাজিলের পরে তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের সুযোগ ফ্রান্সের সামনে। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ আর্জেন্টিনার। বিশ্বকাপ ছুঁয়ে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষতে প্রলেপ দেওয়ার পালা মেসির। মর্যাদার ওই লড়াইয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমেছে ফ্রান্স ও আর্জেন্টিনা। 

ফ্রান্স দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে এসেছে। আসরের শুরু ভালো না হলেও আর্জেন্টিনা পরের ম্যাচগুলোতে দৃঢ়তা দেখিয়েছে। মেসি দারুণ ছন্দে আছেন। ফ্রান্সের গতিময় ফরোয়ার্ড কিলিয়ন এমবাপ্পে দুর্দান্ত খেলছেন। শিরোপা লাতিনে যাবে নাকি ইউরোপে তারা দু’জনই ঠিক করে দিতে পারেন। 

তবে দুই দলেরই আছে আলো কাড়ার মতো আরও ফুটবলার। ফাইনালের নায়ক বলা হয় ডি মারিয়াকে। কোপা আমেরিকা  ও ফিনালিসিমার ফাইনালে গোল করে শিরোপা জিতিয়েছেন তিনি। ডি পল, আলভারেজ ভালো খেলছেন। ফ্রান্সের তেমনি গ্রিজম্যান-জিরুদরা দৃশ্যপটে চলে আসতে পারেন। সব মিলিয়ে জমজমাট ফাইনালের আভাস পাওয়া যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২২,  9:47 PM

news image

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের জালে প্রথমার্ধে দুই গোল দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে প্রথম এগিয়ে নেন মেসি। এরপর গোল করেছেন ফাইনালের নায়ক ডি মারিয়া।    

ফ্রান্স তাদের বক্সে ডি মারিয়াকে ফাউল করে। উসমান ডেম্বেলের সঙ্গে আলতো ধাক্কা লাগতেই পড়ে যান তিনি। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। মেসি তা থেকে আসরের সর্বোচ্চ ছয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেছেন। এরপর ৩৬ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করে আকাশি-সাদারা।

আলভারেজের ওয়ান টাচ পাস ধরে বল টেনে নেন ম্যাক আলিস্টার। বক্সের মুখে গিয়ে তা বাড়ান ডি মারিয়াকে। গোলরক্ষকের সঙ্গে ওয়ান অন ওয়ানে বল জালে পাঠাতে ভুল করেননি আলবিসেলেস্তেদের নাম্বার ইলেভেন। 

ইতালি ও ব্রাজিলের পরে তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের সুযোগ ফ্রান্সের সামনে। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ আর্জেন্টিনার। বিশ্বকাপ ছুঁয়ে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষতে প্রলেপ দেওয়ার পালা মেসির। মর্যাদার ওই লড়াইয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমেছে ফ্রান্স ও আর্জেন্টিনা। 

ফ্রান্স দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে এসেছে। আসরের শুরু ভালো না হলেও আর্জেন্টিনা পরের ম্যাচগুলোতে দৃঢ়তা দেখিয়েছে। মেসি দারুণ ছন্দে আছেন। ফ্রান্সের গতিময় ফরোয়ার্ড কিলিয়ন এমবাপ্পে দুর্দান্ত খেলছেন। শিরোপা লাতিনে যাবে নাকি ইউরোপে তারা দু’জনই ঠিক করে দিতে পারেন। 

তবে দুই দলেরই আছে আলো কাড়ার মতো আরও ফুটবলার। ফাইনালের নায়ক বলা হয় ডি মারিয়াকে। কোপা আমেরিকা  ও ফিনালিসিমার ফাইনালে গোল করে শিরোপা জিতিয়েছেন তিনি। ডি পল, আলভারেজ ভালো খেলছেন। ফ্রান্সের তেমনি গ্রিজম্যান-জিরুদরা দৃশ্যপটে চলে আসতে পারেন। সব মিলিয়ে জমজমাট ফাইনালের আভাস পাওয়া যাচ্ছে।