শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

বর্হিবিশ্বে লন্ডনে স্হাপিত জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ সামন্তলাল সেন

#
news image

১৪মে ২০২৪ লন্ডনে সরকারী সফরের অংশ হিসেবে লন্ডনে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশের স্বাস্হ্যমন্ত্রী ডঃ সামন্ত লাল সেন , ডঃ সেন তাঁর বক্তব্যে বলেন দুনিয়ার বিভিন্ন দেশ ভ্রমন করেঁছেন পরবর্তি প্রজ্ন্মের জন্য কোন বিশ্বের কোন দেশে জাতির পিতার কোন ভাস্কর্য নাই জেনারেসন জানবে কি ভাবে, কে আমাদের মুক্তি দাতা, আমি সামন্তলাল কোন দিন চিন্তা করতেও পারি নাই আমি মন্ত্রী হবো যদি না বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন না করতেন, আমরা কৃতজ্ঞচিত্তে স্মরন করি জাতির পিতাকে , ডঃ সামন্ত লাল বলেন পিতা দিয়েছিলেন সোহরার্দী হাসপাতালে ৫ বেড আর মেয়ে দিলেন ৫০০শত বেড , লন্ডনে জাতির পিতার ভাস্কর্য দেখে আমি মুগ্ধ অবিভূত, বিশ্বাস হচ্ছিলো না একো সুন্দর ভাস্কর্য আর আমার বড় ভাই  শ্রী সুরন্জিত সেন গুপ্ত উদ্ভোধন করেঁছেন , ধন্যবাদ আফছার খান সাদেক কে এই সাহসী কাজ করে বাংলাদেশকে বিশ্ব পরিমন্ডলে তূলে ধরেছেন ।অনুস্টান পরিচালনা করেন আং আহাদ চৌধুরী, বক্তব্য রাখেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম , ভাস্কর্যের প্রতিস্টাতা আফছার খান সাদেক , ডঃ কায়েছ, ডঃ সুবির সেন, ডঃ মাসুক , রবিনপাল, মিসবা, সায়াদ, খসরুজ্জামান,সাদ আহমদ,হারুন মিয়া, ইকবাল খান সহ অনেকে ।

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৪,  5:56 PM

news image

১৪মে ২০২৪ লন্ডনে সরকারী সফরের অংশ হিসেবে লন্ডনে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশের স্বাস্হ্যমন্ত্রী ডঃ সামন্ত লাল সেন , ডঃ সেন তাঁর বক্তব্যে বলেন দুনিয়ার বিভিন্ন দেশ ভ্রমন করেঁছেন পরবর্তি প্রজ্ন্মের জন্য কোন বিশ্বের কোন দেশে জাতির পিতার কোন ভাস্কর্য নাই জেনারেসন জানবে কি ভাবে, কে আমাদের মুক্তি দাতা, আমি সামন্তলাল কোন দিন চিন্তা করতেও পারি নাই আমি মন্ত্রী হবো যদি না বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন না করতেন, আমরা কৃতজ্ঞচিত্তে স্মরন করি জাতির পিতাকে , ডঃ সামন্ত লাল বলেন পিতা দিয়েছিলেন সোহরার্দী হাসপাতালে ৫ বেড আর মেয়ে দিলেন ৫০০শত বেড , লন্ডনে জাতির পিতার ভাস্কর্য দেখে আমি মুগ্ধ অবিভূত, বিশ্বাস হচ্ছিলো না একো সুন্দর ভাস্কর্য আর আমার বড় ভাই  শ্রী সুরন্জিত সেন গুপ্ত উদ্ভোধন করেঁছেন , ধন্যবাদ আফছার খান সাদেক কে এই সাহসী কাজ করে বাংলাদেশকে বিশ্ব পরিমন্ডলে তূলে ধরেছেন ।অনুস্টান পরিচালনা করেন আং আহাদ চৌধুরী, বক্তব্য রাখেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম , ভাস্কর্যের প্রতিস্টাতা আফছার খান সাদেক , ডঃ কায়েছ, ডঃ সুবির সেন, ডঃ মাসুক , রবিনপাল, মিসবা, সায়াদ, খসরুজ্জামান,সাদ আহমদ,হারুন মিয়া, ইকবাল খান সহ অনেকে ।